বিশ্ববিদ্যালয় ভর্তিবিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯ । শেকৃ্বি ভর্তি সার্কুলার বিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd এ প্রকাশ করা হবে । আজকে আমরা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2018-19 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তিচ্ছুআবেদনকারীদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ 

ইউনিট পরিচিতি

অনুষদের নাম প্রােগ্রাম (ডিগ্রি) আসন বিন্যাস
কৃষি বি এসসি এজি (অনার্স)। ৩৫০*
এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বিবিএ ইন এগ্রিবিজনেস। ৬০*
বি এসসি ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) ৬০*
এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বি এসসি ভেট সায়েন্স এন্ড এ এইচ ১০০*
ফিসারিজ এন্ড একোয়াকালচার বি এসসি ইন ফিসারিজ এন্ড একোয়াকালচার (অনার্স) ৫০*
মোট ৬২০*

* বিধি মোতাবেক আসনের সঙ্গে কোটা’র আসনসমূহ যুক্ত হবে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

  •  পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত/উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়সমূহের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ ২০১৭ বা ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
  •  বিজ্ঞান গ্রুপে ২০১৫ বা ২০১৬ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
  •  SSC/সমমান ও HSC/সমমান এর উভয় পরীক্ষায় সর্বমােট জিপিএ ন্যূনতম ৭.০০ থাকতে হবে।
  •  GCE “O” লেভেল এবং ‘A’ লেভেল পাশকৃত প্রার্থীর ক্ষেত্রে ‘0′ লেভেল পরীক্ষায় ৫টি পেপারে ন্যূনতম B গ্রেড এবং ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়সমূহের প্রত্যেকটিতে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী

সাধারণ জ্ঞান (১০ নম্বর)
ইংরেজি (১০ নম্বর)
পদার্থ বিজ্ঞান (২০ নম্বর)
রসায়ন (২০ নম্বর)
গণিত (২০ নম্বর)
জীববিজ্ঞান (২০ নম্বর)
  • সকল অনুষদসমূহে ভর্তির জন্য একটি মাত্র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • বিষয়গুলাের উপর MCQ পদ্ধতিতে প্রতিটি ১ নম্বরের ১০০টি প্রশ্নের ১০০ নম্বরের ১
    (এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বিয়ােগ/কর্তন করা হবে।

জিপিএ মার্কস

গ্রেডিং পদ্ধতিতে SSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ (আট) গুণ এবং HSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ (বার) গুণ নম্বর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যােগ করে মােট ২০০ নম্বরের উপর মেধা তালিকা প্রস্তুত করা হবে।

শেকৃ্বি ভর্তি সার্কুলার ২০১৮-১৯

SAU Admission Notice 2018-19 SAU Admission Circular 2018-19


আবেদন সংক্রান্ত তথ্যাবলী

ভর্তির প্রয়ােজনীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মােতাবেক অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে। Submit করা শেষে একটি ID নম্বর প্রদান করা হবে এবং পরবর্তীতে এই ID নম্বরের অনুকুলে রকেট অথবা শিওরক্যাশ মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে ।


সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button