এসএসসি সিলেবাস ২০২১ পিডিএফ ডাউনলোড
এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১। এসএসসি সিলেবাস ২০২১ পিডিএফ প্রকাশ করা হয়েছে । নবম-দশম শ্রেণির প্রতিটি বিষয় থেকে ২০-২৫% কমিয়ে এ সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি নতুন সংক্ষিপ্ত সিলেবাস কেমন হবে? এবং এসএসসি পরীক্ষার নতুন সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ কবে প্রকাশিত হবে? এসব প্রশ্নের উত্তর জানা যাবে এই পোস্টের মাধ্যমে এবং সাথে এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য জানা যাবে। ইংরেজীতে দেখুন
☁ এসএসসি ২০২২ সালের সিলেবাস প্রকাশিত হয়েছে। সিলেবাসটি দেখতে এখানে ক্লিক করুন।
এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
আগামী জুন মাস থেকে শুরু হচ্ছে এসএসসি (SSC) ও সমমানের পরীক্ষা। এসএসসি (SSC) ও সমমান পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ফেব্রুয়ারি মাস থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। ঘোষনা আসা মাত্রই আপনি আমাদের ওয়েবসাইট admissionwar.com থেকে আপনারা তা জানতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর তৈরি সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো শুরু করতে আগামী ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তো চলুন এই সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ |
---|
|
আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা কখন ও কিভাবে হবে
এসএসসি নতুন সিলেবাস ২০২১
নবম-দশম শ্রেণির সর্বমোট ৩৬টি পাঠ্যবইয়ের জন্য নতুন সিলেবাস প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে নবম শ্রেণিতে পড়ানো হয়েছে এ ধরণের বিষয়ের মধ্যে যেগুলোর সঙ্গে ১০ম শ্রেণির বিষয়ের মিল আছে, সেসব বিষয় বাদ দেয়া হয়েছে। নবম-দশম শ্রেণির সঙ্গে একাদশ শ্রেণির সঙ্গে মিল রয়েছে এমন কিছু বিষয়ও বাদ পড়েছে।
তবে একাদশ শ্রেণির সঙ্গে যে বিষয়গুলো যুক্ত রয়েছে, একসাথে নবম-দশম স্তরে যে বিষয়গুলো শেখা ও জানা অত্যন্ত প্রয়োজন, সেগুলোর আলোকেই সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বইয়ের ২০-২৫% বিষয়বস্তু সংক্ষিপ্ত সিলেবাসে কমানো হয়েছে।
তত্ত্বীয় (Theoretical) বিষয়গুলো থেকে বিভিন্ন টপিক বাদ দেয়া হলেও ব্যবহারিক (Practical) বিষয় থেকে তেমন কিছু বাদ দেয়া হয়নি। তবে তত্ত্বীয় (Theoretical) যে বিষয়গুলো বাদ দেয়া হয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবহারিক (Practical) ও বাদ পড়বে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রুটিন ২০২১
নোটিশ
বিষয় ভিত্তিক এসএসসি সিলেবাস পিডিএফ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২১ সালের এস এস সি পরীক্ষার বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে । নিচে সকল বিষয়ের সিলেবাস পিডিএফ সংযুক্ত করা হয়েছে ।
বি.দ্র – সিলেবাসটি সকল বিভগের জন্য প্রযোজ্য হবে ।
বাংলা প্রথম পত্র | পিডিএফ লিংক |
বাংলা দ্বিতীয় পত্র | পিডিএফ লিংক |
ইংরেজী ১ম পত্র | পিডিএফ লিংক |
ইংরেজী ২য় পত্র | পিডিএফ লিংক |
গণিত | পিডিএফ লিংক |
আইসিটি | পিডিএফ লিংক |
সাধারণ বিজ্ঞান | পিডিএফ লিংক |
কৃষি | পিডিএফ লিংক |
