রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০. ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি তাদের 2019-20 সালের ভর্তি নোটিশ প্রকাশ করেছে । আজকে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর আবেদন যোগ্যতা, আসর সংখ্যা, আবেদন পদ্ধতি সহ সকল বিষয় নিয়ে আলোচনা করব।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ ৪টি অনুষদের অন্তর্ভুক্ত মােট ৫টি বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
টাইমলাইন | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০১৯
আবেদনের সমাপ্তি: ২৫ নভেম্বর ২০১৯ (বর্ধিত) ভর্তি পরীক্ষার তারিখ: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৩.০০ টা থেকে ০৪.০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ: আবেদনের ফি: ৮২০ টাকা যোগ্যতা:
|
RUB ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন
রবিতে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা:
এসএসসি / সমমানের পাস: ২০১৬/১৭
এইচএসসি / সমমানের পাস: ২০১৮/১৯
- মানবিকী ও বাণিজ্য থেকে প্রাপ্ত প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে কমপক্ষে ৩.০০ এবং মোট ৬.০০ হতে হবে।
- বিজ্ঞান থেকে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে কমপক্ষে ৩.০০ এবং মোট ৬.৫০ প্রাপ্ত হতে হবে।
পরীক্ষার ব্যবস্থা:
- মোট নাম্বার 200 (এমসিকিউ পরীক্ষা – 120, জিপিএ – 80)
- এমসিকিউ টাইপ প্রশ্ন।
- প্রতিটি প্রশ্নের মান এক (1)।
- প্রতিটি ভুল উত্তরের জন্য 0.30 কর্তন করা হবে।
জিপিএ – 80: এইচএসসি জিপিএর সাথে 10 গুন এবং এসএসসি জিপিএর সাথে 6 গুন করে মোট 80 মার্ক যোগ করা হবে(সর্বোচ্চ)।
নাম্বার ও মোট আসন
দক্ষতা | উপলব্ধ আসন | চিহ্ন বিতরণ (এমসিকিউ – 120) |
---|---|---|
চারু | (1) রবীন্দ্র স্টাডিজ -30(২) সাংস্কৃতিক traditionতিহ্য এবং বাংলাদেশ স্টাডিজ -35 | বাংলা -36, ইংরেজি -36, সাধারণ জ্ঞান -48 |
সমাজবিজ্ঞান | অর্থনীতি -35 | বাংলা -৩,, ইংরেজি _36, সাধারণ জ্ঞান -৪৪ |
BBA | ম্যানেজমেন্ট স্টাডিজ – 35 | |
সংগীত এবং নৃত্য | সংগীত – 20 |
কিভাবে আবেদন করবেন
* প্রথমে আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অীফসিয়াল ওয়েব সাইট প্রবেশ করতে নিচে ক্লিক করুন http://admission.rub.ac.bd/home
* তারপর আপনাকে এসএসসির ও এইচএসসির কিছু তথ্য দিয়ে ফরম পূরন করতে হবে ।
*ফরম পূরন করার পর আপনাকে একটা একটা Application ID দেওয়া হবে ।
*রকেটের মাধ্যমে টাকা প্রদান করা যাবে।
ভর্তি বিষয়ক আরো অন্যান্য তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট অথবা আমাদের ফেইজবুক পেজে চোখ রাখুন ।
bKash এর মাধ্যমে Payment করার নিয়মঃ
- *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।
- “Payment” সিলেক্ট করুন।
- মার্চেন্ট বিকাশ একাউন্ট নাম্বার 01841 01 30 13 টাইপ করুন।
- বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ৮২০ টাকা টাইপ করুন।
- Reference হিসাবে প্রার্থীর HSC এর রোল নাম্বার টাইপ করুন।
- কাউন্টার নাম্বার 1 দিন।
- bKash PIN ****** ইনপুট দিয়ে Payment কমপ্লিট করুন।
- Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষনিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা ফরম পূরণের সময় এই Transaction ID টি ইনপুট দিতে হবে।