পদার্থ বিজ্ঞান ১ম পত্র সাজেশন (এইচ.এস.সি ২০১৮)
এইচ এস সি পরীক্ষার অার মাত্র কিছুদিন বাকি।এই সময়ের ভিতর পুরো বইটা কয়েকবার শেষ করতে হবে।তবে অপ্রয়োজনীয় টপিক পড়ে সময় নষ্ট করা যাবে না।তাই কিছু শর্টকাট সাজেশনের দরকার তোমাদের।তোমাদের জন্য এবার তৈরী করেছি পদার্থ বিজ্ঞান ১ম পত্রের সাজেশন।
লিখেছেন:অাবু তাহের (খুলনা প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
পদার্থ বিজ্ঞান ১ম পত্র
★১ম অধ্যায়-ভৌতজগৎ ও পরিমাপঃ
- সঙ্গা: ধারণা,সূত্র,নীতি,স্বীকার্য, **তত্ত্ব, অনুকল্প
- এককের গুণিতক উপগুণিতক
- বিভিন্ন রাশির মাত্রা
- বিভিন্ন প্রকার ত্রুটির সঙ্গা
- আয়তনের শতকরা ত্রুটি বিষয়ক অঙ্ক
এই টপিকস গুলো থেকে অবজেকটিভ আসে। প্রথম অধ্যয় থেকে সৃজনশীল আসে না।
★২য় অধ্যায়-ভেক্টরঃ
- ডট গুণ, ক্রস গুণ
- একক ভেক্টর নির্ণয়
- সামান্তরিকেরর ক্ষেত্রফল নির্ণয়
- নৌকা ও স্রোতের অঙ্ক
- সাইকেল ওবৃষ্টির অঙ্ক, গাড়ি ও বৃষ্টির অঙ্ক ভেজা না ভেজা ক্ষেত্রে কি ঘটে।
- কার্ল ও ডাইভার্জেন্স নির্ণয়
★৩য় অধ্যায়-গতিবিদ্যাঃ
- আপেক্ষিক বেগ : দুইটি গাড়ি দুদিকে যাচ্ছে একটার সাপেক্ষে আরেকটার বেগ, একটার সাপেক্ষে আরেকটা কত কোণে কোন দিকে যাচ্ছে এধরণের অঙ্ক। সাইকেল ও বৃষ্টির বেগ এটাও আপেক্ষিক বেগের উদাহরণ। গাড়ির কাচ ভিজবে কি ভিজবে না এটাও আপেক্ষিক বেগের উদহরণ
- প্রাস : ভূমি থেকে নিক্ষিপ্ত, পাহাড় থেকে নিক্ষিপ্ত নির্দিষ্ট কোণে বা ভূমির সমান্তরালে, বিমান বা ঔ জাতীয় কিছু থেকে নিক্ষিপ্ত এধরণের অঙ্ক
- গতি বিষয়ক যত গুলো লেখ আছে সে সব লেখ রিলেটেড অঙ্ক
- সুষম বৃত্তীয় গতি
★৪র্থ অধ্যায়-নিউটনিয়ান বলবিদ্যাঃ
- অবজেক্টিভের জন্য – চার প্রকার মৌলিক বল সম্পর্কিত যাবতীয় তথ্য
- জড়তার ভ্রামক (আয়তকার, গোলকার, বৃত্তাকার, দন্ডাকার)
- কৌনিক বল ও কৌনিক গতি বিষয়ক অঙ্ক
- কৌনিক ভরবেগের নিত্যতা
- ব্যাঙ্কিং
- স্থিতিস্থাপক সংঘর্ষ
- অস্থিতিস্থাপক সংঘর্ষ
★৫ম অধ্যায়-কাজ শক্তি ও ক্ষমতাঃ
- স্প্রিং বা সরল দোলকের গতিশক্তি বিভব শক্তি এবং এসম্পর্কিত লেখচিত্র
- কূপ বিষয়ক অঙ্ক (তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ)
- কর্মদক্ষতা
★৬ষ্ঠ অধ্যায়-মহাকর্ষ ও অভিকর্ষ
- কেপলারের তিনটি সূত্র
- বিভিন্ন স্থানে g এর মান
- অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে উচ্চতার ক্রিয়া
- অক্ষাংশের ক্রিয়া
- পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া
- অভিকর্ষজ ত্বরণের লেখ
- মুক্তি বেগ ***
- কৃত্তিম উপগ্রহের পর্যায় কাল,উচ্চতা, কৃত্তিম উপগ্রহের অভ্যান্তরে ওজনহীনতার কারণ
★৭ম অধ্যায়-পদার্থের গাঠনিক ধর্ম
- ইয়াং গুণাঙ্ক
- কৃন্তন গুণাঙ্ক
- আয়তন গুণাঙ্ক
- অবজেকক্টিভের জন্য বিভিন্ন পদার্থের ইয়াং, কৃন্তন ও আয়তন গুণাঙ্ক
- পয়সনের অনুপাত
- পৃষ্টটানের অঙ্ক
★৮ম অধ্যায়-পর্যায়বৃত্তিক গতিঃ
- সরল দোলন গতির সঙ্গা
- সরল দোলন গতির সরণ,বেগ ও ত্বরণ বিষয়ক অঙ্ক
- সরল দোলন গতির ব্যাবকলনীয় সমীকরণ
- সময় হারানো, সময় লাভ করা, পাহাড়ের উচ্চতা নির্ণয় সংক্রান্ত অঙ্ক,সরল দোলকের সাহায্যের অভিকর্ষজ ত্বরণ নির্ণয়
★৯ম অধ্যায়-তরঙ্গ
- অগ্রগামী তরঙ্গের ফাংশন দিয়ে যত অঙ্ক আছে
- বিটের সাহায্যে দুইটি সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয়
- টানা তারের আড় কম্পন বিষয়ক অঙ্ক
- শব্দের তীব্রতা লেভেল সম্পর্কিত যাবতীয় অঙ্ক
★১০ম অধ্যায়-অাদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
- বয়েল ও চার্লসের সূত্র এবং এদের লেখচিত্র
- মূল গড় বর্গবেগ বিষয়ক অঙ্ক
- স্বাধীনতার মাত্রা
- অাপেক্ষিক আদ্রতা
- গ্লেইসারের উৎপাদক ব্যাবহার করে শিশিরাঙ্ক নির্ণয় করে আপেক্ষিক আদ্রতা নির্ণয়ের অঙ্ক
- বুদবুদের সাহায্যে হৃদের গভীরতা নির্ণয়
“ক ” ও “খ” নম্বরের জন্য টেস্ট পোপার অনুসরণ করলে বেস্ট হবে। উপরে শুধু টপিকসের নাম দেওয়া হয়েছে। এ সব টপিকসের অঙ্ক টেস্ট পেপার থেকে সলভ করবে। এপ্লাস নিশ্চিত ইনশাল্লাহ।
এইচ.এস.সি এবং ভর্তি পরীক্ষা বিষয়ক সকল তথ্য পেতে অামাদের ফেইসবুজ পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।