ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ । ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সার্কুলার অফিসিয়াল ওয়েবসাইট 7college.du.ac.bd এ প্রকাশ করা হয় । ঢাবির 7 কলেজে আবেদন করার পূর্বে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন । আজকে আমরা সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি র আলোকে আলোচনা করব ।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নোটিস এখনও প্রকাশিত হয়নি। চলুন, গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী অধিভুক্ত ৭ কলেজে ভর্তি সম্পর্কিত বিস্তারিত ধারণা নিয়ে রাখি।
ঢাবি ৭ কলেজ ভর্তি টাইমলাইন |
---|
আবেদন শুরু: আবেদনের সমাপ্তি: আবেদন ফি : আবেদন লিংক : 7collegedu.com |
বিভিন্ন ইউনিটের আবেদন যোগ্যতা
ইউনিটের নাম | আবেদন যোগ্যতা |
ক ইউনিট – বিজ্ঞান | এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৭ |
খ ইউনিট- কলা ও সমাজবিজ্ঞান | এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৬ |
গ ইউনিট- ব্যবসায় শিক্ষা | এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৬.৫ |
ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার সময় | ১ ঘন্টা |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
লিখিত পরীক্ষার নম্বর | ১২০ মার্ক |
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) | ৮০ মার্ক |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
পাশ নম্বর | ৪৮ (আলাদাভাবে পাস করতে হবে না) |
নেগেটিভ মার্কিং | নেই |
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
- যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবন্টন
ব্যবসায় শিক্ষা |
|
বাংলা (আবশ্যক) | (২০x১.২০) ২৪ |
ইংরেজি (আবশ্যক) | (২০x১.২০) ২৪ |
হিসাববিজ্ঞান (আবশ্যক) | (২০x১.২০) ২৪ |
ব্যবসায় শিক্ষা (আবশ্যক) | (২০x১.২০) ২৪ |
মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (আবশ্যক) | (২০x১.২০) ২৪ |
মোট | ১২০ |
মানবিক |
|
বাংলা | ৩০ |
ইংরেজি | ৩০ |
সাধারণ জ্ঞান* | ৬০ |
*সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি,ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে। | |
বিজ্ঞান বিভাগ |
|
ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মােট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ৩০। |
ঢাবি ৭ কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি
ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি
ঢাবি ৭ কলেজ বাণিজ্য ইউনিট বিজ্ঞপ্তি
ঢাবি ৭ কলেজে ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কি?
অধিভুক্ত হওয়ার পূর্বে সাতটি কলেজ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক সার্টিফিকেট পেত । এখন থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবেন । তবে তাদের সার্টিফিকেটে স্ব স্ব কলেজ এবং বিভাগের নাম স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে।
ঢাবি ৭ কলেজ ভর্তি আবেদন পদ্ধতি
আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন প্রাক্রয়াটি নিচে দেওয়া হল:
- সর্বপ্রথম প্রার্থীকে ঢাবি ৭ কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট 7collegedu.com তে প্রবেশ করতে হবে ।
- আবেদন / লগ ইন’ বাটনে ক্লিক করতে হবে এবং ‘আবেদন / লগ ইন’-এর তথ্যের পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন, পাসের সাল ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল, বাের্ডের নাম প্রদান করে “অগ্রসর হােন” বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি দেখা গেলে পরবর্তী বাটন-এ ক্লিক করতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থী ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােডের তারিখ জেনে নিতে পারবে ।
- প্রবেশপত্রে ভর্তি-পরীক্ষার রােল নম্বর ও সিরিয়াল নম্বর থাকবে। প্রবেশপত্রের নির্দেশাবলিতে উল্লেখিত কাগজপত্র নিয়ে আবদেনকারীকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
7 কলেজ সহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।