বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১.  ভর্তি নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.shu.edu.bd প্রকাশ করা হয় । ইংরেজী দেখুন

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দেশের  সর্বশেষ প্রতিষ্ঠিত  পাবলিক বিশ্ববিদ্যালয় । শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা’য় অল্প সংখ্যক আসন সহ ৩ অনুষদের অধীনে ৪ টি বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।

একনজরে
অনলাইন আবেদন শুরু:  ০৫ ডিসেম্বর ২০২১ খ্রি. সকাল ১০.০০টা

আবেদনে শেষ: ২৩ ডিসেম্বর ২০২১ খ্রি. রাত ১১.৫৯ (বর্ধিত)

আবেদন ফি জমাদানের শেষ তারিখ : ২৬ ডিসেম্বর ২০২১ খ্রি. রাত ১১.৫৯

আবেদনের ফি : ৬০০ টাকা

আবেদন লিংক :  shu.bigmsoft.com

সাম্প্রতিক নোটিশ

shu-admission-date-extended

আবেদনের যােগ্যতা ও শর্তাবলি

GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

কোটায় আবেদনের শর্তাবলি

কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময় কোটা অপশন সিলেক্ট করতে
হবে। নির্দিষ্ট কোটাসমূহ:

১) মুক্তিযােদ্ধা কোটা (FFQ) (মুক্তিযােদ্ধার সন্তান মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান)

২) বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) কোটা (DQ)

৩) ক্ষুদ্র নৃ-গােষ্ঠী/উপজাতি/আদিবাসী কোটা (EMQ)

৪) পােষ্য কোটা (WQ)

ভর্তির আবেদনের সময়ে যারা নির্দিষ্ট কোটা অপশনে আবেদন করবে তাদের উক্ত কোটায় ভর্তির জন্য প্রয়ােজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ভর্তির মেধাতালিকা প্রকাশের ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে হবে। উল্লেখ্য যে, মুক্তিযােদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী/উপজাতি/আদিবাসি কোটার ক্ষেত্রে স্ব-স্ব উপজাতি প্রধান/জেলা প্রশাসক এর সনদপত্র, বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সমাজসেবা
অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, পােষ্য কোটার ক্ষেত্রে কর্তৃপক্ষের সনদপত্র আবেদনের সাথে জমা দিতে হবে।

মেধাক্রম তৈরির পদ্ধতি

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মােট নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। GST ভর্তি পরীক্ষায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত মােট নম্বর সমান হলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম প্রস্তুত করা হবে:

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ২০২১

 সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া

মেধাতালিকায় কৃতকার্য শিক্ষার্থীদেরকে সাক্ষাৎকারের সময় নিম্নোক্ত কাগজপত্রাদি অবশ্যই
সাথে আনতে হবে:

ক) GST ভর্তি পরীক্ষার হলে প্রত্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরকৃত প্রবেশ পত্র ও ফটোকপি

খ) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি

গ) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি

ঘ) সম্প্রতি তােলা ২ (দুই) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি

ঙ) মূল NID/জন্মনিবন্ধন সনদ ও ফটোকপি

চ) কোটার ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র।

সাক্ষাৎকারের সময় বিভাগ কর্তৃক প্রয়ােজনীয় কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে ভর্তির জন্য ভর্তি ফরম ও পে-ইন-স্লিপ (ব্যাংক রশিদ) প্রদান করা হবে। সাক্ষাৎকারের দিন থেকে পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে পে-ইন-স্লিপে উল্লিখিত নির্ধারিত টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে উক্ত পে-ইন-স্লিপ এর অংশবিশেষ সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরিচয় পত্র পরবর্তীতে প্রদান করা হবে।

 মাইগ্রেশন

মেধা তালিকা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তির পর ইউনিট ভিত্তিক বিভিন্ন বিভাগের আসন শূন্য থাকা
সাপেক্ষে মাইগ্রেশন সংক্রান্ত তথ্য পরবর্তীতে shu.edu.bd/admission ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!