চাকরির নিয়োগ

১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি ২০২৩ । ntrca.gov.bd

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ওয়েবসাইট ntrca.gov.bd এ প্রকাশ করা হয়েছে। ১৮ তম নিবন্ধন সার্কুলারের আলাকে আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, শূন্য আসন, পরীক্ষার মানবন্টনসহ সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল । ই্ংরেজীতে দেখুন

১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে !

১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি ২০২৩

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে দেশব্যাপী প্রতিযোগিতামূলক শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহন করে থাকে । এরই ধারাবাহিকতায় প্রতিবছর এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহন করে থাকে ।

গুরুত্বপূর্ণ তথ্য 
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৪ নভেম্বর ২০২৩

আবেদন শুরুর তারিখ ও সময়:  ০৯ নভেম্বর ২০২৩ (সকাল ৯.০০টা)

আবেদনের শেষ তারিখ :  ৩০ নভেম্বর ২০২৩ ( রাত ১১.৫৯)

প্রিলিমিনারী পরীক্ষা : পরে জানানো হবে

আবেদন ফি : ৩৫০ টাকা

আবেদন লিংক : ntrca.teletalk.com.bd

শিক্ষক নিবন্ধনের পর্যায়সমূহ

স্কুল পর্যায় :  সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান), সহকারী শিক্ষক (শরীরচর্চা)/শরীরচর্চা শিক্ষক ও সহকারী মৌলভী ।

স্কুল পর্যায়-২ : বলতে ট্রেড ইন্সট্রাক্টর, এবতেদায়ী মৌলভী, এবতেদায়ী শিক্ষক (সাধারণ) ও এবতেদায়ী ক্বারী ।

কলেজ পর্যায় : বলতে প্রভাষক, ইন্সট্রাক্টর (টেক), ইন্সট্রাক্টর (নন-টেক) ও প্রদর্শক।

 এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ

১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী এবং লিখিত পরীক্ষার তারিখ খুব শীঘ্রই প্রকাশ করা হবে ।

তারিখ ও বার সময় পর্যায়
সকাল ০৯.০০টা থেকে সকাল ১০.০০টা পর্যন্ত স্কুল ২ ও স্কুল
বিকাল ৩.০০ টা থেকে বিকাল ৪.০০ পর্যন্ত কলেজ

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবন্টন

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী পরীক্ষা মোট চারটি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে । যা হল – বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান।
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান ২৫
মোট ১০০

১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেলে প্রার্থীকে কৃতকার্য বলে বিবেচনা করা হবে, তবে আলাদাভাবে কোন বিষয়ে পাশ করার বাধ্যবাধকতা নেই ।

আরও পড়ুন: ১ থেকে ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নব্যাংক পিডিএফ ডাউনলোড করুন

শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা

  • লিখিত পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও NTRCA-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জানানো হবে। মোবাইল ফোনে SMS-এর মাধ্যমেও বিষয়টি অবহিত করা হবে।
  •  ১০০ (একশত) নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় ৩ (তিন) ঘণ্টা।
  • লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিটি বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে।
  • বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষা সম্পর্কিত বিষয়ের প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ভাষাতেই লিখতে হবে। অন্যান্য বিষয়ের প্রশ্নের উত্তর বাংলা বা ইংরেজি মাধ্যমের যে কোন একটিতে লিখা যাবে। একটি বিষয়ের উত্তরে (উদ্ধৃতি বা অনিবার্য টেক্সট ব্যতীত) একাধিক ভাষা ব্যবহার করা যাবে না। কোন বিষয়ের প্রশ্নপত্রে অন্য কোনরূপ নির্দেশনা থাকলে উক্ত বিষয়ের ক্ষেত্রে ঐ নির্দেশনা অনুযায়ী প্রশ্নোত্তর লিখতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সনদ/ডকুমেন্টসসমূহ

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি
  • কেবল সহকারী শিক্ষক পদসমূহের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক Online আবেদনপত্রে উল্লেখিত Optional Subject-এর স্বপক্ষে প্রমাণস্বরূপ স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের প্রবেশপত্র/পত্রসমূহ এর মূলকপি
  • স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের নম্বরপত্রের (মার্ক শিট) মূলকপি
  • প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্রের মূলকপি
  • জাতীয় পরিচয়পত্রের মূলকপি
  • কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্য যে কোন সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন।

শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা

  • লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদান (আপলোড) করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণ SMS প্রাপ্তির পর ইতঃপূর্বে প্রদত্ত User ID এবং Password ব্যবহার করে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র যথাসময়ে Download করে নিতে পারবেন।
  • লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিধি মোতাবেক যোগ্য প্রার্থীকে মৌখিক পরীক্ষায় আমন্ত্রণ জানানো হবে।
  • মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে SMS-এর মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান অবহিত করা হবে। SMS-এ প্রাপ্ত নির্দেশনা মোতাবেক নির্বাচিত প্রার্থীগণকে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার নম্বরের ২টি অংশ থাকবে; যথা- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের উপর ১২ নম্বর ও প্রশ্ন-উত্তরের উপর ০৮ নম্বর। মৌখিক পরীক্ষার উভয় অংশে অন্যুন ৪০% নম্বর না পেলে সংশ্লিষ্ট প্রার্থী মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হবেন না।
  • লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিধি মোতাবেক ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্রসমূহ

ক. প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রার্থীকে পরীক্ষা দিতে হবে। কেন্দ্র পরিবর্তনের কোন আবেদন গ্রহণ করা হবে না।
খ. প্রিলিমিনারি টেস্টের কেন্দ্র: দেশের ২৪ (চব্বিশ)টি জেলা শহর যথা: দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, সিলেট ও রাঙ্গামাটিতে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।
গ. লিখিত পরীক্ষার কেন্দ্র: প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ৮ (আট)টি বিভাগীয় শহর যথা: রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ-এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঘ. Online আবেদনপত্রে প্রার্থী কর্তৃক পূরণকৃত পরীক্ষা কেন্দ্রে প্রার্থী প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করবেন।

অনলাইনে আবেদনের প্রক্রিয়া

    •  শিক্ষাগত যােগ্যতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করতে যােগ্য ও ইচ্ছুক ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের রেডিও বাটন সিলেক্ট করে আবেদনপত্র ফরম ওপেন করতে হবে ।
    • Online আবেদন পত্রে প্রার্থী নিজ স্বাক্ষর  (দৈঘ্য ৩০ pixel x প্রস্থ ৮০ pixel ) ও রঙ্গিন ছবি ((দৈঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel  স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন ।
    • Online আবেদনপত্রে পূরণকৃত তথাই যেহেতু প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা ও অ্ন্যান্য সকর কার্যক্রমসহ উর্ত্তীন প্রার্থীদের সার্টিফিকেট  প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র প্রেরণ (Submit) করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।। পূরণকৃত সকল তথ্য সঠিক সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন । আবেদনপত্র প্রেরণ (Submit) করার পর কোন তথ্য সংশােধনযোগ্য নয়।
    •  বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য কোন প্রার্থীর শিক্ষাগত যােগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না।
    •  প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করবেন।

১৮ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার পিডিএফ

১৮ তম NTRCA সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে, আমরা আপনাকে এনটিআরসি শিক্ষক নিবন্ধন আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে সম্পূর্ণ এনটিআরসিএ বিজ্ঞপ্তিটি অন্তর্ভুক্ত করেছি।

18th NTRCA Circular 2023
18th NTRCA Circular 2023
18th NTRCA Circular 2023

পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী

আবেদনপত্র  যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র  সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। উক্ত কপিতে প্রদত্ত User ID ব্যবহার করে প্রাথী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নির্ধাৱিত ৩৫০/ – (তিনশত পঞ্চাশ) টাকা আবেদন Submit করার অনধিক ৭২ (বাহাত্তর) ঘটার মধ্যে জমা প্রদান করবেন।

প্রথম SMS: NTRCA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় SMS; NTRCA<space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে

বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপণের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। |

