Simple, Complex & Compound Sentence চেনার যত সহজ উপায়
আমাদের অনেকেরই Simple, Complex & Compound Sentence চেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হই । বিভিন্ন বইয়ে বিভিন্ন নিয়ম দেওয়া থাকলেও সেগুলো কঠিনভাবে উপস্থাপন করার কারণে বুঝতে অসুবিধা হয় । আর এসব সমস্যা সমাধানের জন্য আমরা Simple, Complex & Compound Sentence চেনার নিয়মগুলোকে সহজতম উপায়ে উপস্থাপন করার চেষ্টা করেছি । কথা না বাড়িয়ে চলুন দেখে নিই – Simple, Complex & Compound Sentence চেনার যত সহজ উপায় ।
Simple, Complex & Compound Sentence চেনার যত সহজ উপায়
গঠন অনুসারে Sentence ৩ প্রকার:
- Simple Sentence.
- Complex Sentence এবং
- Compound Sentence.
Simple Sentence
যে বাক্য একটি মাএ Clause দিয়ে গঠিত অর্থাৎ যে বাক্যে একটি মাএ Finite Verb থাকে, তাকে Simple Sentence বলে।
যেমন: I saw him going.
বাক্যটিতে ‘saw’ এবং ‘going’ দুটি verb রয়েছে। কিন্ত, Finite Verb (Finite = Present Form বা Past Form) হচ্ছে ‘saw’। ‘going’ এখানে Non-finite (Present Participle From) এবং উহার কোন Subject ও নেই।পক্ষান্তরে, ‘saw’ verb এর Subject হল ‘I’। সুতরাং, বাক্যটি এক Clause-এর বাক্য এবং উহা Simple Sentence।
Simple sentence এর বৈশিষ্ট্য
Too…to , participle , By + gerund, Without + gerund, to + verb এর present form থাকা, in spite of , despite of , because of, due to, owing to, at the age of, at / in যোগে সময়ের উল্লেখ থাকা, at the time of থাকা |
Complex Sentence
যে বাক্য main clause ও subordinate clause নিয়ে গঠিত হয়, তাকে Complex Sentence বলে।
যেমন: I saw that he was going.
বাক্যটিতে ‘saw’, ‘was’ এবং ‘going’ তিনটি Verb ব্যবহার করা হয়েছে। কিন্ত, Finite Verb দুটি ‘saw’ এবং ‘was’ এবং উহাদের Subject ও আছে। ‘saw’ Verb-এর Subject হল ‘I’ এবং ‘was’ Verb-এর Subject হল ‘he’। সুতরাং, বাক্যটি দুটি Clause নিয়ে গঠিত। Clause দুটি হল I saw এবং he was going। ‘that’ Clause দুটিকে সংযুক্ত করেছে। ‘that’ এখানে Conjunction। সুতরাং, বাক্যটি দুটি Clause ও ১টি Subordinating Conjunction দ্বারা গঠিত তাই উহা Complex Sentence।
Complex sentence এর বৈশিষ্ট্য
Complex sentence এ সাধারণত নিমোক্ত Sub- ordinate conjunction গুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় – since, as, when ,while, if , so that, so…..that, though, although, which, that, when, who, after, before, where, how, unless, why. till, until ইত্যাদি।
Compound Sentence
দুটি Co-ordinate Clause বা একাধিক Co-ordinate Clause-এর সমন্বয়ে যখন একটি বাক্য গঠিত হয়, সে বাক্যকে Compound Sentence বলে।
যেমন: I saw him and he was going.
বাক্যটিতে ‘saw’ এবং ‘was’ দুটি Finite Verb এবং প্রত্যেটি Finite Verb-এর Subject-ও আছে। সুতরাং, এ বাক্যে দুটি Clause। কিন্ত, কোন Clause-ই Single Part of Speech রূপে ব্যবহৃত হয়নি। প্রত্যেকটি Clause-ই স্বাধীন। কোনটা কারো উপর নির্ভরশীল নয়। সুতরাং, দু’টি Clause-ই same rank-এর। দু’টি clause-ই প্রাধান্য বজায়ে রেখে দু’টি Clause-এর সমন্বয়ে বা দু’টি clause-এর coordination-এ বাক্যটি গঠিত হয়েছে। তাই এ Clause-দু’টিকে বলা হয় Co-ordinate Clause। দু’টি Co-ordinate Clause সমন্বিত হয়ে, একটি Compound Sentence গঠন করেছে এবং ‘and’ conjunction রূপে Co-ordinate Clause-দুটিকে যুক্ত করেছে। ‘and’ এখানে Coordinating Conjunction এবং সম্পূর্ন Sentence-টি একটি Compound Sentence।
Compound sentence এর বৈশিষ্ট্য
Compound sentence এ সাধারণত নিমোক্ত Co-ordinating conjunction গুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় – and , or, but , yet , so, therefore , not only ….. but also, either … or, neither … nor ইত্যাদি।
ইংরেজী গ্রামারের সহজ নিয়মকানুন ও ইংরেজীতে দক্ষতা বাড়ানোর বিভিন্ন টিপস পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।