এসএসসিফলাফল

এসএসসি রেজাল্ট ২০২৪ মার্কশীট সহ । educationboardresults.gov.bd

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পূর্ব নির্ধারিত দিন হিসেবে আজ  এসএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশিত হয়েছে।সকল বোর্ডের এস এস সি ২০২৪ মার্কশীট সহ ফলাফল দেখতে পারবেন এই পোস্ট থেকেই। অন্যান্য বারের মতো এবারো এক যোগে সকল বোর্ডের SSC Result একসাথে প্রকাশ করা হবে educationboardresults.gov.bd ওয়েব সাইটে।

এসএসসি রেজাল্ট ২০২৪ । educationboardresults.gov.bd

এস এস সি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয় ১৫ ফেব্রুয়ারী ২০২৪ থেকে ১২ মার্চ ২০২৪ পর্যন্ত। এবছর SSC পরীক্ষায় মোট ১১ টি বোর্ড থেকে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। যার মধ্যে সাধারণ বোর্ড থেকে প্রায় ১৭ লাখ ৯৯ হাজার ৭১১ জন। সারাদেশে ৩ হাজার ৭ শত  টি কেন্দ্রের মাধ্যমে নেয়া হয় মাধ্যমিক পর্যায়ের এই সমাপনি পরীক্ষাটি। আসুন এক নজরে দেখে নেয়া যাক এসএসসি রেজাল্ট ২০২৪ সম্পর্কিত কিছু তথ্য।

একনজরে
  • পাশের হারঃ —–
  • GPA-5 প্রাপ্তঃ ——–
  • SSC ফলাফল প্রকাশঃ
  • এক্সাম অনুষ্ঠিত হওয়ার তারিখঃ ১৫ ফেব্রুয়ারী ২০২৪ থেকে ১২ মার্চ ২০২৪
  • মোট পরীক্ষার্থীঃ ২০,২৪,১৯২ জন
  • মোট কেন্দ্রঃ ৩,৭০০ টি
  • মোট বোর্ডঃ ১১ টি

==>>এস এস সি রেজাল্ট চ্যালেঞ্জের নিয়মাবলি<<==
==>> কলেজ এডমিশনের যাবতীয় তথ্য <<==

বোর্ড ভিত্তিক এস এস সি ফলাফল ২০২৪

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, যশোর, দিনাজপুর, কুমিল্লা সহ সধারন শিক্ষা বোর্ড মোট ৯ টি এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড, মোট মিলে ১১ টি। এই ১১ টি শিক্ষা বোর্ডের অধিনেই এক যোগে এসএসসি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয় এবং একযোগে এস এস সি ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে।

সকল শিক্ষাবোর্ডের নাম শর্ট কোড
ঢাকা শিক্ষা বোর্ড DHA
চট্টগ্রাম শিক্ষা বোর্ড CHI
কুমিল্লা শিক্ষা বোর্ড COM / CUM
যশোর শিক্ষা বোর্ড JES
রাজশাহি শিক্ষা বোর্ড RAJ
সিলেট শিক্ষা বোর্ড SYL
দিনাজপুর শিক্ষা বোর্ড DIN
বরিশাল শিক্ষা বোর্ড BAR
ময়মনসিংহ শিক্ষা বোর্ড MYM
কারিগরি শিক্ষা বোর্ড TEC
মাদ্রাসা শিক্ষা বোর্ড MAD

SSC 2024 মার্কশীট সহ রেজাল্ট

মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড সহ ১১ টি শিক্ষা বোর্ডেরই SSC 2024 মার্কশীট সহ রেজাল্ট দেখা সম্ভব অনলাইনে। এক্ষেত্রে আমরা দুটি ওয়েবসাইট থেকে ফলাফল পেতে পারি। সেক্ষত্রে আপনাকে কিছু পদক্ষেপ বা ধাপ অতিক্রম করতে হবে। আসুন জেনে নেয়া যাক ধাপ গুলো,

