কলেজ ভর্তি

কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট ২০১৮

কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট  আগামী ২১শে জুন, ২০১৮ তারিখে প্রকাশ করা হবে । যারা প্রথম মেধাতালিকায় স্থান পায়নি তাদের রেজাল্ট প্রকাশ করা  হবে ।

গত ১৪ই মে কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে ২৪ই মে শেষ হয় । আবেদকারীদের মধ্য থেকে প্রথম দফায় কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়  ১০ই জুন । প্রথম মেধাতালিকা থেকে ভর্তির সময়সীমা নির্ধারণ করা হয় ১১ই জুন থেকে ১৮ই জুন । আগামী ২১শে জুন, ২০১৮ তারিথে কলেজ ভর্তি ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে । এতে কেরে প্রথম দফায় যারা বাদ গেছে তারা ভর্তির সুযোগ পাবে ।

কলেজে ভর্তির মাইগ্রেশন ও ৩য় মেধা তালিকার ফলাফল দেখুন।

একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির কিছু  গুরুত্বপূর্ণ তারিখ দেখে নিন

  • প্রাথমিক তালিকা থেকে ভর্তি শুরু: ১১ই জুন থেকে ১৮ই জুন
  • কলেজ ভর্তি ২য় মেধা তালিকা প্রকাশ : ২১শে জুন, ২০১৮
  • ২য় মেধাতালিকা এবং মাইগ্রেশন তালিকা থেকে ভর্তি: ২২শে জুন থেকে ২৩শে জুন, ২০১৮
  • কলেজ ভর্তির তৃতীয় মেধা তালিকা প্রকাশ : ২৫শে জুন ২০১৮
  • তৃতীয় মেধাতালিকা থেকে ভর্তি: ২৬শে জুন ২০১৮
  • একাদশ শ্রেনীর ক্লাশ শুরুর তারিখঃ ১লা জুলাই ২০১৮

কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট 

[iframe src=”http://result.xiclassadmission.gov.bd/board/viewResult” width=”100%” height=”500″]

[button color=”blue” size=”small” link=”http://” icon=”” target=”false” nofollow=”false”]Again Search/ Reload [/button]


মোবাইলে কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট দেখতে সমস্যা হলে এখানে ক্লিক করুন 

১৯ জুন ২০১৮ তারিখ সকাল ১১:০০ ঘটিকা থেকে online –এ আবেদনপত্র update/দাখিল করা যাবে। যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।

কলেজ ভর্তি ২য় মেধা তালিকা রেজাল্ট দেখতে কোন সমস্যা হলে কমেন্ট করুন ।

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button