এসাইনমেন্ট

৯ম শ্রেণির রসায়ন এসাইনমেন্ট নমুনা সমাধান ২০২১

মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন লিখ।

নবম শ্রেণির সকল সপ্তাহের রসায়ন বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা উত্তর ২০২১ । ৯ম শ্রেণির ১২তম সপ্তাহের রসায়ন এসাইনমন্টে নমুনা সমাধান আমাদের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে । উল্লেখ্য যে, রসায়ন শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য আবশ্যিক নির্ধারিত কাজ । সকল সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট সমাধান এখান থেকে দেখা যাবে ।

৯ম শ্রেণির রসায়ন এসাইনমেন্ট নমুনা সমাধান ২০২১

করোনা ভাইরাস প্রাদুর্ভাবকালীন সংকটময় পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক এসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয় । প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ের উপর এসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করা হয় এবং সপ্তাহ শেষে লিখিত এসাইনমেন্ট নিজ নিজ বিদ্যালয়ে জমা দিয়ে পরবর্তী সপ্তাহের এসাইনমেন্ট নিতে হয় । সূত্রমতে, চলমান এসাইনমেন্ট কার্যক্রম মোট ২০ সপ্তাহ পর্যন্ত চলবে ।

নবম শ্রেণির ১২তম সপ্তাহের রসায়ন এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণির রসায়ন ৩য় এসাইনমেন্ট প্রশ্ন বইয়ের তৃতীয় অধ্যায়: পদার্থের গঠন থেকে নেওয়া হয়েছে ।

নির্ধারিত কাজ : মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে। এমন তিনটি যৌগিক পদার্থে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থসমূহের সংকেত উল্লেখসহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটি প্রতিবেদন লিখ।

12-week-assignment-min-10

নমুনা উত্তর

মানব শরীরে বিদ্যমান তিনটি যৌগিক পদার্থের মৌল সমূহের বর্ণনা ।

মানব শরীরে বিদ্যমান তিনটি যৌগিক পদার্থ হলােঃ পানি,হাইড্রোক্লোরিব এসিড ও গ্লুকোজ।

পানি

পানির সংকেত H,0। পানিতে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু বিদ্যমান ।

নিন্মে পানিতে বিদ্যমান মৌল সমূহের প্রতীক ও পারমাণবিক ভর দেখানাে হলােঃ

মৌলের নাম মৌলের প্রতীক পারমাণবিক ভর
হাইড্রোজেন H 1.008
অক্সিজেন O 15.99

H 2 O এর আণবিক ভর = হাইড্রোজেনের পারমাণবিক ভর X 2 + অক্সিজেনের পারমাণবিক ভর
= 1 X 2 + 16
= 2 + 16
= 18

সুতরাং পানির আণবিক ভর 18

হাইড্রোক্লোরিক এসিড

হাইড্রোক্লোরিক এসিডের সংকেত (HCl)। হাইড্রোক্লোরিক এসিডে (HCl) ১টি হাইড্রোজেন এবং ১টি ক্লোরিন পরমাণু বিদ্যমান।

নিম্নোক্ত ছকে হাইড্রোক্লোরিক এসিডে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমাণবিক ভর দেখানাে হলােঃ

মৌলের নাম মৌলের প্রতীক পারমাণবিক ভর
হাইড্রোজেন H 1.008
ক্লোরিন Cl 35.453

HCl এর আণবিক ভর = হাইড্রোজেনের পারমাণবিক ভর + ক্লোরিনের পারমাণবিক ভর
=1 + 35.5
= 36. 5

সুতরাং হাইড্রোক্লোরিক এসিডের আণবিক ভর 36.5।

গ্লুকোজ

গ্লুকোজের সংকেত হচ্ছে C6H1206। গ্লুকোজ (C6H1206) ৬টি কার্বন, ১২টি হাইড্রোজেন এবং ৬টি অক্সিজেন পরমাণু বিদ্যমান।

নিম্নেক্ত ছকে গ্লুকোজে বিদ্যমান মৌলসমূহের প্রতীক ও পারমণবিক ভর দেখানাে হলােঃ

মৌলের নাম মৌলের প্রতীক পারমাণবিক ভর
কার্বন C 12.011
হাইড্রোজেন H 1.008
অক্সিজেন O 15.999

C6 H12 O6 এর আণবিক ভর = কার্বনের পারমাণবিক ভর X 6 + হাইড্রোজেনের পারমাণবিক ভর X 12+ অক্সিজেনের পারমাণবিক ভর X 6
= 12 X 6+1 X 12 + 16 X 6
= 72 + 12 + 96
= 180


অন্যান্য বিষয়ের এসাইনমেন্ট সমাধান দেখুন এখান থেকে

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!