
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ ও আবেদন যোগ্যতা ২০২৫-২০২৬ । রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.ru.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । আজকে রাবি আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবন্টন , আসন সংখ্যাসহ অন্যান্য ভর্তি তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইংরেজীতে দেখুন
২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন আজ থেকে শুরু। নিচের লিংক থেকে আবেদন করুন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারী ২০২৬ থেকে ২৪ জানুয়ারী ২০২৬ পর্যন্ত ৩টি ইউনিটে আলাদাভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকছে না। প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি শিফটে অনুষ্ঠিত হবে। আগামী ২০ নভেম্বর ২০২৫ থেকে ০৭ ডিসেম্বর ২০২৫ ভর্তি-ইচ্ছুকেরা প্রাথমিক আবেদন গ্রহণ করতে পারবেন।
| ভর্তি টাইমলাইন |
|---|
| আবেদন শুরু : ২০ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৫ আবেদন ফি : এ ইউনিট- ১৩২০, বি ইউনিট-১১০০, সি ইউনিট-১৩২০। পরীক্ষা পদ্ধতি: পরীক্ষাটি হবে সম্পূর্ণ MCQ ভিত্তিক, কোনো রিটেন পরীক্ষা থাকবে না।(ভর্তি পরীক্ষায় জিপিএ থেকে অতিরিক্ত কোনো নাম্বার যোগ হবে না।) মোট নম্বর: ১০০ প্রশ্ন থাকবে: ৮০ টি প্রতি একটি ভুলের জন্য নম্বর কাটা যাবে: ০.২৫ পাশ নম্বর: ৪০ নম্বর (বিষয়ভিত্তিক পাসের বাধ্যবাধকতা নেই।) ভর্তি পরীক্ষার কেন্দ্র: ৬টি (রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল) সেকেন্ড টাইমারদের জন্য কোনো নম্বর কাটা হবে না। এবার সিলেকশন প্রক্রিয়া থাকবে না। আবেদনের ঠিকানা : admission.ru.ac.bd |
ভর্তি পরীক্ষার সময়সূচী
ভর্তি পরীক্ষা উপকমিটির এক সভায় সিদ্ধান্ত হয় যে, রাবি ভর্তি পরীক্ষা ২০২৬ তিন ইউনিটের মোট চারটি শিফটে অনুুষ্ঠিত হবে । প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৯২ হাজার ভর্তিচ্ছু অংশগ্রহন করতে পারবেন ।
| তারিখ | ইউনিট |
| ১৬ জানুয়ারী ২০২৬ | সি ইউনিট |
| ১৭ জানুয়ারী ২০২৬ | এ ইউনিট |
| ২৪ জানুয়ারী ২০২৬ | বি ইউনিট |
আবেদনের যোগ্যতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক সম্মান ভর্তির প্রাথমিক আবেদনের জন্য শিক্ষার্থীদের কিছু আবেদন যোগ্যতা পূরণ করতে হবে নতুবা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
| A ইউনিট (মানবিক বিভাগ) | মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
| B ইউনিট (বানিজ্য বিভাগ) | বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র B ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
| C ইউনিট (বিজ্ঞান বিভাগ) | বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র C ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। |
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক ভর্তি আবেদন করবেন যেভাবে !
পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন
১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় হবে ১ ঘন্টা। প্রতিটি ইউনিটে ৮০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের ০.২৫ নম্বর কাটা যাবে । প্রার্থী ৪০ নম্বর পেলে পাশ বলে বিবেচনা করা হবে।
এ ইউনিটের মান বন্টন
| অংশ | মানবন্টন | প্রশ্নসংখ্যা |
| বাংলা | ৩৫ | ২৮ |
| ইংরেজী | ৩৫ | ২৮ |
| সাধারণ জ্ঞান | ৩০ | ২৪ |
| মোট নম্বর ১০০ | মোট প্রশ্ন ৮০ |
বি ইউনিটের মান বন্টন (বাণিজ্য গ্রুপ)
| অংশ | মানবন্টন |
| বাংলা | ১৫ |
| ইংরেজী | ২৫ |
| ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ৩০ |
| হিসাব বিজ্ঞান | ৩০ |
| মোট নম্বর | ১০০ |
বি ইউনিটের মান বন্টন (অ-বাণিজ্য গ্রুপ)
| অংশ | মানবন্টন |
| বাংলা | ১৫ |
| ইংরেজী | ২৫ |
| সাধারণ জ্ঞান | ৪৫ |
| আইসিটি | ১৫ |
| মোট নম্বর | ১০০ |
সি ইউনিটের মান বন্টন (বিজ্ঞান গ্রুপ)
| শাখা | বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর | মোট নম্বর |
| ক (আবশ্যিক) | পদার্থ | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
| রসায়ন | ২৫ | ৩১.২৫ | ||
| আইসিটি | ০৫ | ৬.২৫ | ||
| খ (ঐচ্ছিক) | গণিত | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
| জাীববিদ্যা | ২৫ | |||
| জাীববিদ্যা+গণিত | ১৩+১২ | |||
| মোট | ৮০ | ১০০ | ||
সি ইউনিটের মান বন্টন (অ-বিজ্ঞান গ্রুপ)
| বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর | মোট নম্বর |
| বাংলা | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
| ইংরেজী | ২৫ | ১.২৫ | ৩১.২৫ |
| সাধারণ জ্ঞান/মনোবিজ্ঞান/ভূগোল | ৩০ | ১.২৫ | ৩৭.৫০ |
| মোট | ৮০ | ১০০ |
পরীক্ষার হলে কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইস যেমনঃ মোবাইল ফোন, হেডফোন, ক্যালকুলেটর, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না।
ইউনিট পরিচিতি
ইউনিট- A : কলা অনুষদ , আইন অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ: চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ।
A ইউনিট ভর্তি নোটিশ


