চাকরির নিয়োগ

১৫তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০১৮ -15th NTRCA Circular 2018

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা  ২০১৮

১৫তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০১৮  প্রকাশিত হয়েছে। 15 তম NTRCA বিজ্ঞপ্তি 2018 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA )এর  অধীনে অনুষ্ঠিত হবে।  শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি  NTRCA এর অফিশিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd & www.ntrca.teletalk.com.bd  তে প্রকাশ করা হয় । আজকে আমরা এনটিআরসিএ -এর ১৫তম শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা করব ।

১৬ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি ২০১৯ দেখুন

আবেদন শুরুর তারিখ : ০৫ ডিসেম্বর ২০১৮ তারিখ বিকাল ৩টা।

আবেদন শেষের তারিখ :  ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৬টা।

আবেদন ফি  : ৩৫০ টাকা ( টেলিটকের মাধ্যমে পরিশোধ যোগ্য)

আবেদনের শ্রেণি বিন্যাসঃ
• স্কুল পর্যায় বলতে সহকারী শিক্ষক, শরীরচর্চা শিক্ষক, সহকারী মৌলবি, এবতেদায়ি প্রধান ও প্রদর্শক পদকে বুঝায়।
• স্কুল পর্যায়-২ বলতে ট্রেড ইন্সট্রাক্টর, জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক (সাধারণ) ও এবতেদায়ি ক্বারী পদ বুঝায়।
• কলেজ পর্যায় বলতে প্রভাষক/ইন্সট্রাক্টর (টেক)/ইন্সট্রাক্টর (নন-টেক) পদকে বুঝায়।

শিক্ষক নিবন্ধন প্রশ্নব্যাংক PDF ডাউনলোড করুন   

১৫তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০১৮

15 তম NTRCA শিক্ষক  নিবন্ধনের জন্য সরকারি ঠিকানা হল www.ntrca.gov.bd । এই ওয়েবসাইটে আপনি  ১৫তম শিক্ষক নিবন্ধন সার্কুলার এর সকল তথ্য পাবেন। 15 তম NTRCA শিক্ষক নিবন্ধন অনলাইন আবেদনের ঠিকানা হল http://ntrca.teletalk.com.bd । এখান থেকে আপনি অনলাইন আবেদন থেকে শুরু করে ১৫তম শিক্ষক নিবন্ধন এডমিট কার্ড ডাউনলোড সহ ১৫তম শিক্ষক নিবন্ধন সার্কুলার রেজাল্ট দেখতে পারবেন ।

সার্কুলার ডাউনলোড 

 শিক্ষক নিবন্ধন (১ থেকে ১৪তম) প্রশ্নব্যাংক ডাউনলোড করুন

১৫তম শিক্ষক নিবন্ধনের আবেদন পদ্ধতি

প্রার্থীকে http://ntrca.teletalk.com.bd এই ঠিকানা থেকে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার  পর প্রার্থীর যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করতে হবে।শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ (Appeared) কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না

তারপর প্রার্থীকে আবেদন ফর্ম পূরণ করেতে হবে।

১৫তম শিক্ষক নিবন্ধন সার্কুলার

আবেদন করার পর প্রার্থীকে 72 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করতে হবে ।  আবেদনকারীকে Applicant’s Copy তে প্রদত্ত User ID ব্যবহার করে এসএমএস প্রদান করতে হবে । এসএমএসের মাধ্যমে ফি প্রদানের প্রক্রিয়াটি নিচে দেওয়া হল।

প্রথম SMS: NTRCA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: NTRCA<Space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে

১৫তম শিক্ষক নিবন্ধন  2018 এর User ID, Serialএবং PIN পুনরুদ্ধার প্রক্রিয়া

 

User ID জানা থাকলে:  NTRCA<Space>Help<Space>User<Space>User ID & send
to 16222.
Example:  NTRCA Help User ABCDEF & send to 16222

PIN Number জানা থাকলে: NTRCA<Space>Help<Space>PIN<Space>PIN No. &
send to 16222.
Example: NTRCA Help PIN 12345678 & send to 16222.

 শিক্ষক নিবন্ধনের বই ডাউনলোড করুন

 শিক্ষক নিবন্ধন  ২০১৮ এর প্রবেশপত্র (Admit Card)

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর প্রদত্ত মােবাইল নম্বরে যথাসময়ে SMS-এর মাধ্যমে জানানাে হবে। SMS প্রাপ্তির পর প্রার্থী তার প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট হতে Download করে নিতে পারবেন।

প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র: পরীক্ষার নির্ধারিত ফি জমা হলে টেলিটক হতে SMS-এর
মাধ্যমে প্রার্থীর মােবাইল নম্বরে User ID এবং Password প্রেরণ করা হবে। প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী তার প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র যথাসময়ে Download করে নিতে পারবেন।

লিখিত পরীক্ষার প্রবেশপত্র: প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের অনুকূলে প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদান (Upload) করা হবে। যােগ্য প্রার্থীগণ SMS প্রাপ্তির পর পূর্বে User ID এবং Password ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র যথাসময়ে Download করে নিতে পারবেন।

১৫তম শিক্ষক নিবন্ধন  ফলাফল

15 তম NTRCA শিক্ষক নিবন্ধন ফলাফল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA ) এর ওয়েবসাইটে পাওয়া যাবে । আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও ১৫তম শিক্ষক নিবন্ধন  ফলাফল দেখতে পারবেন ।

১৫তম শিক্ষক নিবন্ধনের সকল আপডেট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!