বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৫-২০২৬। চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.cu.ac.bd তে  প্রকাশ করা হবে । যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অব্যশই আগে থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানা উচিত । তাই আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রয়োজনীয় সকল তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব । ইংরেজীতে দেখুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৭৫০ একর জমি জুড়ে একটি বিস্তৃত ক্যাম্পাস সহ দেশের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। বিশ্ববিদ্যালয়টি কলা, বিজ্ঞান, ব্যবসা, প্রকৌশল এবং আইন সহ অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম  অফার করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোট  ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে মোট ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে, যার মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি আর কোটার অধীন ৭৩৭টি।। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব।

টাইমলাইন
আবেদন শুরুর তারিখ: ১ ডিসেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫

ফি জমাদানের শেষ তারিখ: 

আবেদন ফি:

প্রবেশপত্র ডাউনলোড শুরু: 

আবেদন লিংক : admission.cu.ac.bd

 আরও পড়ুন  : সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী 

ইউনিট পরিচিতি

এ ইউনিট সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট
বি ইউনিট কলা ও মানবিক অনুষদ
বি-১ ইউনিট উপ-ইউনিট
বি-২ ইউনিট উপ-ইউনিট
সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ
ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ
ডি-১ ইউনিট উপ-ইউনিট

আরও পড়ুন:  পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

পরীক্ষার তারিখসমূহ

চবি ভর্তি পরীক্ষার তারিখ ষোষণা করা হলেও কবে কোন ইউনিটের পরীক্ষা হবে সে বিষয়ে এখনও কোন নোটিশ প্রকাশ করা হয় নি । পূর্ণাঙ্গ রুটিন প্রকাশিত হওয়ার সাথে সাথে নিচে চবি ভর্তি পরীক্ষার সময়সূচী যুক্ত করা হবে –

ইউনিট তারিখ
এ ইউনিট ২ জানুয়ারি
বি ইউনিট ৩ জানুয়ারি
সি ইউনিট ৯ জানুয়ারি
ডি ইউনিট ১০ জানুয়ারি
বি-১ উপ-ইউনিট ৫ জানুয়ারি
বি-২ উপ-ইউনিট ৬ জানুয়ারি
ডি-১ উপ-ইউনিট ১২ জানুয়ারি

ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই ২০২২ ও ২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি/সমমান পাশ করতে হবে এবং নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।

এ ইউনিট –  এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.২৫ হতে হবে । এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যথাক্রমে ন্যূনতম ৩.৫০ এবং ৪.০০ থাকতে হবে ।

বি ও বি ১ ইউনিট:

বিজ্ঞান বিভাগ – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

মানবিক বিভাগ– এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।

ব্যবসায় শিক্ষা বিভাগ- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

সি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

ডি ইউনিট- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

ডি ১ সাব ইউনিট: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বই ডাউনলোড করুন এখান থেকে

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে একশত নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে; তবে C ইউনিট ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ১ মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ এবং প্রতিটি ২ মানের প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৫০ কর্তন করা হবে। তাছাড়া ২০২২ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের স্ব স্ব  সর্বমোট [MCQ+SSC & HSC/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র গুণিতক + ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)] প্রাপ্ত নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

চবি ভর্তি বিজ্ঞপ্তি  এখনো ২০২৬ প্রকাশিত হয়নি। তবে অধিকতর তথ্য সংগ্রহের জন্য ২০২৪-২০২৫ নোটিশটি নিচে যুক্ত করা হল ।
CU-full-prospectus-page-0001
CU-full-prospectus-page-0002


CU-full-prospectus-page-0003
CU-full-prospectus-page-0004

সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার দেখুন এখান থেকে

পরীক্ষার সময় যা যা আনতে হবে

২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ২ কপি।কোন প্রকার ক্যালকুলেটর ঘড়ি বা ইলেক্ট্রক্যাল ডিভাইস সাথে আনা যাবেনা।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

অনলাইনে আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট http://admission.cu.ac.bd এর মাধ্যমে করতে হবে। এ ওয়েবসাইটে আবেদনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট/উপ-ইউনিট এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নােটিশ এবং লিঙ্কসমূহ দেখতে পাবেন। যে কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ভালাে করে পড়ে নিন। এছাড়াও অনলাইনে প্রতি পেইজের নির্দেশাবলি পড়ে নিন।