ইউনিট- B : বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।
B ইউনিট ভর্তি নোটিশ

ইউনিট- C : বিজ্ঞান অনুষদ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদ।
C ইউনিট ভর্তি নোটিশ


আরও পড়ুনe: বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক ১০০টি বইয়ের পিডিএফ
মেধাক্রম নির্বাচন
MCQ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের (আসন সংখ্যার ১০ গুন) MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযােগ পাবে।
রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ফি প্রদান পদ্ধতি (রকেটের মাধ্যমে)
১) প্রথমে, *322# ডায়াল করুন।
২) “Bill Pay” অপশন সিলেক্ট করুন।
৩) “Other” অপশন সিলেক্ট করুন।
৪) “Enter Payer Mobile No.” এর স্থলে প্রার্থীর Mobile Number দিন।
৫) “Other” অপশন সিলেক্ট করুন।
৬) “Enter Biller ID” এর স্থলে 377 টাইপ করুন।
৭) “Enter Bill Number” এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number প্রদান করতে হবে।
8) “Enter Amount” এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমান দিতে হবে।
৯) “Enter PIN” এর স্থলে রকেট অ্যাকাউন্ট এর PIN Number দিতে হবে।
১০) এরপর পেমেন্ট কনফার্মেশন SMS আসবে। এই SMS থেকে ট্রানস্যাকশন আইড (TnxID) সংরক্ষণ করুন।
অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখতে
চূড়ান্ত আবেদন যোগ্যতা
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) এর জন্য চূড়ান্ত আবেদনকারী নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ চূড়ান্ত আবেদনকারী নির্ধারণ করা হয়েছে। ১ম পর্যায়ে প্রতিটি Unit-এর বিভিন্ন শাখায় চূড়ান্ত আবেদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আবেদনকারী নির্বাচনে ব্যবহৃত সর্বনিম্ন GPA নিচে দেওয়া হলোঃ
| ইউনিট | বিজ্ঞান | মানবিক | ব্যবসায় শিক্ষা |
| এ | ৫.০০ | ৪.৪৩ | ৪.৯২ |
| বি | ৫.০০ | ৪.৫০ | সকল আবেদনকারী |
| সি | ৫.০০ | ৫.০০ | ৪.৯২ |
চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে ০৩টি পর্যায়ে। নিম্নে চূড়ান্ত আবেদনের সময়সীমা দেওয়া হলো। প্রতিটি পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায়, উক্ত শিক্ষার্থী আর আবেদনের সুযোগ পাবেন না।
বিশেষ কোটায় আসন সংখ্যা
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠি – ৫০ টি (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )
- শারীরিক প্রতিবন্ধী – ৫০ টি (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )
- মুক্তিযোদ্ধা – প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %
- পোষ্যকোটা – প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %
- বি কে এস পি – শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যার ২০%
রাবি ভর্তি পরীক্ষার ফলাফল এবং এডমিট কার্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল ৫ দিনের মধ্যে প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে ফলাফল দেখার লিংক সংযোজন করা হবে । আপনি উক্ত লিংক থেকে সহজেই ভর্তি রেজাল্ট দেখতে পারবেন । আপনি আমাদের ওয়েবসাইট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্ড ডাউনলোড করতে পারেন ।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature