এসএসসি সিলেবাস ২০২২ পিডিএফ ডাউনলোড (নতুন সিলোবাস)

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ প্রকাশিত হয়েছে । এসএসসি শর্ট সিলেবাস ২০২২ পিডিএফ প্রকাশ করা হয়েছে ২৭ মে ২০২১ তারিখে। নতুন এ সিলেবাসে নবম-দশম শ্রেণির সব বিষয়ের শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রেখে প্রস্তুত করা হয়েছে। এসএসসি নতুন এই SSC সিলেবাস বিষয় ভিত্তিক ভাবে ডাউনলোড করতে পারবেন এই পোস্টের মাধ্যমে।
এসএসসি ২০২২ সালের পরীক্ষার বাংলা ও ইংরেজীর পরিবর্তিত নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে !
এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২
কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ ১৪ মাস সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নতুন নতুন তারিখ ঘোষণা করা হলেও করোনা সংক্রামণ বাড়তে থাকায় খোলা সম্ভব হয়ে ওঠেনি।
আবারও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৩ জুন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। করোনা সংক্রামণ যদি বর্তমান পরিস্থিতির মত নিম্নমুখী থাকে তবেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের এই সংক্ষিপ্ত সিলেবাসে পড়ানো হবে।
বাংলা ট্রিউবিউনের এক খবর অনুয়ায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর কাছে প্রস্তুকৃত এ নতুন সংক্ষিপ্ত সিলেবাস পাঠায়। এই এসএসসি নতুন শর্ট সিলেবাস ২০২২ এনসিটিবি এবং অন্যান্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চলুন আমরা এই এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ ডাউনলোড করে নেই।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ |
---|
|
পরিবর্তিত সিলোবাসের নোটিশ
ঢাকা শিক্ষা বোর্ডের নোটিশে বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে আর এইচএসসি পরীক্ষা হবে আগস্টে।
২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে।






আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রুটিন
এসএসসি নতুন সিলেবাস ২০২২
২০২১ সালের মত একইভাবে নবম-দশম শ্রেণির সব পাঠ্যবই অর্থাৎ ৩৬টি পাঠ্যবইয়ের জন্য নতুন শর্ট সিলেবাস প্রস্তুত করে প্রকাশ করা হয়েছে। এ সম্পর্কিত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। নিচে নোটিশটি দেওয়া হলো।
বিষয় ভিত্তিক এসএসসি সিলেবাস পিডিএফ
2022 সালের এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস লিঙ্ক আলাদাভাবে পিডিএফ আকারে নিচে সংযুক্ত করা হয়েছে
বাংলা প্রথম পত্র | পিডিএফ লিংক |
বাংলা দ্বিতীয় পত্র | পিডিএফ লিংক |
ইংরেজী ১ম পত্র | পিডিএফ লিংক |
ইংরেজী ২য় পত্র | পিডিএফ লিংক |
গণিত | পিডিএফ লিংক |
আইসিটি | পিডিএফ লিংক |
সাধারণ বিজ্ঞান | পিডিএফ লিংক |
কৃষি | পিডিএফ লিংক |
শারীরিক শিক্ষা | পিডিএফ লিংক |
বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় | পিডিএফ লিংক |
ক্যারিয়ার শিক্ষা | পিডিএফ লিংক |
আরও পড়ুন – নবম দশম শ্রেণীর সকল বই পিডিএফ
জীববিজ্ঞান | পিডিএফ লিংক |
রসায়ন | পিডিএফ লিংক |
উচ্চতর গণিত | পিডিএফ লিংক |
পদার্থবিজ্ঞান | পিডিএফ লিংক |
হিসাববিজ্ঞান | পিডিএফ লিংক |
ব্যবসায় উদ্যোগ | পিডিএফ লিংক |
ফাইন্যান্স ব্যাংকিং | পিডিএফ লিংক |
ইসলাম এবং নৈতিক শিক্ষা | পিডিএফ লিংক |
হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা | পিডিএফ লিংক |
খৃষ্টান ধর্ম এবং নৈতিক শিক্ষা | পিডিএফ লিংক |
বৌদ্ধ ধর্ম এবং নৈতিক শিক্ষা | পিডিএফ লিংক |
ভূগোল ও পরিবেশ | পিডিএফ লিংক |
গার্হস্থ্য বিজ্ঞান | পিডিএফ লিংক |
অর্থনীতি | পিডিএফ লিংক |
ইতিহাস | পিডিএফ লিংক |
চারু ও কারুকলা | পিডিএফ লিংক |
পৌরনীতি ও নাগরিকতা | পিডিএফ লিংক |
সকল বিষয়ের পিডিএফ একসাথে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার তারিখ ২০২২
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক নির্দেশনা মোতাবেক আগামী ১৩ জুন ২০২১ তারিখ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
আবার এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রী ড. দিপু মণি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ১৫০ দিন পর্যন্ত এই নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হবে। এই নতুন সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ এমন ভাবেই তৈরী করা হয়েছে যেন ১৫০ দিনের মধ্যেই শেষ করা যায়। ১৫০ দিন ক্লাস নেওয়ার পরে ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাহলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সময়ের হিসাব করলে দেখা যাবে এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাস। এই সময়ের মধ্যেই ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিতে হতে পারে।
নতুন সিলেবাস তৈরীর কারণ
দীর্ঘ ১৪ মাস যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ২০২২ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। যেভাবে ২০২১ সালের এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে নেওয়ার সিদ্ধান নেওয়া হয়। এ লক্ষ্যে ৯ম ও ১০ম শ্রেণির সিলেবাস সংক্ষিপ্ত করার জন্য এনসিটিবি’র টিম কাজ করে এবং একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরী করে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নিতে না পারায় শিক্ষা মন্ত্রানালয় কর্তৃক এ সিদ্ধান নেওয়া হয়েছে।
এসসসি পরীক্ষা সম্পর্কিত অন্যান্য তথ্য পেতে
সুপ্রিয় জায়েদ খান, ডাউনলোড লিংকটি সংশোধন করা হয়েছে । এডমিশনওয়্যারে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।
স্যার,আমি এস এস সি ২০২২ ব্যাচের একজন শিক্ষার্থী
উচ্চতর গণিত এবং রসায়ন শর্ট সিলেবাস পিডিএফ ফাইল আসছে না! এই দুটি ওপেন করলে আইসিটি সিলেবাস শো করছে!
আশা করি ত্রুটিগুলো সংশোধন করবেন, ধন্যবাদ
😐