    •  যে কোন ইউনিট/উপ-ইউনিটে ভর্তির আবেদন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের
      http://admission.cu.ac.bd লিঙ্কে গিয়ে Register বাটনে ক্লিক করতে হবে।
    • Register বাটনে ক্লিক করার পর আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও
      বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন। তথ্য গুলাে সঠিক ভাবে পুরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে।
    • আবেদনকারীর তথ্যসমূহ সঠিক হলে পরবর্তী পেইজে আবেদনকারীর ব্যক্তিগত মােবাইল নম্বর চাওয়া হবে। মােবাইল নম্বর। সঠিক ভাবে প্রদান করে ‘Submit করলে আবেদনকারীর মােবাইলে একটি “Confirmation Code”পাঠানাে হবে।
    • এই ধাপে Confirmation Code টি চাওয়া হবে এবং সঠিকভাবে তা প্রদান করলেই কেবলমাত্র আবেদনের মূল পেইজে যেতে পারবে।
    • Confirmation Code প্রদান করে ‘submit করার পর Confirmation Code টি সঠিক হলে আবেদনকারীর একটি প্রােফাইল তৈরি হবে এবং সেখানে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি প্রদর্শিত হবে।
    • আবেদনকারীর যদি কোন কোটা থাকে এবং তিনি সেটা আবেদনে যুক্ত করতে চান তাহলে তার প্রােফাইলে কোটা যুক্ত করার অপশন থেকে তার কাঙ্ক্ষিত এক বা একাধিক কোটা যুক্ত করতে পারবেন।
  • আবেদনকারীকে তার প্রােফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সঠিক মাপের একটি পরিষ্কার ফরমাল ছবি আপলােড করতে হবে। ছবি অবশ্যই নির্দিষ্ট মাপের হতে হবে এবং আবেদনকারীর চেহারা অনাবৃত থাকতে হবে। ছবি আপলােডের সময় দেখানাে নির্দেশিকা ভালাে করে পড়ে তা যথাযথ অনুসরণ করতে হবে। ছবি আপলােড ব্যতিত আবেদনের অন্যান্য ধাপ সম্পন্ন করা যাবে না। ছবি আপলােড করার পর তা পরিবর্তনযােগ্য নহে। পরিবর্তনের প্রয়ােজন হলে সংশ্লিষ্ট কাগজপত্রসহ হেল্প ডেস্কে যােগাযােগ করতে হবে।
  • আবেদনকারী তার প্রােফাইল Application ট্যাবে ক্লিক করে  Units/sub-Units অপশনে ক্লিক করে তিনি কোন কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদনের যােগ্য তার একটি তালিকা দেখতে পাবেন। উক্ত তালিকায় স্ব স্ব ইউনিট/উপ-ইউনিটের আবেদনের যােগ্যতা দেখতে পাওয়া যাবে। কিন্তু ছবি আপলােড সম্পন্ন না হলে আবেদনকারী কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে পারবে না।

আবেদন ফি পরিশোধের নিয়মালী

আবেদনকারী যে ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিট/উপ-ইউনিটের “Apply” বাটনে ক্লিক করলে একটি Bill Number পাবেন। উক্ত Bill Number টি ব্যবহার করে মােবাইল ব্যাংকিং ‘বিকাশ অথবা রকেট’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।বিকাশ এবং রকেট’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়মাবলী নিচে দেয়া হলঃ
Fee-Payment-Process-1736075744-page-0001
Fee-Payment-Process-1736075744-page-0002
Fee-Payment-Process-1736075744-page-0003


Fee-Payment-Process-1736075744-page-0004

‘বিকাশ’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়ম

  • বিকাশ অ্যাপ থেকে আরো দেখুন ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করুন ।
  • আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন।
  • ইউনিভার্সিটি ট্যাপ করে University of Chittagong সিলেক্ট করুন ।
  • ‘এডুকেশন ফি’ সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন ।
  • বর্তমান মাস এবং বিল নাম্বার দিন ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন ‘এডুকেশন ফি’ দেয়া সম্পন্ন হলে কনফার্মেশন পাবেন ।
  • অ্যাপে দেখে নিতে পারেন বিলের ডিজিটাল রিসিট ।

আবেদন ফি পরিশোধের পূর্বে অবশ্যই আবেদন নির্দেশিকাটি ভালভাবে পড়ে নিন ।

যোগাযোগ

ইউনিট অনুষদ নম্বর

এ ইউনিট

সায়েন্স ০১৫৫৫৫৫৫১৩৫
বায়োলজিক্যাল সায়েন্সস ০১৫৫৫৫৫৫১৪২
ইঞ্জিনিয়ারিং ০১৫৫৫৫৫৫১৫৬
মেরিন সায়েন্স এন্ড ফিশারিস ০১৫৫৫৫৫৫১৫৭

বি/বি-১ ইউনিট

আর্টস এন্ড হিউম্যানিটিস ০১৫৫৫৫৫৫১৩৬

সি ইউনিট

বিজনেস এডমিনিস্ট্রেশন ০১৫৫৫৫৫৫১৩৭

ডি ইউনিট

সোশ্যাল সায়েন্সেস ০১৫৫৫৫৫৫১৩৮
‘ল’ ০১৫৫৫৫৫৫১৩৯
বিজনেস এডমিনিস্ট্রেশন ০১৫৫৫৫৫৫১৩৭
বায়োলজিক্যাল সায়েন্সস ০১৫৫৫৫৫৫১৪২

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের (admin@admissionwar.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!