জাতীয় বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তি

অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২৪ । (পিডিএফ রেজাল্ট)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স ভর্তি রেজাল্ট ২০২৩-২০২৪ পিডিএফ । অনার্স ভর্তির ১ম মেধা তালিকা ফলাফল ২০২৪ ভর্তি বিষয়ক ওয়েবসাইট app1.nu.edu.bd এ প্রকাশ করা হয়েছে । অনার্স ভর্তি ফলাফল দেখার এসএমএস ও অনলাইন পদ্ধতি আলোচনা করা হল ।

অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজের স্নাতক (সম্মান) অনার্স ভর্তির অনলাইন মাধ্যমে আবেদন গত ২৮ মার্চ ২০২৪ তারিখে শেষ হয় । আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখায় এই মোট তিনটি ইউনিটে আবেদন করেছেন ।  উক্ত ইউনিট তিনটিতে মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২ টি আবেদন জমা পড়েছে । এই বিশাল পরিমাণ আবেদনপত্র থেকে যাচাই বাছাই করে অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল ২০২৪ প্রকাশ করা হয়েছে । ভর্তি ফলাফল এসএমএস ও অনলাইন পদ্ধতিতে দেখা যাবে ।

একনজরে
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

১ম মেধা তালিকা প্রকাশ : ১৮ মার্চ ,২০২৪ ( সম্ভাব্য)

রেজিষ্ট্রেশন ফি : ৫৬৫ টাকা

ক্লাশ শুরু : ২১ এপ্রিল ২০২৪

আবেদনের লিংক : app1.nu.edu.bd

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি রেজাল্ট ২০২৪

জাতীয় বিশ্ববিদালয় অনার্স ভর্তি ১ম মেধাতালিকা রেজাল্ট ২০২৩- ২০২৪ এ স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা যদি পূর্ববর্তী শিক্ষাবর্ষ অর্থ্যাৎ ২০২২-২০২৩  শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কলেজে  ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

অনার্স ১ম মেধা তালিকা রেজাল্ট ২০২৪

বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক ১ম মেধা তালিকার ফলাফল ১৮ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হবে।  ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা ১৮ মার্চ ২০২৪ (সম্ভাব্য) তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। অনার্স ভর্তি ফলাফল বিকাল ৪ টায় এসএমএস এবং  ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমে অনার্স ভর্তি রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট বিকাল ৪ ঘটিকায় এসএমএসর মাধ্যমে প্রকাশ করা হবে । এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন –

nu <Space> athn <Space> Roll Number

উদাহরণ : nu athn 537434

আরও পড়ুন: সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী ও তারিখ ২০২৪

অনলাইনের মাধ্যমে অনার্স ভর্তি ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট app1.nu.edu.bd থেকে অনার্স ভর্তির ১ম মেধাতালিকা ফলাফল জানা যাবে। অনার্স ভর্তি ফলাফল ২০২৪ জানতে হলে রোল নম্বর ও  পিন নম্বর লাগবে । পিন নম্বর ভুলে গেলে এখানে ক্লিক করুন । অনার্স ১ম মেধাতালিকা ফলাফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন –


জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির ফলাফল এর ওয়েবসাইট app1.nu.edu.bd এ প্রবেশ করুন ।

  • উপরে দিকে বাম পাশে Applicant Login অপশনে যান ।
  • আপনি একটি ড্রপডাউন মেন্যু দেখতে পাবেন ।
  •  মেন্যু প্রথম লিংক – Honours Login এ ক্লিক করুন ।
  • অতপর Applicant’s Account Login (Honours) নামে একটি পেইজ দেখতে পাবেন ।
  • এই পেইজে দেওয়া বক্সে আপনি আপনার ভর্তির রোল এবং পিন নম্বর দিয়ে লগ ইন করুন ।
  • সফলভাবে লগ ইন করার পর, ড্যাশবোর্ডে আপনার অনার্স ভর্তি রেজাল্ট ২০২৪ দেখতে পাবেন ।

ভর্তির জন্য যেকল কাগজপত্র প্রয়োজন হবে

অনার্স ভর্তির ১ম মেধাতালিকায় যারা স্থান পাবেন তাদের নিন্মোক্ত কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ।

  • অনলাইন থেকে মূল আবেদন ফরমের প্রিন্ট কপি।
  •  প্রাথমিক আবেদন ফরম (আবেদনের সময় কলেজ থেকে যে অংশ দেওয়া হয়েছে)।
  •  পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি।
  •  এসএসসি ও এইচএসসি এর মূল সনদপত্র/ প্রশংসা পত্র।
  •  এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র।
  •  এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড।
  •  জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ, নাগরিকত্বের সার্টিফিকেট।
  • ভর্তির জন্য পরিমাণ মত টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অনার্স ভর্তি রেজাল্ট ২০২৪ এর প্রথম মেধা তালিকা বা মেরিট লিস্টের ফলাফল দেখার সকল নিয়মনীতিগুলো ও ফলাফল পরবর্তী একজন আবেদনকারীর কি করণীয় তা আমরা আমাদের সাধ্যমত দেয়ার চেষ্ঠা করেছি । আমাদের এ পোষ্ট পড়ার মাধ্যমে  একজন আবেদনকারী তার কাঙ্খিত ফলাফল পেতে সক্ষম হবে ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। ইন্টারনেট থেকে পাওয়া তথ্যমতে  ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে । সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!