শারীরিক শিক্ষা | পিডিএফ লিংক |
বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় | পিডিএফ লিংক |
ক্যারিয়ার শিক্ষা | পিডিএফ লিংক |
আরও পড়ুন: নবম দশম শ্রেণীর সকল বই পিডিএফ
জীববিজ্ঞান | পিডিএফ লিংক |
রসায়ন | পিডিএফ লিংক |
উচ্চতর গণিত | পিডিএফ লিংক |
পদার্থবিজ্ঞান | পিডিএফ লিংক |
হিসাববিজ্ঞান | পিডিএফ লিংক |
ব্যবসায় উদ্যোগ | পিডিএফ লিংক |
ফাইন্যান্স ব্যাংকিং | পিডিএফ লিংক |
ইসলাম এবং নৈতিক শিক্ষা | পিডিএফ লিংক |
হিন্দু ধর্ম এবং নৈতিক শিক্ষা | পিডিএফ লিংক |
খৃষ্টান ধর্ম এবং নৈতিক শিক্ষা | পিডিএফ লিংক |
বৌদ্ধ ধর্ম এবং নৈতিক শিক্ষা | পিডিএফ লিংক |
ভূগোল ও পরিবেশ | পিডিএফ লিংক |
গার্হস্থ্য বিজ্ঞান | পিডিএফ লিংক |
অর্থনীতি | পিডিএফ লিংক |
ইতিহাস | পিডিএফ লিংক |
চারু ও কারুকলা | পিডিএফ লিংক |
পৌরনীতি ও নাগরিকতা | পিডিএফ লিংক |
আপনি যদি সকল বিষয়ের পিডিএফ একসাথে ডাউনলোড করতে চান তবে নিচের লিংকে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার নতুন সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ প্রকাশের তারিখ
সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সিলেবাস অনুমোদন দেয়া হলে সেটি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশ করা হবে। শিক্ষাবোর্ডগুলো থেকে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হওয়া মাত্রই এই পোস্ট আপডেট করা আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং সাথে সিলেবাস ডাউনলোড লিঙ্ক যুক্ত করে দেওয়া হবে।
নতুন সিলেবাস তৈরীর কারণ
দীর্ঘদিন যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সরকার সংক্ষিপ্ত সিলেবাসে চলতি বছরের এসএসসি (SSC) সমমান পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে নবম ও দশম শ্রেণির সিলেবাস সংক্ষিপ্ত করার জন্য প্রতিটি বিষয়ের জন্য ২ জন সিনিয়র শিক্ষক এবং NCTB এর একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ মিলে একটি দল গঠন করা হয়।
এসসসি পরীক্ষা সম্পর্কিত অন্যান্য তথ্য পেতে
এই ভাবে প্রতিটি বিষয়ের জন্য ৩ সদস্যের একটি করে দল গঠন করে নবম ও দশম শ্রেণির সিলেবাস সংক্ষিপ্তকরণের কাজ করা হয়েছে। NCTB এর আরেকটি বিশেষজ্ঞ দল ঐ দলগুলোকে বিভিন্ন পরামর্শ প্রদান, দিক-নির্দেশনা দেওয়ান ও মনিটরিং এর কাজ করেছে।
শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে ১২ কর্মদিবসের মধ্যে ৪টি কর্মশালা করে সংক্ষিপ্ত সিলেবাস প্রস্তুত করা হয়েছে। এটি ক্লাসে পড়িয়ে জুন থেকে এসএসসি (SSC) পরীক্ষা শুরু করা হতে পারে। এ জন্যই দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলারও প্রস্তুতি নেয়া হচ্ছে।’
সংক্ষিপ্ত এই সিলেবাসে প্রতিটি বই থেকে ২০-২৫% বিষয়বস্তু কমানো হয়েছে। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে অর্থাৎ একাদশ শ্রেণীতে গিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয় এটি মাথায় রেখে সিলেবাস কমানো হয়েছে।
এসএসসি (SSC) ও সমমান পরীক্ষার সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন admissionwar.com
All Science confirmed the syllabus in my email
পরীক্ষার সময় কী জুনেই নির্ধারিত করা হয়েছে নাকি এই সময় অারো পরিবর্তন হতে পারে? অাপনার ধারণা কী?