চাকরির নিয়োগ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

বিএডিসি জব সার্কুলার ২০২০

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে । বিএডিসি জব সার্কুলার-এ কর্তৃপক্ষ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে।তাই আর দেরি না করে নিচের Bangladesh Agricultural Development Corporation (BADC) job circular 2020 দেখে নিন ও সময় থাকতে আবেদন করে ফেলুন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

চাকুরী প্রত্যাশীদের জন্য এটা খুবই আনন্দের বিষয় এই যে এখন প্রায় প্রতিদিনেই বিভিন্ন ধরণের সরকারী, বেসরকারী ও ব্যাংক জব সহ ভালো বেতনের বিভিন্ন পোস্টে চাকুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও তাদের ওয়েবসাইটের মাধ্যমে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এতে টি পদে মোট ২১০ জনকে নিয়োগ দেবে।সম্পুর্ণ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন।

গুরুত্ত্বপূর্ণ সময় এবং তারিখ
  • প্রতিষ্ঠান / সংস্থার নাম : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
  • পদ সংখ্যা: ২১০ টি
  • আবেদনের শুরুর তারিখ: ৩ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০:০০ টা।
  • আবেদনের শেষ তারিখ: ২৪ জানুয়ারি ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
  • আবেদনের ফি: ৫০০ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে।
  • আবেদনের লিংক : badc.teletalk.com.bd
  • পদ সংখ্যা
        • ড্রাইভার – ১৫৪
        • ট্রাক ড্রাইভার – ৫৬

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন জব সার্কুলার ২০২০

বাংলাদেশে বর্তমানে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে বেকাররা হন্য হয়ে ঘুরছে চাকুরী পাবার আশায় এ অবস্থায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক এ রকম প্রকাশিত হওয়া সত্যিই আনন্দের ব্যাপার তাই যোগ্যতা থাকলে আপনিও এতে আবেদন করতে পারেন। আবেদন করার আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সম্পর্কে জেনে নিন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্বশসিত প্রতিষ্ঠান যার প্রধান অফিস ঢাকায়। এর সংক্ষিপ্ত নাম বিএডিসি। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ (ক্রয়), পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন: বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে। আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ  বিএডিসি জব সার্কুলার ২০২০ নীচে দেওয়া হয়েছে।


BADC Job Circular

বিএডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে অর্থাৎ সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন। বিএডিসি জব সার্কুলার ২০২০ অনুসারে পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ৩ জানুয়ারি ২০২১ থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে এক মাস ধরে। আবেদনের শেষ দিন আগামী ২৪ জানুয়ারি ২০২১ ।তাই আর দেরী না করে এখনই আবেদন করে ফেলুন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন teletalk আবেদনের নিয়ম

  • প্রথম আপনারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ওয়েবসাইট   badc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • ওয়েব সাইটে প্রবেশ করে ফরম টি  নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান:

Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্মােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে জমা দিবেন।

প্রথম SMS:

BADC <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: BADC ABCDEF

Reply: Applicant’s Name, TK- 112/- will be charged as application fee. Your PIN is *******. To pay fee Type BADC <Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS:

BADC <space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: BADC YES *******.

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BADC Application for ****** User ID is (ABCDEF) and Password (******)

আপনি যদি আরোও সরকারি, বেসরকারি ও ব্যংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খবরাখবর জানতে চান আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!