বিশ্ববিদ্যালয় ভর্তিবিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-২০১৯ প্রকাশিত হয়েছে । ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে স্নাতক কোর্স লেভেল-১ সেমিস্টার-১ এ শিক্ষার্থী ভর্তি করা হবে।আজকে আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-২০১৯

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে স্নাতক কোর্স লেভেল-১ সেমিস্টার-১ এ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন (Online) এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.ac.bd এ ভর্তি সংক্রান্ত সকল তথ্যাদি পাওয়া যাবে ।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

বিষয়

তারিখ, বার ও সময়

অনলাইনে (online) আবেদন ০১ অক্টোবর ২০১৮ হতে ১৩ নভেম্বর ২০১৮ (ছুটির দিনসহ দিন-রাত ২৪ ঘন্টা)
ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত
ফলাফল প্রকাশ

২৪ নভেম্বর ২০১৮, শনিবার (ফলাফল www.sau.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে)

অনুষদ পছন্দক্রম

২৬ হতে ২৯ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে মেধা তালিকা ও অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদেরকে www.sau.ac.bd ওয়েবসাইটে অনুষদের পছন্দক্রম উল্লেখ করতে হবে।

মেধা তালিকা হতে ভর্তি

০৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত

অপেক্ষমান তালিকা হতে ভর্তি

০৯ ডিসেম্বর ২০১৮, রবিবার সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত

ওরিয়েন্টেশন

০৬ জানুয়ারি ২০১৯, রবিবার

ক্লাস শুরু

০৭ জানুয়ারি ২০১৯, সোমবার

অনুষদ পরিচিতি

  • ভেটেরিনারি, এনিম্যাল ও বায়ােমেডিক্যাল সায়েন্সেস।
  •  কৃষি
  •  মাৎস্যবিজ্ঞান
  •  কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা
  • কৃষি প্রকৌশল ও কারিগরি
  • বায়ােটেকনােলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং

 

আবেদনের ন্যূনতম যােগ্যতা

  •  বিজ্ঞান গ্রুপে ২০১৬ সনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমানের পরীক্ষায় এবং ২০১৮ সনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের পরীক্ষায় উভয়ক্ষেত্রে ৪র্থ বিষয় ব্যতিত মােট জিপিএ ৬.৫; তবেএসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় প্রতিটিতেই ৪র্থ বিষয় ব্যতিত ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। উল্লিখিত যােগ্যতা (জিপিএ) সাপেক্ষে ২০১৫ সনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান এবং ২০১৭ সনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও গণিত (এসএসসি’র ক্ষেত্রে সাধারণ গণিত) বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবেন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ এবং ইংরেজিতে ২.০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

মােট ২০০ নম্বরের ভিত্তিতে মেধা স্কোর তৈরি করা হবে। লিখিত নির্বাচনী পরীক্ষার জন্য ১০০ নম্বর, এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল থেকে ৪০ নম্বর ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল থেকে ৬০ নম্বর গণনা করা হবে।

গ্রেডিং পদ্ধতিতে ৪র্থ বিষয় বাদে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ নম্বর ভর্তি পরীক্ষার নম্বরের সাথে যােগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

লিখিত পরীক্ষার পাশ নম্বর ৪০।

যে সকল বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে

পদার্থবিদ্যা ২০

রসায়ন ২০

গণিত ২০

উদ্ভিদবিদ্যা ১৫

প্রাণিবিদ্যা ১৫

ইংরেজি ১০

মােট ১০০ নম্বর।

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৮-২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-২০১৯


 

Rocket মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করার পদ্ধতি

Rocket একাউন্ট আছে এমন মােবাইল ফোন থেকে পেমেন্ট করার জন্য নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করতে হবে:

i. ডায়াল *৩২২# ।

ii. “১ ডায়াল করে Payment” অপশন সিলেক্ট করতে হবে

iii. “১ ডায়াল করে Bill Pay অপশন সিলেক্ট করতে হবে

iv. নিজের একাউন্ট থেকে Payment করতে চাইলে “১ ডায়াল করে Self” অপশন সিলেক্ট করতে হবে এবং অন্যের একাউন্ট থেকে Payment দিতে চাইলে “২ ডায়াল করে Other” অপশন সিলেক্ট করে Enter Payer Mobile No. এর স্থলে আবেদনকারীর মােবাইল নাম্বার দিতে হবে

v. Enter Biller ID. এর স্থলে ৩২১’ টাইপ করতে হবে

vi. Enter Bill Number এর স্থলে অবশ্যই Bill/Reference Number টি প্রদান করতে হবে

vii. Enter Amount – ৮০৮’ (সার্ভিস চার্জসহ ৮০৮/-টাকা ব্যালেন্স থাকতে হবে)

viii. Enter PIN এর স্থলে Customer এর ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং Account এর PIN নম্বর দিতে হবে।

ix. রকেট কর্তৃক Payment Confirmation SMS আসবে । এই SMS থেকে Transaction ID
(TxnID) সংরক্ষণ করতে হবে ।

Rocket মােবাইল ব্যাংকিং হেল্প লাইন নম্বর 16216


সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!