অনার্স ভর্তি ২য় মেধা তালিকা ফলাফল ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয় (স্নাতক) ১ম বর্ষ অনার্স ভর্তি রেজাল্ট ২০২১-২০২২ । অনার্স ২য় মেধা তালিকা ফলাফল ২০২২ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল nu.edu.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পোস্টে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি রেজাল্ট ২য় মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট সম্পর্কে আলোচনা করব।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় মেধা তালিকা ফলাফল ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনার্স ১ম মেধা তালিকা ২০২২ প্রকাশ করেছে এবং ২য় মেধাতলিকা ফলাফল জুনের শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে । মোট তিনটি মেধাতালিকা প্রকাশ করা হবে, যার মাধ্যমে মোট মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন আবেদনকারীর মধ্য থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে । ৩য় মেধাতালিকা প্রকাশের পরেও যদি আসন সংখ্যা খালি থাকে তবে অপেক্ষমান তালিকা বা ওয়েটিং রিস্ট ফলাফল প্রকাশ করা হবে ।
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য এবং সময়সূচি |
---|
২য় মেধাতালিকা প্রকাশের তারিখ :
ভর্তি ফরম পূরণ : রেজিস্টেশন ফি : ৪৮৫ টাকা ফি প্রদানের সময়সীমা : কলেজ কর্তৃক ভর্তি নিশ্চায়নের তারিখ : ওয়েবসাইট লিংকঃ www.nu.ac.bd/admissions |
নোটিশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ২য় মেধাতরিকা বিষয়ক কোন নোটিশ এখনও প্রকাশিত হয় নি ।
অনার্স ২য় মেধা তালিকা ফলাফল ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকা জুন ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশিত হবে। অনার্স ভর্তি ২য় মেধাতালিকা ফলাফল বিকাল ৪ ঘটিকায় এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এ রাত ৯টা পর থেকে দেখা যাবে ।
আপনি জানেন কি?-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২২৫৪ টি কলেজ রয়েছে ।
অনলাইনে অনার্স ভর্তি রেজাল্ট
অনলাইনে রেজাল্ট দেখতে আপনার ভর্তির রোল নম্বর এবং পিন নম্বরের তথ্য দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ভর্তি পরীক্ষার রোল বা পিন নম্বর ভুলে গেলে এখানে ক্লিক করুন ।
- আপনাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রার্থীদের লগইন ওয়েবসাইটের লিংক- app1.nu.edu.bd.
- তারপর আপনাকে আপনার ভর্তি রোল এবং পিন দিয়ে লগইন করতে হবে।
- রোল এবং পিন দেওয়ার পর লগইন বাটনে ক্লিক করুন।
- লগইন করার পরে প্রথম পেজ-এ রেজাল্ট সম্পর্কিত নোটিশ দেখতে পাবেন।
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল ২য় মেধা তালিকায় স্থান গ্রহণ করে থাকলে, নির্ধারিত বিষয় সহিত একটি অভিনন্দন মেসেজ দেয়া হবে।
কোনো কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় মেধা তালিকায় স্থান পেতে ব্যর্থ হলে, ৩য় মেধাতালিকা ফলাফলের জন্য অপেক্ষা করুন ।
[adinserter name=”Rectangular ad”]
এসএমএস (SMS) এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
- আপনাকে আপনার ফোনের ম্যাসেজের মাধ্যমে অনার্স ভর্তি ২০২২ ফলাফল জানতে হবে।
