এইচএসসি এসাইনমেন্ট ২০২২

এইচএসসি এসাইনমেন্ট সমাধান ২০২২ (১ম সপ্তাহ)

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর আলোকে কলেজ অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা 2021 মাউশি’র অফিসিয়াল ওয়েবসাইট dshe.gov.bd -এ প্রকাশ করা হয়েছে। ১ম সপ্তাহের এইচএসসি এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ২০২১ আমাদের ওয়েবসাইটেও যুক্ত করা হয়েছে। চলুন কলেজ এসাইনমেন্ট ২০২১ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিই।

২য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২২ দেখুন এখান থেকে

এইচএসসি এসাইনমেন্ট সমাধান ২০২১

এসাইনমেন্ট টপিক নেওয়া হয়েছে এনসিটিবি অনুমোদিত একাদশ শ্রেণীর মূল পাঠ্যবই হতে। অর্থাৎ একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ের প্রথম পত্র হতে এসাইনমেন্ট টপিক নেওয়া হয়েছে।

এই এসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন শুধুমাত্র ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীগণ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এ এসাইনমেন্ট কার্যক্রম নয়।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এসাইনমেন্ট কার্যক্রম শুরু করার অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ঠিকভাবে চালু করতে না পারা। এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া এবং নির্ধারিত কাজ প্রতি সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বুঝে নেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার ধারা বজায় রাখা হবে।

তো চলুন আমরা প্রথম সপ্তাহের কলেজ এসাইনমেন্ট ২০২১ দেখে নেই। তবে শিক্ষার্থীদের জন্য সুখবর হলো আমাদের ওয়েবসাইটে এইচএসসি শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহেই এসাইনমেন্ট সমাধান প্রকাশ করা হবে।

১ম সপ্তাহের নির্ধারিত কাজ

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১ম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এসাইনমেন্ট দেওয়া হয়েছে মোট ০৬টি বিষয়ের উপর। বিষয়গুলো হলো বাংলা, পদার্থ বিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান। নিচে ১ম সপ্তাহের সকল বিষয়ের নির্ধারিত কাজ নিচে যুক্ত করা হল –


 বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২১

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা হলো বাধ্যতামূল বিষয়। অর্থাৎ এ বিষয়ের উপর সবারই নির্ধারিত কাজ জমা দিতে হবে । । প্রথম সপ্তাহে বাংলা এসাইনমেন্ট টপিক নেওয়া হয়েছে ‘অপরিচিতা’ গল্প থেকে ।

১. ‘অপরিচিতা’ গল্প অনুসরণে কল্যাণীর সংকট  এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনােভাবের পরিচয়।
২. অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারত, এর বিবরণ।
৩. বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা/জানা কোনাে নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলাে নির্দিষ্টভাবে চিহ্নিত করা।
৪. পঠিত গল্প ও চেনা/জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলাে চিহ্নিত করা।

বাংলা অংশের উত্তর দেখুন এখান থেকে

পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১

একাদশ – দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য হলো পদার্থ বিজ্ঞান । শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট জমা দিবেন । প্রথম সপ্তাহের পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

এইচএসসি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট

এইচএসসি পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট

পদার্থবিজ্ঞান অংশের উত্তর দেখুন এখান থেকে

এইচএসসি পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট সমাধান ২০২১

পৌরনীতি ও সুশাসন বিষয়ের এসাইনমেন্ট টপিক নেওয়া হয়েছে মূল বইয়ের প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় হলো পৌরনীতি ও সুশাসন। এইচএসসি পৌরনীতি এসাইনমেন্ট সমাধান নিচে দেওয়া হলো।

