সাজেশন

জৈব যৌগের গুরুত্বপুর্ণ টপিকস সমূহ

সামনে এইস. এস. সি পরীক্ষা । তোমদের অনেকের কাছে হয় এখন ভয়ের বিষয় রসায়ন ২য় পত্র । আর রসায়ন ২য় পত্রে যে রিষয়টি আরো ভয় বাড়িয়ে দেয় তা হল জৈব যৈাগ । তোমাদের্ এই ভয় কাটানোর জন্য আমরা জৈব যৌগের কিছু সংক্ষিপ্ত সাজেশন তৈরী করেছি। তবে দেখে নাও এক নজরে।


★জৈব যৌগ থেকে যে টপিকসগুলো পড়তে হবে★


১/ অর্থো-প্যারা ও মেটা নির্দেশক :C,O,N,S এর যেকোনো দুটি মৌল একসাথে থাকলে তা হবে মেটা নির্দেশক। বাকি সব অর্থো-প্যারা

২/ ক্রম:বইয়ে যত প্রকার সক্রিয়তার ক্রম আছে খাতায় টুকে রাখুন,মুখস্ত রাখতেই হবে।

৩/ বিকারক সমুহ(যেমন,গ্রিগনার্ড,লুকাস…)

৪/ সংকরন(একই যৌগে,কার্বনের সংকরণ জানতে হবে)

৫/ নামধারী বিক্রিয়া:আপনাদের বইয়ে ২০-২৫টি বিক্রিয়া আছে। নামগুলো তুলে রাখুন।

জৈব যৌগের গুরুত্বপুর্ণ টপিকস সমূহ(HSC Preparetion 2018)
জৈব যৌগের গুরুত্বপুর্ণ টপিকস সমূহ

৬/ সমাণু(প্রকারভেদ)(মুখস্ত ছাড়া উপায় নাই)

৭/শনাক্তকরণ(কোন বিকারক/যৌগ দ্বারা শনাক্তকরণ করা হয়)

৮/অ্যারোমাটিক যৌগের নাম সমুহ (গাঠনিক সংকেত সহ)(বইয়ের গুলো)

৯/বিক্রিয়া দিবে কি না:আলফা- H যুক্ত এবং ছাড়া যৌগ সমুহের যে বিক্রিয়া গুলো(যৌগ গুলোর নাম মনে রাখতে হবে)

১০/এসিডের সংকেত (বইয়ে যতগুলোআছে)

১১/পলিমার ও মনোমার*

১২/জারন-বিজারন ক্রম:অ্যালকেন

>অ্যালকিন>অ্যালকাইন>অ্যালকোহল

>অ্যালডিহাইড/কিটোন>জৈব এসিড।

এটা হলো জারন ক্রম।বিজারণ ক্রম এর বিপরীত প্রক্রিয়া।

১৩/প্রভাবক(কিছু নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক আছে।এগুলো মুখস্ত রাখতেই হবে)

১৪/হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ(বইয়ের গুলো)

১৫/ওজোনোলাইসিস(অ্যালকিন ও অ্যালকাইন এর ওজোনীকরনে যে সব যৌগ উৎপন্ন হয়)

১৬/কার্বন সংখ্যা বাড়ানো এবং কমানো (হফম্যান, KCN যোগ)

১৭/ পার্সেন্টেজ(যত প্রকার বইয়ে দেয়া আছে)

১৮/ ব্যবহার (নির্দিষ্ট কিছু অ্যারোমাটিক যৌগের ব্যবহার)….

•••••••••

*খাতায় লিখে,নিজের মত, পড়া শুরু কর।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!