বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-২০১৯

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-২০১৯  Chittagong Veterinary and Animal Sciences University (CVASU) । ভর্তি সার্কুলার cvasu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত হয় ।  আজকে আমরা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি  বিস্তারিত আলোচনা করব ।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-২০১৯

 

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

আবেদন করার সময় ০৩/০৯/২০১৮ হতে ০৪/১১/২০১৮ পর্যন্ত
ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান ২৪/১১/২০১৮ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য নির্ধারিত কেন্দ্র সমূহ)
ফলাফলপ্রকাশ ২৪/১১/২০১৮ রাত ৮:০০ ঘটিকার পর ফলাফল বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মেধা তালিকা হতে ভর্তি ০২/১২/২০১৮ এবং ০৩/১২/২০১৮
অপেক্ষমান তালিকা হতে ভর্তি ০৪/১২/২০১৮
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ০১/০১/২০১৯

অনুষদ ও আসন সম্পর্কিত তথ্য

অনুষদের নাম ডিগ্রির নাম

 

কোর্সের। মেয়াদ

 

আসন সংখ্যা

 

ভেটেরিনারি মেডিসিন।

অনুষদ

 

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ।

(ডিভিএম)

 

পাঁচ বছর

 

১০০
ফুড সায়েন্স এন্ড টেকনােলজি অনুষদ

 

বি এসসি (সম্মান) ইন ফুড সায়েন্স।

 

চার বছর ৮০

 

ফিশারিজ অনুষদ।

 

বি এসসি ইন ফিশারিজ (সম্মান)।

 

চার বছর

 

৬৫

 

মোট আসন সংখ্যা ২৪৫

আবেদনের ন্যূনতম যোগ্যতা

  • ২০১৫ অথবা ২০১৬ সালে এসএসসি/সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাস করতে হবে (যে সকল প্রার্থী ২০১৫ সালের পূর্বে এসএসসি/সমমান এবং ২০১৭ সালের পূর্বে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে সকল প্রার্থী আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবে না)।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৭.০ এবং আলাদাভাবে প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.০ পেতে হবে ।
  •  এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত (এসএসসি-এর ক্ষেত্রে সাধারণ গণিত) এবং জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।
  • এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা এবং ইংরেজি প্রতিটি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ২.০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

মােট নম্বর : ২০০

(i) এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ১০০ নম্বর
এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ = ৪০ নম্বর
* এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ = ৬০ নম্বর |

(ii) লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) ১০০ নম্বর

  •  লিখিত পরীক্ষার সময় ১ (এক) ঘন্টা
  •  লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর : পদার্থবিদ্যা-২০, রসায়নবিদ্যা-২০, গণিত-২০, জীববিদ্যা-৩০, ইংরেজি-১০।

আবেদনের প্রক্রিয়া

SMS পদ্ধতিতে মােবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।

ক) ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে ।

খ) যে কোন টেলিটক প্রি-পেইড মােবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে CVASU <Space> এইচএসসি শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর<Space> এইচএসসি পরীক্ষার রােল নম্বর <Space> এইচএসসি পাশের সাল <Space> এসএসসি শিক্ষাবাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <Space> এসএসসি পরীক্ষার রােল নম্বর <Space> এসএসসি পাশের সাল <Space> যে মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক (বাংলা মাধ্যমের জন্য B অথবা ইংরেজী মাধ্যমের জন্য E ) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

উদাহরণ : CVASUDDHA>123456<>2018<>DHA 123456<>2016<>B

উদাহরণটি ঢাকা বাের্ডের এবং CVASU এর সকল অনুষদের জন্য। এখানে ১২৩৪৫৬’ এবং DHA এর পরিবর্তে যথাক্রমে আবেদনকারীর নিজের এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পরীক্ষার রােল নম্বর এবং শিক্ষা বাের্ড দিতে হবে। কোন প্রার্থী ২০১৭ সালে এইচএসসি/সমমান পাশ করে থাকলে ২০১৮ এর পরিবর্তে ২০১৭ লিখতে হবে।

আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভর্তি বিজ্ঞপ্তি  2018-19 টি ভালভাবে পড়ুন ।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৮-২০১৯

CVASU Admission Notice 2018-19

Download CVASU Admission Circular 2018-19


সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!