এসএসসি এসাইনমেন্ট ২০২১

৪র্থ সপ্তাহের এসএসসি এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান ২০২১

২০২১ সালের এস এস সি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট  প্রশ্ন ও নমুনা সমাধান। এসএসসি ৪র্থ সপ্তাহ এসাইনমেন্ট  সম্প্রতি মাওশির অফিসিয়াল ওয়েবসাইট www.dshe.gov.bd -এ প্রকাশিত হয়েছে । উল্লেখ্য যে, প্রথম ধাপে মোট তিন সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হয় । আজকে আমরা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব । See in English

৪র্থ সপ্তাহের এসএসসি এসাইনমেন্ট নমুনা সমাধান ২০২১

কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ২০২১ সালের এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসুচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে ।

কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় শিক্ষার্থীদের মূল্যায়ন এর লক্ষ্যে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারি সকল শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসাইনমেন্ট প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের ব্যাপারে উল্লেখিত নির্দেশনা ও মূল্যায়ন অনুসরণ করে বিষয়ভিত্তিক নির্ধারিত কাজসমূহ সম্পন্ন করার পর যথাসময়ে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।

294-Notice-merged-07

২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের  চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন ।

এসএসসি এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চতুর্থ সপ্তাহে বিভিন্ন বিভাগের জন্য মোট আটটি বিষয়ের উপর এসাইনমেন্ট দেওয়া হয়েছে । প্রদানকৃত বিষয়গুলোর এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান লিংক নিচে যুক্ত করা হল –

৪র্থ সপ্তাহের সকল বিষয়ের নমুনা সমাধান খুব শীঘ্রই যুক্ত করা হবে । প্রথম তিন সপ্তাহের উত্তর দেখুন এখান থেকে

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এসাইনমেন্ট

এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতার ৩য় এসাইনমেন্ট মূল বইয়ের দ্বিতীয় অধ্যায়- বিশ্বসভ্যতা (মিশর, সিন্ধু, গ্রিক ও রােম) থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : রােমান সভ্যতার তুলনামূলক উপস্থাপনপূর্বক বিশ্বসভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মুল্যায়ন । ( ছবি দেখুন)

পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট

এসএসসি পদার্থ বিজ্ঞান ৩য় এসাইনমেন্ট মূল বইয়ের  দ্বিতীয় অধ্যায়- গতি এবং চতুর্থ অধ্যায় -কাজ, ক্ষমতা ও শক্তি থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : শক্তির রূপপুর ৭৫ কেজি একটি পাথর ৪০ মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলাে।

ক. ৪০ মিটার উচ্চতায় বস্তুটির মােট শক্তি কত?
খ. ৪০মিটার উচ্চতায় বস্তুটির মােট শক্তি কী কী রূপে রয়েছে ব্যাখ্যা কর।
গ. বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি ১০ মিটার পরপর বন্ধুটির সময়গতিশক্তি ও সময়-বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা কর।
ঘ. লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান দেখাও এবং সেটা মােট উচ্চতার কত অংশ দেখাও। ( ছবি দেখুন)

ব্যবসায় উদ্যোগ এসাইনমেন্ট

এসএসসি ব্যবসায় উদ্যোগ ৩য় এসাইনমেন্ট মূল বইয়ের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় – ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা এবং আত্মকর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন :  ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। ( ছবি দেখুন)

অর্থনীতি এসাইনমেন্ট

এসএসসি অর্থনীতি ৩য় এসাইনমেন্ট মূল বইয়ের তৃতীয় অধ্যায়- উপযােগ, চাহিদা যােগান ও ভারসাম্য থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : ‘একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযােগ ক্রমেই কমতে থাকে’—উক্তিটি পাঠ্যপুস্তকে উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত সূচি ও রেখার সাহায্যে বিশ্লেষণ। -সকল ক্ষেত্রে বিধিটি কার্যকর কিনা তা সম্পর্কে মতামত প্রদান। ( ছবি দেখুন)

জীববিজ্ঞান এসাইনমেন্ট

এসএসসি জীববিজ্ঞান ৩য় এসাইনমেন্ট মূল বইয়ের চতুর্থ অধ্যায়- জীবনীশক্তি থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : সালােকসংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমণের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ। ( ছবি দেখুন)

ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্ট

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ৩য় এসাইনমেন্ট মূল বইয়ের তৃতীয় অধ্যায়: অর্থের সময় মূল্য থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : অর্থের বর্তমান মূল্য ও বিনিয়ােগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ । ( ছবি দেখুন)

পৌরনীতি ও নাগরিকতা এসাইনমেন্ট

এসএসসি পৌরনীতি ও নাগরিকতা ২য় এসাইনমেন্ট মূল বইয়ের প্রথম অধ্যায়: পৌরনীতি ও নাগরিকতা থেকে নেওয়া হয়েছে । ( ছবি দেখুন)

প্রশ্ন : রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, ক্লাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকাত্রের সম্পর্ক বিশ্লেষণ ।

উত্তর দেখুন

উচ্চতর গণিত এসাইনমেন্ট

এসএসসি উচ্চতর গণিত ২য় এসাইনমেন্ট মূল বইয়ের একাদশ অধ্যায়- স্থানাঙ্ক জ্যামিতি থেকে নেওয়া হয়েছে ।

প্রশ্ন : স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে সরলরেখা সংক্রান্ত সমস্যা সমাধান-

মিনার বয়স রাজুর বয়সের দ্বিগুণ অপেক্ষা 1 বছর কম। মিনার বয়স y বছর ও রাজুর বয়স x বছর এবং তাদের বয়সের সম্পর্ক একটি সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। x ও y কে চলক বিবেচনা করে সমীকরণটি থেকে যে সরলরেখা পাওয়া যায় উক্ত সরলরেখার উপর A(m,5) একটি বিন্দু। সরলরেখাটি x ও y অক্ষয়কে যথাক্রমে P ও Q. বিন্দুতে ছেদ করে। ( ছবি দেখুন)

শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

  • অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করতে নির্ধারিত শিক্ষাবর্ষের জন্য এনসিটিবি অনুমোদিত পাঠ্যপুস্তকগুলি ব্যবহার করতে হবে।
  • এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্ব সৃজনশীলতা যাচাই করা হবে। সুতরাং আপনি গাইড বা অন্য কারও লেখা দেখার পরে যদি অ্যাসাইনমেন্টটি জমা দেন তবে তা বাতিল হয়ে যাবে।
  • আপনার নিজের অ্যাসাইনমেন্টটি অবশ্যই আপনাকেই লিখতে হবে।
  • অ্যাসাইনমেন্টটি লেখার সময় সাদা কাগজ ব্যবহার করতে হবে।
  • অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায়, অ্যাসাইনমেন্টের নাম, আইডি, বিষয় এবং শিরোনাম পরিষ্কারভাবে লিখতে হবে।

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!