শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ 2019-20 বিশ্ববিদ্যালযয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় । যারা এখনও কোন বিশ্ববিদ্যালরে ভর্তি হতে পারনি তাদের জন্য এটি একটি সেরা সুযোগ । আজকে আমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২ নিয়ে বিস্তারিত আলোচনা করব.
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দেশের সর্বশেষ প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় । শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’য় অল্প সংখ্যক আসন সহ ৩ অনুষদের অধীনে ৪ টি বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য সমূহ | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
আবেদনের নূন্যতম যোগ্যতা
২০১৪ থেকে ২০১৭ সালের এসএসসি/সমমান এবং ২০১৯ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন যাদের ফলাফল নিচের শর্ত গুলো মানে।
কলা অনুষদ | সর্বনিম্ন জিপিএ এসএসসি = 3.00 এবং এইচএসসি = 3.00 এবং কমপক্ষে জিপিএ 7.00 মোট (সকল বিভাগের জন্য) |
সামাজিক বিজ্ঞান অনুষদ | সর্বনিম্ন জিপিএ এসএসসি = 3.00 এবং এইচএসসি = 3.00 এবং কমপক্ষে জিপিএ 7.00 মোট (সকল বিভাগের জন্য) |
বিজ্ঞান অনুষদ | সর্বনিম্ন জিপিএ এসএসসি = 3.50 এবং এইচএসসি = 3.50 এবং সর্বনিম্ন জিপিএ 8.00 (কেবলমাত্র বিজ্ঞান বিভাগের জন্য) |
পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিতরন
কলা অনুষদ | এমসিকিউ 100বাংলা- 30, ইংরাজী -30, সাধারণ জ্ঞান -40
লিখিত 30 বাংলা- 10, ইংরাজী -10, সাম্প্রতিক জ্ঞান -10 |
সামাজিক বিজ্ঞান অনুষদ | এমসিকিউ 100বাংলা- 25, ইংরাজী -25, অর্থনীতি / সাধারণ বিজ্ঞান – 25, সাধারণ জ্ঞান -40
লিখিত 30 বাংলা- 10, ইংরাজী -10, অর্থনীতি / গণিত -10 |
বিজ্ঞান অনুষদ | এমসিকিউ 100বাংলা- 15, ইংরাজী -15, পদার্থবিজ্ঞান – 20, রসায়ন – 20, গণিত – 20, আইসিটি – 10।
লিখিত 3 গণিত – 10, পদার্থবিজ্ঞান – 10, রসায়ন / আইসিটি – 10 |
সর্বমোট আসন সংখ্যাঃ
বিভাগ | বিষয় | আসন সংখ্যা |
কলা অনুষদ | বাংলা | ৩০ |
ইংরেজী | ৩০ | |
সামাজিক বিজ্ঞান অনুষদ | অর্থনীতি | ৩০ |
গুরুত্বপূর্ণ তথ্য
- MCQ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৫০। লিখিত পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে পাস নম্বর ১২।
- MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের থেকে আসন সংখ্যার ১০ গুণ অনুপাতে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে।
- MCQ পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর যােগ করে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
- প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি ভার্সন (প্রযােজ্য ক্ষেত্রে) হবে। যে সকল প্রার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের আবেদনের সময় নির্ধারিত অপশন সিলেক্ট করতে হবে।
- ভর্তি পরীক্ষায় প্রতিটি MCQ প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।।
- ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.shubd.net – তে প্রকাশ করা হবে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ২০১৯-২০
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।