Saifurs Analogy PDF Download- সাইফুর’স এ্যানালজি পিডিএফ
Analogy সহজে সমাধানের কিছু কৌশল

Saifurs Analogy PDF বইটি বিশ্ববিদ্যালয় ভর্তি কিংবা চাকুরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বই । বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে, অ্যানালজি থেকে একটি প্রশ্ন থাকবেই ।
বাজারে অ্যানালজির যত বই পাওয়া যায় তার মধ্যে ভাল বই হল সাইফুরস এ্যানালজি । এটার মধ্যে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে । এতে করে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে । এ্যানালজি তেমন কোন কঠিন বিষয় নয় । আমরা হয়ত অরেকেই জানি না এ্যানালজি কি তাই নিচে এ বিষয়ে আলোচনা করা হল –
[ কর্তৃপক্ষের আদেশক্রমে পিডিএফ ডাউনলোড লিঙ্ক গুলো সরিয়ে নেয়া হলো এবং সাইফুরস পাবলিকেশন্স এর আসল বই কেনার লিংক দেয়া হলো। ]
সাইফুর’স এ্যানালজি পিডিএফ
Analogy কি?
Analogy questions ask you to determine the relationship between one original pair of words and then recognize an analogous (or, similar) relationship in a different pair of words. অর্থাৎ ‘এ্যানালজি’ প্রশ্নে মূল একজোড়া শব্দের মধ্যে সম্পর্ক বের করে ঠিক ঐ ধরণের অর্থাৎ এ্যানা-ল-গাস (সদৃশ) সম্পর্ক অন্য যে শব্দজোড়ার মধ্যে আছে, সেটাকে চিহ্নিত করতে হয় প্রসঙ্গতঃ এ্যানা-ল-জি শব্দটা এসেছে এ্যনা-ল-গাস থেকে)।
Analogy সহজে সমাধানের কিছু কৌশল
নিচে কয়েকটি উদাহরণে Analogy প্রশ্নের উত্তর বের করার পদ্ধতি অত্যন্ত সহজ করে ব্যাখ্যা করা হয়েছে। উদাহরণগুলি নেয়া হয়েছে গত কয়েক বছরের JOB, BBA, MBA প্রভৃতি বিভিন্ন competitive পরীক্ষার প্রশ্ন থেকে।
EGG : 0VAL
(A) Bee: Honey (D) Camel : Desert
(B) Cow : Milk (E) None of these
STEP-1
“Capital Letter (বড় অক্ষর)-এর শব্দজোড়ার অর্থ সম্পর্কে নিশ্চিত হতে হবে। অর্থাৎ তাদের অর্থ জানতে হবে।” EGG অর্থ তাে আপনাদের সবারই জানা আছে যে ‘ডিম’ এবং ‘ovAL’ অর্থ ‘ডিম্বাকার’।
STEP-2
“Capital Letter-এর শব্দদুটোর সম্পর্ককে সহজভাবে ছােট একটা বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে।” এক্ষেত্রে বলা যায়, “EGG is 0VAL” অর্থাৎ “ডিম হয় ডিম্বাকার”।
STEP-3
“উত্তর হিসেবে প্রদত্ত শব্দজোড়াগুলি দিয়ে গঠিত বাক্যের মতই ঠিক একই ভাষায় বাক্য বানাতে হবে। এখন “EGG is OVAL” বাক্যের EGG ও OVAL-এর স্থানে উত্তরের প্রতিটি জোড়ার শব্দদুটিকে একের পর এক বসিয়ে পাওয়া যায় [… is ….]
(A) Bee is honey.
(B) Cow is milk.
(C) Brick is rectangular.
(D) Camel is desert,
STEP-4
সবচেয়ে সঠিক ও অর্থবহ বাক্য যে জোড়া দিয়ে তৈরী হয়েছে, সেই জোড়াটাই উত্তর।” স্পষ্টতই শুধুমাত্র (৫ দ্বারা অর্থবহ বাক্য তৈরী হয়। কেননা, Bee(মৌমাছি)-এর সাহায্যে Floney(মধু) তৈী হয় বলা যেতে পারে (A)-এর “Bee is honey” কথাটা অবশ্যই ভূল। একইভাবে Cow থেকে milk ‘হয় বটে কিয় “ct. milk” বললে ভুল হবে। তাই, (B)-ও বাদ। আর, “Camel is Desert” কথাটাও সঠিক নয়। এ “Brick is rectangular” বাক্যটাই সঠিক ও অর্থবহ। উত্তর (C)
Saifurs Analogy PDF Download
⚠ এই বইয়ের সকল স্বত্ব সাইফুরস পাবলিকেশনের । বইটি কিনতে এখানে ক্লিক করুন ।
বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকুরির বই, সাজেশন, ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।