শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ । ১৯৮৬ সালে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি এবং সাস্ট নামেও পরিচিত।এটি দক্ষিণ এশিয়ার প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। sust এর ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 প্রকাশিত হয় admission.sust.edu এই ওয়েবসাইটে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট স্নাতক (সম্মান/ইঞ্জি:) ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
শাবিপ্রবি ভর্তি টাইমলাইন |
---|
আবেদন শুরুঃ ২১ নভেম্বর ২০২১
আবেদন শেষঃ ৩ ডিসেম্বর ২০২১ ভর্তি পরীক্ষাঃ গুচ্ছ পরীক্ষা অনুযায়ী আবেদন লিংক : admission.sust.edu |
আবেদন ফি
ইউনিট A1 এবং B | ৬৫০ টাকা |
ইউনিট A2 | ১০০০ টাকা |
ইউনিট পরিবর্তন | ২০০ টাকা |
ইউনিট পরিচিতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি ইউনিট রয়েছে-একটি A ইউনিট অন্যটি B ইউনিট ।
A ইউনিট |
বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য |
B ইউনিট | শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য |
B ইউনিট কে আবার দুটি সাবগ্রুপে ভাগ করা হয়েছে
B1 ইউনিট | সকল ইঞ্জিনিয়ারিং বিষয় এর জন্য। |
B2 ইউনিট | আর্কিটেকচার এর জন্য। |
শাবিপ্রবি ভর্তি নোটিশ ২০২১
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রদত্ত সর্বশেষ খবর নিচে প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে ২১ নভেম্বর ২০২১ তারিখে এবং প্রতিটি ইউনিটের আবেদন ফি ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি সংক্রান্ত তথ্য এই পোস্টের শুরুরে উল্লেখ করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
আবেদনের যোগ্যতা
যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষায় পাশ করেছে তারা A ও B উভয় ইউনিটেই এবং অন্যেরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে।
- SSC/সমমান পাশ করতে হবেঃ ২০১৭ অথবা ২০১৮
- HSC/সমমান পাশ করতে হবেঃ ২০১৯ অথবা ২০২০
A ইউনিট | A ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.0 সহ মােট 6.5 থাকতে হবে। |
B ইউনিট | B ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.0 সহ মােট 7.0 থাকতে হবে এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় গণিতে ন্যূনতম GPA 3.5 (A লেভেলের ক্ষেত্রে B গ্রেড) থাকতে হবে। |
- বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা A ও B দুইটি ইউনি্টেই আবেদন করতে পারবেন।
আসন সংখ্যা
ইউনিট | আসন সংখ্যা |
A ইউনিট | মানবিক- ৩১০ |
বিজ্ঞান-২২০ | |
বাণিজ্য- ৮৩ | |
A ইউনিটে মোট আসন ৬১৩ টি |
|
B1 ইউনিট | ৯৫০ |
B2 ইউনিট | ৪০ |
B ইউনিটে মোট আসন ৯৯০ টি |
|
সংরক্ষিত আসন |
|
মুক্তিযোদ্ধার সন্তান | ২৮ |
ক্ষুদ্র নৃগোষ্ঠী | ২৮ |
প্রতিবন্ধী | ১৪ |
পোষ্য | ১৬ |
বিকেএসপি | ৬ |
মোট | ১০০ |
পরীক্ষার মানবন্টন
A ইউনিট |
||
বিভাগ |
পরীক্ষার বিষয় |
সময় |
বিজ্ঞান বিভাগের জন্য | ইংরেজি-২০
বাংলা-১০ পদার্থবিজ্ঞান-১০ গণিত/জীববিজ্ঞান-১০ রসায়ন-১০ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি-১০ |
১ ঘন্টা ৩০ মিনিট |
লিখিত পরীক্ষা -৭০
রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০ |
||
সর্বমোট -১০০ | ||
মানবিক বিভাগের জন্য | ইংরেজি ২০
বাংলা ১০ মাধ্যমিক পর্যায়ের গণিত-১০ অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস ও ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়-৩০ |
১ ঘন্টা ৩০ মিনিট |
লিখিত পরীক্ষা -৭০
রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০ |
||
সর্বমোট -১০০ | ||
বাণিজ্য বিভাগের জন্য | ইংরেজি-২০
বাংলা-১০ মাধ্যমিক পর্যায়ের গণিত-১০ হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসংগ-৩০ |
১ ঘন্টা ৩০ মিনিট |
লিখিত পরীক্ষা -৭০
রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০ |
||
সর্বমোট -১০০ |
B ইউনিট |
|||
ইউনিট |
পরীক্ষার বিষয় |
সময় |
|
B1 ইউনিট | ইংরেজি -১০
পদার্থ- ২০ রসায়ন -২০ গণিত -২০ |
১ ঘন্টা ৩০ মিনিট | |
লিখিত পরীক্ষা=৭০
রেজাল্টঃSSC+HSC=১৫+১৫=৩০ |
|||
সর্বমোট = ১০০ | |||
B2 ইউনিট | ইংরেজি -১০
পদার্থ- ২০ রসায়ন -২০ গণিত -২০ ড্রইং ও স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞান-৩০ |
১ ঘন্টা ৩০ মিনিট+ ১ ঘন্টা=২ঘন্টা ৩০ মিনিট | |
সর্বমোট = ১০০ | |||
সাস্ট প্রশ্ন ব্যাংক ডাউনলোড করুন
ইউনিট পরিচিতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি ইউনিট রয়েছে-একটি A ইউনিট অন্যটি B ইউনিট ।
A ইউনিট |
বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য |
B ইউনিট | শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য |
B ইউনিট কে আবার দুটি সাবগ্রুপে ভাগ করা হয়েছে
B1 ইউনিট | সকল ইঞ্জিনিয়ারিং বিষয় এর জন্য। |
B2 ইউনিট | আর্কিটেকচার এর জন্য। |
প্রস্ততির ক্ষেত্রে করণীয়
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আলাদা করে কিছু প্রস্তুতি নিতে হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও তোমাকে আলাদা কিছু বিষয় নিয়ে ভাবতে হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবে সে সম্পর্কে নিচে আলোচনা করা হল।
পদার্থ, রসায়ন এবং ম্যাথ এর সূত্রের জন্য আলাদা আলাদা নোট তৈরি করতে হবে । এই নোটটিতে অধ্যায়ভিত্তিক ছোট-বড়, জানা-অজানা সকল সূত্র থাকতে হবে। যেন পরীক্ষার আগে বা যেকোন প্রয়োজনে তুমি সহজে দেখে নিতে পার।সূত্রগুলো থেকে কীভাবে ম্যাথ আসতে পারে তা ভাবো।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে গণিতে সিদ্ধহস্ত হতে হবে। গণিতে ভাল প্রস্তুতি এর জন্য বিগত দশ বছরের প্রশ্ন দেখার পাশাপাশি মূল বইয়ের ম্যাথ Step by step প্রতিটাই করার পাশাপাশি কৌশলগুলোও মনে রাখতে হবে।এছাড়া বিগত ৬-৭ বছরের সব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে হবে । কখনই কোন বিষয় না বুঝে এড়িয়ে যাবে না। আলাদা পৃষ্ঠায় না বোঝার বিষয়গুলো লিখে রাখো। অতিরিক্ত সময়ে বন্ধু কিংবা বড় ভাইয়ের কাছে বুঝে নিতে পারো। সাস্টের বিগত বছর সলুশন করার জন্য সাস্ট Q, সাস্টটেক বা রেডিয়াম যে কোন একটি বইয়ের সাহায্য নিতে পার।
বিষয়ভিত্তিক সহায়ক বই
পদার্থ | Physics Bullet |
রসায়ন | Chemistry Plus |
গণিত | Math Plus |
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক তথ্য ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি বইয়ের বিভিন্ন আপডেট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।