‘নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বৰ্ক একটি নিবন্ধ রচনা কর।

 পৌরনীতি ও সুশাসনের ধারণা ও পরিধি

পৌরনীতির ধারণা 

পৌরনীতি হল সামাজিক ও নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ civics (সিভিক)। Civics শব্দটি ল্যাটিন শব্দ civis এবং Civitas শব্দ থেকে এসেছে। civis এবং civitas শব্দের অর্থ যথাক্রমে নাগরিক (Citizen) ও নগররাষ্ট্র (City State)। সুতরাং শব্দগত বা উৎপত্তিগত অর্থে civics বা পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার-আচরণ, রীতিনীতি ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান। তবে প্রাচীনকালে ভারতবর্ষে এবং গ্রীনে civics বা পৌরনীতি বলতে নাগরিকদের অধিকার ও কর্তব্যকে বােঝানাে হতাে।

সংস্কৃত ভাষায় নগরকে (city) পুর’ বা ‘পুরী এবং নগরে বসবাসকারীদেরকে ‘পুরবানী’ বলা হয়৷ যার জন্য নাগরিক জীবনের অপর নাম ‘পৌর জীবন’ একং নাগরিক জীবনের অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। প্রাচীন গ্রিনে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। রাষ্ট্রগুলাের মধ্যে উল্লেখযােগ্য ছিল এথেন্ম এবং স্পার্টা। এ নগর রাষ্ট্রগুলাের আয়তন ও জনসংখ্যা ছিল অত্যন্ত কম৷ নগর রাষ্ট্রের সকল জনগণকে নাগরিক বলা হতাে না। কেবল নগর রাষ্ট্রের যারা রাজনৈতিক অধিকার ভােগ করতে অর্থাৎ রাষ্ট্রের শাসনকার্য পরিচালনায় যারা অংশগ্রহণ করতাে তাদেরকেই ‘নাগরিক হিসেবে আখ্যায়িত করা হতাে। উল্লেখ্য নারী, দান ও বিদেশীরা এসব নগর রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচ্য হতাে না। এসব নগর রাষ্ট্রে বনবাসকারী নাগরিকদের অধিকার ও কর্তব্য, আচার-আচরণ, রীতিনীতি নিয়ে আলােচনা করা হতাে পৌরনীতিতে।

সুতরাং শব্দগত এবং মূলগত অর্থে পৌরনীতির ধারণা ছিল অনেকটা নীমিত ও সংকীর্ণ। বর্তমানে পৌরনীতিকে কেবল শব্দগত অর্থে আলােচনা করা হয় না। কেননা, বর্তমান আধুনিক রাষ্ট্রগুলাে থিনের নগররাষ্ট্র (City State) এর মতাে নয়, বরং এগুলো এখন জাতি রাষ্ট্র (Nation State) হিসেবেই পরিগণিত। প্রাচীন গ্রিনের নগররাষ্ট্রগুলাের অপেক্ষা বর্তমান আধুনিক জাতি রাষ্ট্রগুলাে আয়তনে বড় এবং জনসংখ্যাও বেশি এসব জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবন এবং কার্যাবলি জটিল ও বমুখী। আধুনিক জাতি রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা ও কার্যাবলি, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালােচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের জ্ঞান দান করে তাকেই পৌরনীতি বলে৷

ই এম হেয়াইট (E.M. White) মনে করেন, “পৌরনীতি হল জ্ঞানের সেই শাখা যা এক জন নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়,জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে । ” (Civics is that branch of human knowledge which deals with everything relating to a citizen- past, present and future; local, national and human.”)

ফ্রেডরিখ জেমন গোল্ড (Frederick James Could) বলেন, “পৌরনীতি হচ্ছে প্রতিষ্ঠান, আচরণ ও চেতনার অধ্যয়ন শাস্ত্র যার মাধ্যমে একজন পুরুষ বা নারী কোন একটি রাজনৈতিক সম্প্রদায়ের সদস্য হিাবে কর্তব্য পালন করতে পারে এবং এর সুযােগ-সুবিধাগুলাে গ্রহন করতে পারে।” (Civics is the study of institutions, habits and spirit by means of which a man or women may fulfil the duties and receive the benefit of membership in a political community.”)

