বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০. ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি তাদের 2019-20 সালের ভর্তি নোটিশ প্রকাশ করেছে । আজকে আমরা  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  এর আবেদন যোগ্যতা, আসর সংখ্যা, আবেদন পদ্ধতি সহ সকল বিষয় নিয়ে আলোচনা করব। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ ৪টি অনুষদের অন্তর্ভুক্ত মােট ৫টি বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।

টাইমলাইন
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০১৯

আবেদনের সমাপ্তি:   ২৫ নভেম্বর ২০১৯ (বর্ধিত)

ভর্তি পরীক্ষার  তারিখ: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৩.০০ টা থেকে ০৪.০০ টা পর্যন্ত

ভর্তি পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলাফল প্রকাশ:

আবেদনের ফি: ৮২০ টাকা

যোগ্যতা:

এসএসসি / সমমান পাস করেছে ২০১৬/১৭
এইচএসসি / সমমান পাস করেছে ২০১৮/১৯
এসএসসি / সমমান জিপিএ কমপক্ষে 3.00
এইচএসসি / সমমান জিপিএ কমপক্ষে 3.00
সর্বমোট বিজ্ঞান – 6.50 মানবিক ও বাণিজ্য – ৬.০০

RUB ভর্তি বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন

রবিতে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা:

এসএসসি / সমমানের পাস: ২০১৬/১৭
এইচএসসি / সমমানের পাস: ২০১৮/১৯

  • মানবিকী ও বাণিজ্য থেকে প্রাপ্ত প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে কমপক্ষে ৩.০০ এবং মোট ৬.০০ হতে হবে।
  • বিজ্ঞান থেকে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে কমপক্ষে ৩.০০ এবং মোট ৬.৫০ প্রাপ্ত হতে হবে।

পরীক্ষার ব্যবস্থা:

  • মোট নাম্বার 200 (এমসিকিউ পরীক্ষা – 120, জিপিএ – 80)
  • এমসিকিউ টাইপ প্রশ্ন।
  • প্রতিটি প্রশ্নের মান এক (1)।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য 0.30 কর্তন করা হবে।

জিপিএ – 80:  এইচএসসি জিপিএর সাথে 10 গুন এবং এসএসসি জিপিএর সাথে 6 গুন করে মোট 80 মার্ক যোগ করা হবে(সর্বোচ্চ)।

নাম্বার ও মোট আসন

দক্ষতা উপলব্ধ আসন চিহ্ন বিতরণ (এমসিকিউ – 120)
চারু (1) রবীন্দ্র স্টাডিজ -30(২) সাংস্কৃতিক traditionতিহ্য এবং বাংলাদেশ স্টাডিজ -35 বাংলা -36, ইংরেজি -36, সাধারণ জ্ঞান -48
সমাজবিজ্ঞান অর্থনীতি -35 বাংলা -৩,, ইংরেজি _36, সাধারণ জ্ঞান -৪৪
BBA ম্যানেজমেন্ট স্টাডিজ – 35
সংগীত এবং নৃত্য সংগীত – 20

 

কিভাবে আবেদন করবেন

* প্রথমে আপনি  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অীফসিয়াল ওয়েব সাইট প্রবেশ করতে নিচে ক্লিক করুন http://admission.rub.ac.bd/home

* তারপর আপনাকে এসএসসির ও এইচএসসির কিছু তথ্য দিয়ে ফরম পূরন করতে হবে ।

*ফরম পূরন করার পর আপনাকে একটা একটা  Application ID দেওয়া হবে ।

*রকেটের মাধ্যমে টাকা প্রদান করা যাবে।

ভর্তি বিষয়ক আরো অন্যান্য তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট অথবা আমাদের ফেইজবুক পেজে চোখ রাখুন ।

bKash এর মাধ্যমে Payment করার নিয়মঃ

  1. *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।
  2. Payment” সিলেক্ট করুন।
  3. মার্চেন্ট বিকাশ একাউন্ট নাম্বার 01841 01 30 13 টাইপ করুন।
  4. বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ৮২০ টাকা টাইপ করুন।
  5. Reference হিসাবে প্রার্থীর HSC এর রোল নাম্বার টাইপ করুন।
  6. কাউন্টার নাম্বার 1 দিন।
  7. bKash PIN ****** ইনপুট দিয়ে Payment কমপ্লিট করুন।
  8. Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষনিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা ফরম পূরণের সময় এই Transaction ID টি ইনপুট দিতে হবে।

আরইউবি ভর্তির বিজ্ঞপ্তি

 

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!