কলেজ ভর্তি

কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট ২০১৮

কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট  আগামী ২১শে জুন, ২০১৮ তারিখে প্রকাশ করা হবে । যারা প্রথম মেধাতালিকায় স্থান পায়নি তাদের রেজাল্ট প্রকাশ করা  হবে ।

গত ১৪ই মে কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে ২৪ই মে শেষ হয় । আবেদকারীদের মধ্য থেকে প্রথম দফায় কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়  ১০ই জুন । প্রথম মেধাতালিকা থেকে ভর্তির সময়সীমা নির্ধারণ করা হয় ১১ই জুন থেকে ১৮ই জুন । আগামী ২১শে জুন, ২০১৮ তারিথে কলেজ ভর্তি ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে । এতে কেরে প্রথম দফায় যারা বাদ গেছে তারা ভর্তির সুযোগ পাবে ।

কলেজে ভর্তির মাইগ্রেশন ও ৩য় মেধা তালিকার ফলাফল দেখুন।

একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির কিছু  গুরুত্বপূর্ণ তারিখ দেখে নিন

  • প্রাথমিক তালিকা থেকে ভর্তি শুরু: ১১ই জুন থেকে ১৮ই জুন
  • কলেজ ভর্তি ২য় মেধা তালিকা প্রকাশ : ২১শে জুন, ২০১৮
  • ২য় মেধাতালিকা এবং মাইগ্রেশন তালিকা থেকে ভর্তি: ২২শে জুন থেকে ২৩শে জুন, ২০১৮
  • কলেজ ভর্তির তৃতীয় মেধা তালিকা প্রকাশ : ২৫শে জুন ২০১৮
  • তৃতীয় মেধাতালিকা থেকে ভর্তি: ২৬শে জুন ২০১৮
  • একাদশ শ্রেনীর ক্লাশ শুরুর তারিখঃ ১লা জুলাই ২০১৮

কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট 

[iframe src=”http://result.xiclassadmission.gov.bd/board/viewResult” width=”100%” height=”500″]

[button color=”blue” size=”small” link=”http://” icon=”” target=”false” nofollow=”false”]Again Search/ Reload [/button]


মোবাইলে কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট দেখতে সমস্যা হলে এখানে ক্লিক করুন 

১৯ জুন ২০১৮ তারিখ সকাল ১১:০০ ঘটিকা থেকে online –এ আবেদনপত্র update/দাখিল করা যাবে। যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।

কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট দেখতে কোন সমস্যা হলে কমেন্ট করুন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!