Webster’s International Dictionary তে বলা হয়েছে, “পৌরনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা, যা নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলােচনা করে”। (Civics is that department of Political Science dealing with rights of citizenship and duties of citizen.”)

সুতরাং পৌরনীতি হল সে শাস্ত্র যা নাগরিক, নাগরিকের কার্যক্রম, অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত দিক এবং নাগরিকের সংগঠনসমূহ, রাষ্ট্র ও বিশ্বমানবতা সংক্রান্ত সকল বিষয়ের সমস্যা ও সমাধান সম্পর্কে বিশদ আলোচনা করে ।

সুশাসনের ধারণা

সুশাসন প্রত্যয়টি পৌরনীতির সাম্প্রতিক সংযোজন। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল ‘Good Governance’। সুশাসনকে স্পষ্টভাবে বুঝতে হলে শাসন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। Governance হল একটি বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করা হয়েছে৷ Government এর মতই Governance শব্দটি এসেছে ‘kuberngo’ নামক ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ পরিচালনা করা। সাধারণত Governance বা শাসন এমন একটি পদ্ধতিকে বোঝায়, যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনাে সংস্থা, সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ করা হয়ে থাকে।

বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন৷ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন৷ ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন সর্বথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়৷ ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘােষণা করে৷ এ চারটি স্তম্ভ হল-

  • দায়িত্বশীলতা
  • স্বচ্ছতা
  • আইনী কাঠামাে ও
  • অংশগ্রহণ

ম্যাক করণী (Mac Corney) এ প্রসঙ্গে বলেন, “সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়”।

মারটিন মিনােগ (Martic Minogue) সুশাসন সম্পর্কে বলেন, “ব্যাপক অর্থে সুশাসন হচ্ছে কতগুলাে উদ্যোগের সমষ্টি এবং একটি সংস্কার কৌশল যা সরকারকে অধিকতর গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যকর করে তােলে।”

স্যান্ডেল মিল (Londell Mill) মনে করেন, সুশাসন একটি জাতির রাজনেতিক ব্যবস্থা সম্পর্কে দিক নির্দেশ করে এবং জন প্রশাসন এবং আইনী কাঠামাের মধ্যে এটি। কিভাবে কাজ করে তা জানায়৷ বিশেষজ্ঞদের মতে, সুশাসন সরকার পরিচালনা অপেক্ষা একটি বিস্তৃত ধারণা যা একটি নির্দিষ্ট ভূখন্ডে সামাজিক নিয়মশৃঙ্খলা রক্ষায় এবং নির্বাহী ক্ষমতা ব্যবহারের প্রশ্নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ভূমিকার সাথে বিশেষভাবে সম্পর্কিত।”

পরিশেষে বলা যায় যে, সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, বিচার বিভাগের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে জনগণের কল্যাণ শাসনকার্য পরিচালনাই হচ্ছে সুশাসন৷ সুশাসন সেই শাসনব্যবস্থা যেখানে জনগণের তথা রাষ্ট্রের সার্বিক কল্যাণ সাধিত হয়৷

পৌরনীতি ও সুশাসনের পরিধি

পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক ৷ পৌরনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে নিয়ে আলােচনা করা হল –

১) নাগরিকতা বিষয়ক :  পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা পৌরনীতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। পৌরনীতি ও সুশাসন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সচেতনতা, সুনাগরিকতা, নাগরিকতা অর্জন ও বিলােপ, নাগরিকতার অর্থ ও প্রকৃতি, সুনাগরিকের গুণাবলি প্রভৃতি সম্পর্কে আলােচনা করে ৷

২) মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত : মানব সভ্যতার ইতিহাসে পরিবার হল আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান৷ কালের বিবর্তন ধারায় পরিবারের সম্প্রসারণ হয়েছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য বহুবিধ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। পৌরনীতি ও সুশাসন পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠান পৌরনীতি ও সুশাসনের অন্তর্ভুক্ত।

