২০২২ সালের এইচএসসি ৪র্থ সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন সমাধান
চতুর্থ সপ্তাহের এইচ এস সি অ্যাসইনমেন্ট প্রশ্ন ও সমাধান । ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট dshe.gov.bd এ প্রকাশ করা হয়েছে ।
এইচএসসি ৪র্থ সপ্তাহ এসাইনমেন্ট সমাধান ২০২১
করোনার সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ার ফলে গত ৩০ জুন ২০২১ তারিখে চলমান এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয় এবং ১৯ জুলাই তারিতে পূণরায় চালু করা হয় এবং চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করা হয় । চলমান সপ্তাহে আবশ্যিক ও বিভিন্ন বিভাগের মোট সাতটি বিষয়ের উপর এসাইনমেন্ট দেওয়া হয় । ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট ফাইলটি পিডিএফ আকারে ডাউনলেঅড করতে নিচের বাটনে ক্লিক করুন –
বাংলা এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
‘বিদ্রোহী’ কবিতার আলােকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই ।
বাংলা অংশের উত্তর দেখুন এখান থেকে
পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
Fig-1 অ্যাসাইনমেন্ট-১ এর সমস্যাটি আবার চিন্তা করা যাক। এবার, Fig-1 এ 1.5 kg ভরটির সাথে যুক্ত সুতাটি টেবিলের মাঝের একটি ছিদ্র দিয়ে প্রবেশ করানাে আছে এবং 2 kg ভরটি আগের মতনই ঝুলানাে আছে। 1.5 kg ভরটি এবার সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় রাখা হয়েছে। ঘর্ষণ গুণাঙ্ক আগের মতই 0.2
(ক) সমদ্রুতিতে ঘূর্ণায়মান 1.5 kg ভরের জন্য নিউটনের সমীকরণ লেখ?
(খ) 1.5 kg ভরটি সমদ্রুতিতে ঘূর্ণায়মান অবস্থায় থাকার ফলে কাজ কত?
(গ) যদি 2 kg ভরটিকে স্থির অবস্থায় রাখতে হয় তাহলে 1.5 kg ভরটির দুতি কত হওয়া দরকার?
(ঘ)যদি ঘর্ষণ থাকার কারণে 1.5 kg ভরের দ্রুতি কমতে থাকে। তাহলে 2 kg ভরটির বেগ বনাম সময়ের গুণগত গ্রাফ আঁক?
পদার্থবিজ্ঞান অংশের উত্তর দেখুন এখান থেকে
পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক কীভাবে মূল্যবােধ ও নৈতিকতাকে প্রভাবিত করে বিশ্লেষণ কর।
পৌরনীতি অংশের উত্তর দেখুন এখান থেকে
হিসাববিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ:
২০২১ সালের ৩১ মে তারিখে সাগর অ্যান্ড কোং এর নগদান বই মােতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮,৬০০ টাকা। গরমিলের কারণসমূহ নিম্নরূপঃ
১। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি ৪,৫০০ টাকা।
২। আদায়ের জন্য ৮,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক
বিবরণীতে এখনাে লেখা হয়নি।
৩। অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত ১০,৫০০ টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে।
৪। ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে ১০,০০০ টাকা ।
৫। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১,৫০০ টাকা ডেবিট করেছে।
৬। একজন পাওনাদারকে ১২,০০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে
১,২০০ টাকা লেখা হয়েছে।
৭। আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক ৫১,০০০ টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি; উক্ত বিলের লিখিত মূল্য ছিল ৫০,০০০ টাকা ।
ক) উল্লেখিত লেনদেন থেকে গরমিলের কারণ বর্ণনা করাে।
খ) উপযুক্ত তথ্যের আলােকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করাে।
গ) উপযুক্ত তথ্যের আলােকে সংশােধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করাে।
হিসাববিজ্ঞান অংশের উত্তর ডাউনলোড করুন এখান থেকে
অর্থনীতি এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
রমিজ বাজার থেকে প্রতি কেজি পেয়ারা ৮০ টাকা, ৭০টাকা ও ৬০ টাকা হলে যথাক্রমে ১৫ কেজি, ২০ কেজি ও ২৫ কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে ২৫ কেজি, ২০ কেজি ও ১৫ কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ কর।
উত্তর খুব শীঘ্রই যুক্ত করা হবে ।
যুক্তিবিদ্যা এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
যুক্তির উপাদান হিসেবে পদের ব্যার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও।
উত্তর খুব শীঘ্রই যুক্ত করা হবে ।
খাদ্য ও পুষ্টি এসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
নিজ পরিবার/ প্রতিবেশী/আত্মীয়দের যেকোনাে ৫জন ব্যক্তির তথ্য ছকে সন্নিবেশ করে সেটি পর্যালােচনার ভিত্তিতে ব্যক্তি বিশেষের ক্যালরির চাহিদার পার্থক্যের কারণ চিহ্নিতকরণ এবং তালিকায় প্রাপ্ত ক্যালরির চাহিদার সাথে অনুমােদিত চাহিদার সামঞ্জস্যতা নিরূপণ ।
উত্তর খুব শীঘ্রই যুক্ত করা হবে ।
আগামী সপ্তাহের এসাইনমেন্টের বিষয়সমূহ
৫ম সপ্তাহ – জীববিত্তান/সমাজবিজ্ঞান/সমাজকর্ম ভূগোল গুচ্ছ। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং উচ্চাঙ্গ সংগীত উচ্চতর গণিত/ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন/ আরবি/পালি সংস্কৃত কৃষিশিক্ষা/ মনােবিজান পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান প্রকৌশল। অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস গার্হস্থ্যবিজ্ঞান | চারু ও কারুকলা/নাট্যকলা সমরবিদ্যা/ শিল্পকলা ।
৬ষ্ঠ সপ্তাহ – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং রসায়ন /ইতিহাস/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা/ইসলাম। শিক্ষা/শিশুর বিকাশ/ লঘু সংগীত
৭ম সপ্তাহ – ইংরেজী এবং পদার্থবিজ্ঞান /পৌরনীতি ও সুশাসন/অর্থনীতি/ যুক্তিবিদ্যা/হিসাববিজ্ঞান/ খাদ্য ও পুষ্টি
2022 সালের HSC পঞ্চম সপ্তাহের আ্যাসাইনমেন্ট উত্তর এখসো আপলোড করেন নি?
2021 সালের SSC অ্যাসাইনমেন্ট এর সমাধান দেন।