এসএসসি জীববিজ্ঞান এসাইনমেন্ট নমুনা সমাধান ২০২১
২০২১ সালের দশম শ্রেণির বায়োলজি এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর । এসএসসি জীববিজ্ঞান এসাইনমেন্ট সমাধান আমাদের ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে । আপনি যদি ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী হোন তাহলে এই পোষ্টটি আপনার জন্য ।
সুহৃদ,
অতিমারির কারণে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষার অধিদপ্তর) কর্তৃক পরিচালিত সাময়িক বিকল্প শিক্ষা কার্যক্রম “ এসাইনমেন্ট ”। এসাইনমেন্ট শব্দটি স্নাতক/স্নাতোকত্তর সহ শিক্ষার উচ্চ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের কাছে পরিচিত একটি পদ্ধতি হলেও মাধ্যমিক ও নিম্নস্তরের শিক্ষার্থীদের কাছে এটি একেবারেই নতুন। দীর্ঘ ৫ বছর ধরে বাংলাদেশের প্রায় সকল স্তরের শিক্ষার বিভিন্ন প্রকার সঠিক তথ্য ডিজিটাল উপায়ে সরবরাহের ধারাবাহিকতায় এডমিশনওয়্যার(admissionwar) এসাইনমেন্টের ক্ষেত্রেও বিভিন্ন প্রকার তথ্য যেমনঃ এসাইনমেন্ট সম্পর্কিত আপডেট ও এসাইনমেন্টের এর নমুনা উত্তর সরবরাহ করে আসছে।
কিন্তু, সম্প্রতি আমরা আমাদের ফেসবুক পেইজ সহ বিভিন্ন মাধ্যম হতে জানতে পেরেছি শিক্ষার্থীরা এই নমুনা উত্তর দেখে দেখে হুবহু লিখছে।
এসাইনমেন্ট এর নমুনা উত্তরের কৈফিয়তঃ
যেহেতু মাউশির-র এই এসাইনমেন্ট কার্যক্রমটি মাধ্যমিক ও নিম্নস্তরের শিক্ষার্থীদের জন্য সম্পুর্ণ নতুন তাই তারা যাতে এই নমুনা উত্তর দেখে দিক নির্দেশনা নিতে পারে , এসাইনমেন্ট কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে এবং এই করোনা কালীন দুঃসময়ে তারা যেন(বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা) চলমান শিক্ষা কার্যক্রম সম্বন্ধে সম্যক অবগত থাকে তারই ক্ষুদ্র প্রয়াস আমাদের।
দায় অস্বীকারঃ
কলম থেকে শুরু করে তলোয়ার। পৃথীবির সবকিছুর ভালো-মন্দ নির্ভর করে আপনি সেটা কিভাবে নিচ্ছেন।ডিনামাইট(বোমা) যেমন পাহাড় গুড়িয়ে সমতল করে চাষাবাদের যোগ্য করে মানুষকে অনাহারে মৃত্যুর পথ থেকে বাচিয়ে এনেছিলো, আজ সেই বোমাই লক্ষ লক্ষ লোকের মৃত্যুর কারন। তাই যেকোন বিষয়ের সঠিক ব্যবহারটাই আমাদের কাম্য।
এডমিশনওয়্যার(admissionwar) ওয়েবসাইটে প্রদত্ত এসাইনমেন্ট কার্যক্রম মহৎ উদ্দেশ্যে পরিচালিত. সুতরাং এটি কিভাবে আপনি বা আপনারা ব্যবহার করছেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং তার জন্য শুধুমাত্র এবং কেবল মাত্র আপনারাই দায়ী। এডমিশনওয়ার এই সংক্রান্ত কোন দায় বহন করবেনা।
এসএসসি জীববিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাইট dshe.gov.bd-এ গত ১৮ জুলাই তারিখে এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত এসাইনমেন্ট প্রকাশ করা হয় । নোটিশ অনুযায়ী, প্রতি বিভাগের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে ০২ টি করে ১২ সপ্তাহের জন্য মােট ২৪ টি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হবে । অর্থ্যাৎ মােট ৩২টি অ্যাসাইনমেন্ট থেকে একজন শিক্ষার্থীকে চতুর্থ বিষয় বাদ দিয়ে প্রতিটি গ্রুপভিত্তিক বিষয়ের ৮টি করে মােট ২৪টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনাে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। আজকে আমরা বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত জীববিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা উত্তর দেখব ।
এস এস সি জীববিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর
বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তাদের বিভাগভিত্তিক বিষয় হিসেবে জীববিজ্ঞান বিষয়ের উপর এসাইনমেন্ট জমা দিবে । দুটি এসাইনমেন্টের টপিকেই মূল বইয়ের দ্বিতীয় অধ্যায় – ”জীবকোষ ও টিস্যু” থেকে নেওয়া হয়েছে ।
এসাইনমেন্ট নং ১
খালি চোখে লক্ষ্যণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবন্টন নির্ণয়। ( ছবি লিংক)
পর্যবেক্ষন ছক
নমুনা নং |
রং |
দৃঢ়তার পরিমাণ |
||
নরম |
কম দৃঢ় |
তুলনামূলক দৃঢ় |
||
১. পাকা আম | ||||
বোঁটা | সবুজ | x | ☑ | x |
খোসা | হলুদ | ☑ | x | x |
শাঁস | গাঢ় কমলা | ☑ | x | x |
আটি | সাদা | x | x | ☑ |
১. কাঁচা পেঁপে | ||||
বোঁটা | সবুজ | x | x | ☑ |
খোসা | সবুজ | x | ☑ | x |
শাঁস | সাদা | x | x | ☑ |
কারণ নির্ণয় ছক
নমুনা নং |
রং |
দৃঢ়তার পরিমাণ |
||
নরম |
কম দৃঢ় |
তুলনামূলক দৃঢ় |
||
১. পাকা আম | ||||
বোঁটা | ক্লোরোফিল | x | কোলেনকাইমা | x |
খোসা | জেন্থোফিল | প্যারেনকাইমা | x | x |
শাঁস | ক্যারোটিন | প্যারেনকাইমা | x | x |
আটি | লিউকোপ্লাস্ট | x | x | ট্রাকিড /ভেসেল |
১. কাঁচা পেঁপে | ||||
বোঁটা | ক্লোরোপ্লাস্ট | x | x | ট্রাকিড |
খোসা | ক্লোরোপ্লাস্ট | x | কোরেনকাইমা | x |
শাঁস | লিউকোপ্লাস্ট | x | x | ট্রাকিড |
এসাইনমেন্ট নং ২
খেলার মাধ্যমে প্রাণিকোষ এবং প্রাণিটিস্যুর গঠন ও কাজ বিশ্লেষণ । ( ছবি লিংক)