৩) রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলােচনাপৌরনীতি ও সুশাসনের সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ শুৎপ্রােতভাবে জড়িত। রাষ্ট্র, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলি, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মতবাদ, রাষ্ট্রের উপাদান, সংবিধান, সংবিধানের শ্রেণিবিভাগ, সংবিধানের বৈশিষ্ট্য, সরকার, সরকারের শ্রেণিবিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ, জনমত, জনমতের বাহন, নির্বাচকমন্ডলী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন প্রভৃতি পৌরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত।

8)  সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলােচনাঃ পৌরনীতি ও সুশাসন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিমূর্ত বিষয় নিয়ে আলােচনা করে৷ আইন, আইনের উৎস ও প্রকৃতি, আইন ও নৈতিকতা, স্বাধীনতা, স্বাধীনতার প্রকৃতি, স্বাধীনতার রক্ষাকবচ, সাম্য ও স্বাধীনতা, সাম্যের প্রকারভেদ প্রভৃতি সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলােচনা করে।

৫) রাজনৈতিক ঘটনাবলিপৌরনীতি ও সুশানন রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলি নিয়ে আলােচনা করে। যেমন বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পলাশীর যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, ১৯৪০ সালের আগের প্রস্তাব, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ইত্যাদি রাজনৈতিক পর্যায় সম্পর্কে আলােচনা করে।

৬) সুশাসন সম্পর্কে আলােচনা ও পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের সুশাসনের বমাত্রিক ধারণা সম্পর্কে আলােচনা করে৷ সুশাননের উপাদান, সুশাননের সমস্যা, সুশাসনের সমস্যার সমাধান, সুশাসনের সমস্যা সমাধানে সরকার ও জনগণের ভুমিকা সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলােচনা করে।

৭) নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলােচনাঃ পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের বর্তমান স্বরূপ সম্পর্কে আলােচনা করে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক জীবনের আদর্শ ও স্বরূপের ইঙ্গিত প্রদান করে।

৮) নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা ও পৌরনীতি ও সুশাসন নাগরিকের সামাজিক ও
রাজনৈতিক কার্যাবলির সাথে সম্পৃক্ত স্থানীয় সংস্থার (যেমন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি) গঠন, ক্ষমতা ও কার্যাবলি নিয়ে আলােচনা করে। নাগরিকের জাতীয় বিষয় (যেমন, স্বাধীনতা আন্দোলনের পটভূমি, মুক্তিযুদ্ধ, বিভিন্ন জাতীয় নেতার অবদান, দেশ রক্ষায় নাগরিকের ভূমিকা, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ) সম্পর্কে আলােচনা করে৷ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠন এবং বিভিন্ন ঘটনাবলি সম্পর্কেও পৌরনীতি ও সুশাসন আলােচনা করে।

৯) বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সমস্যার সমাধানও পাওয়া যায় এর মাধ্যমে। যেমন ইভটিজিং, দুনীতি, ইলেকট্রনিক গভর্নেন্স (ই-গভর্নেন্ম), দারিদ্র বিমােচনের মত বিষয়গুলির আলােচনা পৌরনীতি ও সুশাসনের পরিধিকে সমৃদ্ধ করেছে।

১০) সুশাসন ও ই-গভর্নেন্স : পৌরনীতি ও সুশাসন বর্তমান সময়ে সুশানন ও ই-গভর্নেন্স নিয়ে আলােচনা করে সরকার কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতি নিয়ন্ত্রণ, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারে সে বিষয়ে পৌরনীতি ও সুশাসন আলােচনা করে৷

পরিশেষে বলা যায় যে, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। নাগরিকের জীবন ও কার্যাবলি যতদূর পর্যন্ত বিস্তৃত পৌরনীতি ও সুশাসনের পরিধিও ততদূর পর্যন্ত বিস্তৃত।