User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করার পদ্ধতি

শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

1. User ID জানা থাকলে: NTRCA<Space>Help<Space>User<Space>User ID & send to 16222.

Example: NTRCA Help User ABCDEF & send to 16222

2.  PIN Number জানা থাকলে: NTRCA<Space>Help<Space>PIN<Space>PIN Number &
send to 16222.

Example: NTRCA Help PIN 12345678 & send to 16222

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর প্রদত্ত মােবাইল নম্বরে যথাসময়ে SMS এর মাধ্যমে জানানাে হবে। SMS প্রাপ্তির পর প্রার্থী তার প্রবেশপত্র http://ntrca, teletalk.com.bd ওয়েবসাইট হতে Download করে নিতে পারবেন।

 প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র : নির্ধারিত ফি জমা হলে টেলিটক বাংলাদেশ লিঃ হতে SMS-এর মাধ্যমে প্রার্থীর মােবাইল নম্বরে User ID এবং Password প্রেরণ করা হবে। প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী তার প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র যথাসময়ে Download করে fত পারবেন।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র: প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হওয়ার পর উকীর্ণ প্রার্থীদের অনুকুলে প্রবেশপত্র http://ntrca, teletalk.com.bd ওয়েবসাইটে প্রদান (Upload) করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণ SMS প্রাপ্তির পর ইতোপূর্বে ও User ID এবং Password ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র যথাসময়ে Download করে নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান SMS-এর মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে।

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রবেশপত্র

Appeared দিয়ে আবেদন করা যাবে কিনা ?

  • (Appeared) কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
  • শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সদ্য উর্ত্তীন প্রার্থীগণ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, টেবুলেশন শিট, নম্বরপত্র ও প্রবেশপত্র মৌখিক পরীক্ষাকালে প্রদর্শনের জন্য সংরক্ষণ করবেন।

১৮ তম শিক্ষকি নিবন্ধন পরীক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

ক. পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে প্রার্থীগণ কানের উপর কোন আবরণ রাখতে পারবেন না। কান খোলা রাখতে হবে।

খ. পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে প্রার্থীগণ গহনা/অলংকার জাতীয় কোন কিছু ব্যবহার করবেন না।

গ. পরীক্ষার হলে ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা তৎসদৃশ কোন কিছু বা কোন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী বহন করা যাবে না।

ঘ. লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ/প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালীন বোর্ডের সম্মুখে প্রদর্শন করতে হবে। কোন প্রার্থী অনলাইন আবেদন ফরম-এ প্রদত্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ যথাযথ সনদ/প্রত্যয়নপত্র বোর্ডের সম্মুখে দাখিল করতে ব্যর্থ হলে বা কোন পদের জন্য নির্ধারিত যোগ্যতা না থাকলে বা আবেদন ফরমে ভুল তথ্য প্রদান করলে বা কোন অযোগ্যতা বা কোন Substantive ত্রুটি ধরা পড়লে যে কোন পর্যায়ে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য
হবে।

ঙ. যদি কোন প্রার্থী অসত্য/ভিন্নরূপ/ভুল তথ্য প্রদান করেন এবং যে কোন পর্যায়ে তা প্রমাণিত হয় তবে তার সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে এবং তিনি NTRCA কর্তৃক গৃহীতব্য পরীক্ষায় সকল পদে আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং উক্ত প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

চ. যদি কোন প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর সময় অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

ছ. চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে উত্তীর্ণ প্রার্থীর সনদপত্র Online আবেদনপত্রে উল্লেখিত তার স্থায়ী ঠিকানার জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হবে। উক্ত সময়ের মধ্যে এনটিআরসিএ কোন সাময়িক প্রত্যয়নপত্র প্রদান করবে না। ওয়েবসাইটে প্রদত্ত ফলাফল এর প্রিন্টকপি সাময়িক প্রত্যয়নপত্র হিসেবে গণ্য হবে। নিবন্ধন সনদ ব্যতীত কোন ব্যক্তি এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবে না।

জ. অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তিত হলে তা যথানিয়মে এবং যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

ঝ. বিজ্ঞপ্তিতে অনুল্লিখিত কোন বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন হলে এনটিআরসিএ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করবে।
ঞ. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এনটিআরসিএ-এর ০২-৫৫১৩৮৫০৮, ০২-৪১০৩০১২৮ ও ০১৬৩৫৪০৫৮০১ নম্বর থেকে জানা যাবে।

ট. পরীক্ষা গ্রহণ, মেধাতালিকা প্রণয়ন ও নিবন্ধন সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!