সাজেশন

এইচ.এস.সি প্রস্তুতি-২০১৮ (রসায়ন ১ম পত্র)

2018 সালের এইচ এস সি পরিক্ষাথীদের জন্য রসায়ন প্রথম পত্রের সাজেশন দেওয়া হল । পরিক্ষাথীদের সুবিধার জন্য ইম্পরট্যান্স- এর উপর ভিত্তি করে সাজেশনটি দেওয়া । পরবর্তীতে আরো অন্যান্য বিষয়ের উপর সাজেশন দেওয়া হবে ।

  ➤১ম অধ্যায়:ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার

এই অধ্যায় থেকে সৃজনশীল না আসার সম্ভবনায় বেশি। নৈব্যত্তিকের জন্য পড়তে পারো।গুরুত্বপূর্ণ টপিকসগুলো হলো:
*হ্যাজার্ড
*সিম্বল
*ক্ষতিকর
*বিষাক্ত বিকারকের পরিবর্তে বিকল্প উপাদান
*ম্যাক্রো
*মাইক্রো
*সেমি মাইক্রো বিশ্লেষণ।

➤২য় অধ্যায়:গুণগত রসায়নঃ রাদাফোর্ড,বোর এর পরমাণু মডেলের

*সাফল্য সীমাবদ্ধতা
*অাইসোটোপ
*অাইসোটোন
*অাইসোবার,
*অরবিট
*রবিটাল,
*হুন্ডের নীতি
*পাউলি,অাউফবাউ নীতি
*বর্ণালী রেঞ্জ
*বর্ণালীর ব্যবহার Kp,Kc
*অায়ণ শণাক্তকরণ:Cu2+,Zn2+,Ca2+,Na+,NH4+.

➤৩য় অধ্যায়:পরিমাণগত রসায়ন

*s,p,d,f ব্লক মৌলের ধর্ম
*অায়নিকরণ শক্তি
*ইলেক্ট্রন অাসক্তি সংঞ্জা
*পাই বন্ধন
*সিগমা বন্ধন
*সংকরায়ণ (উদাহরণ)
*নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার
*ফাজানের নীতি,
*H বন্ধন।

➤৪র্থ অধ্যায়:রাসায়নিক পরিবর্তন

*একমুখী বিক্রিয়া & উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য
*একমুখী করার উপায়
*তাপমাত্রা ও চাপের প্রভাব
*প্রভাবকের বৈশিষ্ট্য,প্রকারভেদ,উদাহরণ,কার্যনীতি
*সাম্যাবস্থার শর্ত
*Kp & Kc ম্যাথ
*এসিডের শক্তিমাত্রা
*ক্ষারের শক্তিমাত্রা
*অসওয়াল্ড লঘুকরণ সুত্র
*বাফার
*PH (উদাহরণ)..

➤৫ম অধ্যায়:কর্মমুখী রসায়ন

*কৌটাজাতকরণ বিস্তারিত
*সাসপেনশন
*কোয়াগুলেশন উদাহরণ,পার্থক্য
*মাখন ঘি প্রস্তুত
*টয়লেট ক্লিনার,গ্লাস ক্লিনার- উপাদান,কার্যকারিতার পার্থক্য,ক্রিয়াকৌশল
*ভিনেগার প্রস্তুতি…

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

ই-মেইলঃ admin@admissionwar.com অথবা এইখানে ক্লিক করুন।

admissionwar-fb-pageaw-fb-group
Back to top button