 অর্থনীতি এসাইনমেন্ট সমাধান

মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে দেওয়া হয়েছে অর্থনীতি এসাইনমেন্ট। এসাইনমেন্ট টপিক নেওয়া হয়েছে মূল পাঠ্যবই অর্থনীতি ১ম পত্র থেকে। এইচএসসি অর্থনীতি এসাইনমেন্ট নিচে দেওয়া হলো। এইচএসসি অর্থনীতি এসাইনমেন্ট সমাধান ২০২১ খুব দ্রুত দেওয়া হবে।

এইচএসসি অর্থনীতি এসাইনমেন্ট

এইচএসসি অর্থনীতি এসাইনমেন্ট

  • অর্থনীতি এসাইনমেন্ট সমাধান

##সমাধান খুব শীঘ্রই দেওয়া হবে।

যুক্তিবিদ্যা এসাইনমেন্ট সমাধান ২০২১

যুক্তিবিদ্যা এসাইনমেন্টের টপিক বাছাই করা হয়েছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। এই সেকশনে খুব শীঘ্রই এইচএসসি যুক্তিবিদ্যা এসাইনমেন্ট সমাধান ২০২১ পেয়ে যাবেন।

এইচএসসি যুক্তিবিদ্যা এসাইনমেন্ট

এইচএসসি যুক্তিবিদ্যা এসাইনমেন্ট

  • এইচএসসি যুক্তিবিদ্যা এসাইনমেন্ট উত্তর

##সমাধান খুব শীঘ্রই দেওয়া হবে।

এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১

হিসাব বিজ্ঞান হলো একাদ্বশ-দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শাখার শিক্ষার্থীদের বাধ্যতামূলক বিষয়। প্রথম সপ্তাহে ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট দেওয়া হয়েছ। এইচ এস সি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১ ও যতদ্রুত সম্ভবত নিচে দেওয়া হবে।

এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট

এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট

এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট

  • এইচএসসি হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান

## সমাধান খুব শীঘ্রই দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

১) এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরী করতে এনসিটিবি অনুমোদিত নির্ধারিত শিক্ষাবর্ষের মূল পাঠ্যবই ব্যবহার করতে হবে।

২) এসাইনমেন্ট লিখতে অন্যা কারো এসাইনমেন্ট দেখে কপি করে লিখলে বা গাইড ব্যবহার করে লিখলে বাতিল করা হবে। একিসাথে এসাইনমেন্ট পুনরায় লিখে দিতে হবে।

৩) এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরীর ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্ব স্বকীয়তা এবং সৃজনশীলতা দেখাতে হবে।

৪) নিজের এসাইমেন্ট বা নির্ধারিত কাজ অবশ্যই নিজেরই লিখতে হবে। অন্য কাউকে দিয়ে লেখালে হবে না।

৫) এসাইনমেন্ট লেখার সময় পরিষ্কার সাদা কাগজ ব্যবহার করতে হবে।

৬) এসাইনমেন্টের কভার কাগজে অর্থাৎ প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নিজের নাম, শ্রেণি, আইডি, বিষয় ও এসাইনমেন্ট শিরোনাম সুন্দর করে লিখতে হবে।

৭) যদি কোন শিক্ষার্থী কোন বিশেষ কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থাকেন তাহলে তাকে এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলতে হবে। প্রতিষ্ঠান প্রধানের কথা অনুযায়ী এসাইনমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

��তামত

  1. প্লিজ ভাইয়া,এইচএসসি পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১ (২য় সপ্তাহ)আপলোড করেন।

  2. প্লিজ ভাইয়া,এইচএসসি এসাইনমেন্ট সমাধান ২০২১ (২য় সপ্তাহ)আপলোড করেন।

  3. যত দ্রুত সম্ভব অর্থনীতি বিষয়ের সমাধান দেন।নতুবা অন্য ওয়েবসাইট থেকে করে ফেলব।

    1. আপনার মতামতটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং ১ম সপ্তাহের পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট সমাধান যুক্ত করা হয়েছে । এডমিশন ওয়ারের সাথে থাকার জন্য ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!