এস এস সি রেজাল্ট ২০২৪ ১ম ওয়েবসাইটঃ

  • প্রথমে, বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট- educationboardresults.gov.bd-এ যান
  • আপনার পরীক্ষার নাম নির্বাচন করুন।এসএসসি পরীক্ষার ফলাফল পরীক্ষা করতে, আপনাকে এসএসসি/দাখিল/সমমান নির্বাচন করতে হবে।
  • পরীক্ষার বাক্সের নীচে, 2024 সাল নির্বাচন করুন
  • আপনার বোর্ডের নাম চয়ন করুন।
  • রোল নাম্বার দিন।
  • রেজিস্ট্রেশন নাম্বার দিন।
  • ক্যাপচা সল্ভ করুন।
  • এস এস সি ২০২৪ রেজাল্ট পেতে সাবমিট বোতামে ক্লিক করুন।
এস এস সি রেজাল্ট ২০২২
এস এস সি রেজাল্ট ২০২৪

 

এসএসসি ফলাফল ২০২৪ ২য় ওয়েবসাইটঃ

  • প্রথমে, বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট- eboardresults.com-এ যান
  • এসএসসি পরীক্ষার ফলাফল পরীক্ষা করতে, আপনাকে এসএসসি/দাখিল/সমমান নির্বাচন করতে হবে।
  • পরীক্ষার বাক্সের নীচে, 2024 সাল নির্বাচন করুন
  • আপনার বোর্ডের নাম চয়ন করুন।
  • দ্রুত ফলাফল পেতে, ইনস্টিটিউট ফলাফল/জেলা ফলাফল/কেন্দ্রের ফলাফল হিসাবে ফলাফলের ধরনটি নির্বাচন করুন
  • এসএসসি ২০২৪ ফলাফল পেতে Get Result বোতামে ক্লিক করুন।

SSC Result Marksheet 2022

SMS এর মাধ্যমে এসএসসি ২০২৪ রেজাল্ট

SMS এর মাধ্যমে এসএসসির ফলাফল জানা খুবই সহজ। অফিসিয়াল ফলাফল ঘোষণার পরে, কেউ চাইলে এস এম এস এর মাধ্যমেই জেনে নিতে পারবে তার এস এস সি ২০২৪ রেজাল্ট। ফিরতি SMS জানিয়ে দেয়া হবে তার এসএসসি ফলাফল। সাধারন মেসেজ চার্জ প্রযোজ্য হবে এক্ষত্রে। বাংলাদেশের সকল টেলিকম অপারেটর যেমন টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল বা রবি মোবাইল সিম থেকে মেসেজ পাঠানো যাবে। এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

আপনার মোবাইল ফোনে New Message অপশনে প্রবেশ করুন এবং লিখুন

SSC <space> বোর্ডের নামের প্রথম 3 অক্ষর <space> Roll<space> 2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

যেমন, SSC DHA 1234 2024

বিঃদ্রঃ বোর্ডের শর্ট কোড(১ম ৩ অক্ষর) পেতে উপরে প্রদত্ত টেবিলটি দেখুন।

এসএসসি পরীক্ষা ২০২৪ এর গুরুত্বপূর্ন লিংক সমূহ

অফিসিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল লিংকঃ
SSC/Dakhil/Vocational Result 2024 – External Link Click Here to Result
Google Search Keyword SSC Result 2024 admissionwar
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড http://dshe.gov.bd
Education Board SSC Result 2024 – Server -01 http://www.educationboardresults.gov.bd
Education Board SSC Result 2024 – Server -02 https://eboardresults.com/app

আশাকরি, আপনারা খুবই সহজে এসএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম জানতে পেরেছেন। আপনাদের কাছে যদি আমাদের আর্টিকেলটি  ভালো লাগে তবে আপনার প্রিয় বন্ধু-বান্ধবের সাথে পোষ্টটি শেয়ার করুন। আজ আর নয় আরেকদিন আপনাদের কাছে হাজির হব অন্য আরেকটি নতুন পোষ্ট নিয়ে। ধন্যবাদ

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

১টি মতামত

  1. আমার একটা সাবজেক্ট ফেল আসছে এখন আমও আমি কি করতে পারব ওয়েবসাইট থেকে আপনাদের করতে চাই বোর্ড চ্যালেঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!