বেসিক ইংরেজী কোর্স

Simple, Complex & Compound Sentence চেনার যত সহজ উপায়

আমাদের অনেকেরই Simple, Complex & Compound Sentence চেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হই । বিভিন্ন বইয়ে বিভিন্ন নিয়ম দেওয়া থাকলেও সেগুলো কঠিনভাবে উপস্থাপন করার কারণে বুঝতে অসুবিধা হয় । আর এসব সমস্যা সমাধানের জন্য আমরা Simple, Complex & Compound Sentence চেনার নিয়মগুলোকে সহজতম উপায়ে উপস্থাপন করার চেষ্টা করেছি । কথা না বাড়িয়ে চলুন দেখে নিই – Simple, Complex & Compound Sentence চেনার যত সহজ উপায় ।

Simple, Complex & Compound Sentence চেনার যত সহজ উপায়

গঠন অনুসারে Sentence ৩ প্রকার:

  1. Simple Sentence.
  2. Complex Sentence এবং
  3. Compound Sentence.

 Simple Sentence

যে বাক্য একটি মাএ Clause দিয়ে গঠিত অর্থাৎ যে বাক্যে একটি মাএ Finite Verb থাকে, তাকে Simple Sentence বলে।

যেমন: I saw him going.

বাক্যটিতে ‘saw’ এবং ‘going’ দুটি verb রয়েছে। কিন্ত, Finite Verb (Finite = Present Form বা Past Form) হচ্ছে ‘saw’। ‘going’ এখানে Non-finite (Present Participle From) এবং উহার কোন Subject ও নেই।পক্ষান্তরে, ‘saw’ verb এর Subject হল ‘I’। সুতরাং, বাক্যটি এক Clause-এর বাক্য এবং উহা Simple Sentence।

Simple sentence এর বৈশিষ্ট্য

Too…to , participle ,   By + gerund,  Without + gerund,   to + verb এর  present form থাকা,   in spite of , despite of , because of, due to, owing to, at the age of,   at / in যোগে সময়ের উল্লেখ থাকা,  at the time of  থাকা |

Complex Sentence

যে বাক্য main clause ও subordinate clause নিয়ে গঠিত হয়, তাকে Complex Sentence বলে।

যেমন: I saw that he was going.

বাক্যটিতে ‘saw’, ‘was’ এবং ‘going’ তিনটি Verb ব্যবহার করা হয়েছে। কিন্ত, Finite Verb দুটি ‘saw’ এবং ‘was’ এবং উহাদের Subject ও আছে। ‘saw’ Verb-এর Subject হল ‘I’ এবং ‘was’ Verb-এর Subject হল ‘he’। সুতরাং, বাক্যটি দুটি Clause নিয়ে গঠিত। Clause দুটি হল I saw এবং he was going। ‘that’ Clause দুটিকে সংযুক্ত করেছে। ‘that’ এখানে Conjunction। সুতরাং, বাক্যটি দুটি Clause ও ১টি Subordinating Conjunction দ্বারা গঠিত তাই  উহা Complex Sentence।
Complex  sentence এর বৈশিষ্ট্য

Complex  sentence এ সাধারণত নিমোক্ত Sub- ordinate conjunction গুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় – since, as, when ,while, if , so that, so…..that, though, although, which, that, when, who, after, before, where, how, unless, why. till, until ইত্যাদি।

Compound Sentence

দুটি Co-ordinate Clause বা একাধিক Co-ordinate Clause-এর সমন্বয়ে যখন একটি বাক্য গঠিত হয়, সে বাক্যকে Compound Sentence বলে।

যেমন: I saw him and he was going.

বাক্যটিতে ‘saw’ এবং ‘was’ দুটি Finite Verb এবং প্রত্যেটি Finite Verb-এর Subject-ও আছে। সুতরাং, এ বাক্যে দুটি Clause। কিন্ত, কোন Clause-ই Single Part of Speech রূপে ব্যবহৃত হয়নি। প্রত্যেকটি Clause-ই স্বাধীন। কোনটা কারো উপর নির্ভরশীল নয়। সুতরাং, দু’টি Clause-ই same rank-এর। দু’টি clause-ই প্রাধান্য বজায়ে রেখে দু’টি Clause-এর সমন্বয়ে বা দু’টি clause-এর coordination-এ বাক্যটি গঠিত হয়েছে। তাই এ Clause-দু’টিকে বলা হয় Co-ordinate Clause। দু’টি Co-ordinate Clause সমন্বিত হয়ে, একটি Compound Sentence গঠন করেছে এবং ‘and’ conjunction রূপে Co-ordinate Clause-দুটিকে যুক্ত করেছে। ‘and’ এখানে Coordinating Conjunction এবং সম্পূর্ন Sentence-টি একটি Compound Sentence।


Compound sentence এর বৈশিষ্ট্য

Compound  sentence এ সাধারণত নিমোক্ত Co-ordinating conjunction গুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় – and , or,  but , yet , so, therefore , not only ….. but also,  either … or,  neither … nor ইত্যাদি।


ইংরেজী গ্রামারের সহজ নিয়মকানুন ‍ও ইংরেজীতে দক্ষতা বাড়ানোর বিভিন্ন টিপস পেতে  আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!