- ম্যাসেজ অপশনে প্রবেশ এর পরে লিখুন NU<স্পেস>ATHN<স্পেস>Roll প্রদান করুন।
- যথাযথ নিয়ম অনুযায়ী ম্যাসেজ লেখার পরে, ১৬২২২ নম্বর এ যেকোনো মোবাইল নম্বর থেকে ম্যাসেজটি পাঠান।
- কিছু সময় পরে, রেজাল্ট সম্পর্কিত ফিরতি ম্যাসেজ পাবেন।
যদি কোনো কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি রেজাল্ট ২০২২ ২য় মেধা তালিকায় স্থান না পেলে বেশি চিন্তিত না হয়ে, অপেক্ষা করা প্রয়োজন। কারণ, যদি এই মেধা তালিকা প্রকাশের পরেও শূন্য সিট পূরণ না হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মেধা তালিকার পরে আরও একটি মেধাতালিকা প্রকাশ করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অপেক্ষমান ফলাফল ২০২২
২য় মেধা তালিকা প্রকাশের পরবর্তীতেও যদি কোনো শিক্ষার্থী সুযোগ না পায়, তাহলে তাদের ওয়েটিং লিস্টে অপেক্ষা করতে হবে। ওয়েটিং লিস্ট থেকে সুযোগ পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে নতুন ভর্তি ফলাফল বাতিল হয়েছে যেতে পারে ।
রিলিজ স্লিপ সম্পর্কিত তথ্য
বাংলাদেশ সরকার এদেশের শিক্ষার্থীদের পড়ালেখার মান সহজের জন্য যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এবং তাদের সুবিধা বিবেচনায় রেখে সর্বাধিক সুযোগের ব্যবস্থা করা হয়েছে। নিচে উল্লিখিত ক্ষেত্রে শিক্ষার্থীরা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারে।
- যদি কোনো শিক্ষার্থী মেধা তালিকায় অবস্থান না পেয়ে থাকে।
- ভর্তি আবেদন বাতিল করা হলে ।
- যদি মেধা তালিকায় অবস্থান পাওয়ার পরেও যদি নির্ধারিত বিষয় পছন্দ না হয়ে থাকে তাহলে একজন শিক্ষার্থী রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
- এসকল বিষয় বিবেচনা করে একজন শিক্ষার্থীরা আরও পাচটি কলেজে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
- আবেদন করার সময় কাঙ্ক্ষিত বিষয়ের জন্য নতুন করে আবেদন করতে পারবে।
চূড়ান্ত ভর্তির জন্য নির্ধারিত সনদপত্র
সকল আবেদন শেষ হলে চূড়ান্ত ভর্তির জন্য জাতীয় কলেজ কর্তৃপক্ষ কিছু নথি, সনদপত্র এবং নির্ধারিত ফি গ্রহণের মাধ্যমে অনার্স ভর্তি নিশ্চিত করবে। এইসব ক্ষেত্রে কোনো ভুল তথ্য প্রদান করা হলে কলেজ কর্তৃপক্ষ আইনত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাখে।
- সকল সঠিক তথ্য দ্বারা পূরণকৃত আবেদন পত্র।
- পাসপোর্ট সাইজে রঙিন ছবি।
- এসএসসি পরীক্ষার মার্ক শিট এবং সনদপত্র।
- এইচএসসি পরীক্ষার মার্ক শিট এবং সনদপত্র।
শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি
ভর্তি ফি এক এক জন শিক্ষার্থীদের নির্বাচিত বিষয়ের জন্য এক এক রকম। অনার্স ভর্তি ২০২২ ফলাফল প্রকাশের পরে নির্ধারিত বিষয় অনুযায়ী ভর্তি ফি জমা দানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করবেন। এছাড়াও যেসকল ফি প্রদান প্রয়োজন তা প্রকাশ করা হলো।
- আবেদনের প্রাথমিক ফি – ২৫০ টাকা
- রেজিস্ট্রেশান ফি – ৪৫০ টাকা
- শিক্ষার্থীদের খেলাধুলা এবং সংস্কৃতি অনুষ্ঠান এর ফি – ২০ টাকা
- বিএনসিসি ফি – ৫ টাকা
- রোভার স্কাউট ফি – ১০ টাকা
- এছাড়াও অন্যান্য কিছু ভর্তি সম্পর্কিত ফি রয়েছেঃ
- শিক্ষার্থী ভর্তি বাতিল ফি – ৭০০ টাকা
- শিক্ষার্থী অব্যাহত রাখার নির্ধারিত ফি – ৭০০ টাকা