চাকরির নিয়োগ

সমাজসেবা অধিদফতর চাকরি বিজ্ঞপ্তি ২০২০ । dss.teletalk.com.bd

সমাজসেবা নিয়োগ বিজ্ঞপ্তি 2020

সমাজকর্মী পদে সমাজসেবা অধিদফতর চাকরির বিজ্ঞপ্তি । সমাজসেবা নিয়োগ বিজ্ঞপ্তি 2020  DSS নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট dss.teletalk.com.bd এ প্রকাশ করা হয় ।  সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর এর মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশ আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত সিএপিবি প্রকল্পে কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতিতে শিশুদের নানা জরূরী সেবা প্রদানের নিমিত্ত নিম্নোক্ত শর্তাদির আলোকে সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

সমাজসেবা অধিদফতর চাকরি বিজ্ঞপ্তি ২০২০

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর এর মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত সিএসপিবি প্রকল্পে  সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

গুরুত্বপূর্ন তথ্যসমূহ
  • আবেদনের সময়সীমাঃ ২২ জুলাই ২০২০
  • পদ সংখ্যাঃ ১২৭ টি
  • মেয়াদঃ নিয়োগের তারিখ হতে পরবর্তী ৬ মাস।
  • বেতনঃ ২৩১০০ টাকা

সমাজসেবা নিয়োগ বিজ্ঞপ্তি 2020

আবেদনের যোগ্যতাঃ

  • সমাজকর্ম/সমাজ কল্যাণ/সমাজ বিজ্ঞান অনুষদের অত্নর্ভূক্ত বিষয়ে স্নাতক/স্নাতকোতত্তর ডিগ্রীধারীগণ যোগ্য বলে বিবেচিত হবেন।
  • শিশু সূরক্ষা ও উন্নয়ন কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।
  • আন্তর্জাতিক শিশু অধিকার সনদ, শিশু আইন ও কমিউনিটি ভিত্তিক শিশু সূরক্ষা বিষয়ে সাম্যক ধারনা।
  • বাংলা ও ইংরেজি যোগাযোগে দক্ষতা।
  • মাইক্রোসফট অফিস ব্যবহারের যোগ্যতা ও দক্ষতা।
  • দলগতভাবে দেশের যেকোন পরিস্থিতিতে যেকোন যায়গায় কাজ করার মানসিকতা।

আবেদন প্রক্রিয়া ও বাছাই প্রক্রিয়াঃ

  • যোগ্য এবং আগ্রহী প্রার্থীগন সমাজকর্মীপদে সমাজসেবা অধিদফতরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ব্যক্তিগত তথ্য আগামী ২২ জুলাই ২০২০ তারিখের ভিতর উল্লেখিত মেইল এড্রেসে পাঠাতে বলে হয়েছে।
  • সাবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারবে ৩০ বছর তবে অভিজ্ঞদের ক্ষেত্রে ৪৫ বছর।
  • শুধুমাত্র প্রাথমিক ভাবে বাছাইকৃতদের পরীক্ষার আমন্ত্রণ জানানো হবে।

সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখুন 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!