চাকরির নিয়োগ

ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.dgda.gov.bd -এ। চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী ১০টি পদের বিপরীতে মোট ৩৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২৫ মে ২০২১ তারিখ থেকে। চলুন ঔষধ প্রশাসন অধিদপ্তর জব সার্কুলার ২০২১ এর আলোকে আরো বিস্তারিত জেনে আসি।

ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং এর অধীন অন্যান্য কার্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমুহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এই লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারেন। ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2021 অনুযায়ী, Online -এ আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৫ মে ২০২১ তারিখ হতে। আবেদন গ্রহণ চলবে ১৫ জুন ২০২১ তারিখ পর্যন্ত। আবেদন প্রক্রিয়াসহ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
  • অনলাইনে আবেদন শুরুঃ ২৫ মে ২০২১ (সকাল ১০.০০ ঘটিকা)
  • আবেদন শেষঃ ১৫ জুন ২০২১ (বিকাল ৫.০০ ঘটিকা)
  • আবেদন ফিঃ ৫৬/- ও ১১২/- টাকা
  • শূন্যপদ সংখ্যাঃ ৩৯টি
  • আবেদন লিঙ্কঃ dgda.teletalk.com.bd
  • অফিসিয়াল ওয়েবসাইটঃ www.dgda.gov.bd

সম্প্রতি প্রকাশিত অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি দেখুন

ঔষধ প্রশাসন নিয়োগের পদসংক্রান্ত তথ্যাবলী

ঔষধ প্রশাসন অধিদপ্তর জব সার্কুলার ২০২১ অনুযায়ী পদ, শূন্যপদ সংখ্যা, বেতন এবং গ্রেড নিচে তুলে ধরা হলো।

ক্রমিক ন. পদ শূন্যপদ সংখ্যা গ্রেড বেতন
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ০৩ গ্রেড-১৪ ১০,২০০-২৪,৬৮০/-
টেকনিক্যাল এসিসটেন্ট ০৩ গ্রেড-১৪ ১০,২০০-২৪,৬৮০/-
ইনস্ট্রুমেন্ট মেকানিক ০১ গ্রেড-১৪ ১০,২০০-২৪,৬৮০/-
স্টোরকিপার ০৩ গ্রেড-১৪ ১০,২০০-২৪,৬৮০/-
হিসাব সহকারী ০৩ গ্রেড-১৪ ১০,২০০-২৪,৬৮০/-
ল্যাবরেটরী এসিসটেন্ট ০৮ গ্রেড-১৬ ৯,৩০০-২২,৪৯০/-
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ০৯ গ্রেড-১৬ ৯,৩০০-২২,৪৯০/-
ক্যাশ সরকার ০১ গ্রেড-১৮ ৮,৮০০-২১,৩১০
অফিস সহায়ক ০৭ গ্রেড-২০ ৮,২৫০-২০,০১০
১০ পরিচ্ছনতা কর্মী ০১ গ্রেড-২০ ৮,২৫০-২০,০১০

আবেদন যোগ্যতা

বয়সসীমাঃ ০১ এপ্রিল ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত হতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ড্রাগ অথরিটি জব সার্কুলার ২০২১ -এ উল্লিখিত ১০টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা পদ অনুযায়ী ভিন্ন। আবেদনকারী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তর চাকরি বিজ্ঞপ্তি ২০২১ টি দেখুন ।

ঔষধ প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তি 2021

আবেদন প্রক্রিয়া

পরীক্ষা অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীকে dgda.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন পত্র পূরন করতে হবে। আবেদন প্রক্রিয়া নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো।

১) প্রথমে dgda.teletalk.com.bd লিঙ্ক ভিজিট করতে হবে।

২) “Application Form” এ ক্লিক করতে হবে।

৩) প্রার্থীর যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী একটি পোস্ট সিলেক্ট করে “Next” এ ক্লিক করতে হবে।

৪) স্ক্রিনে প্রদর্শিত পেজে আবেদন ফরম দেখা যাবে। আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করতে হবে।

৫) আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি (৩০০ X ৩০০ পিক্সেল) এবং একটি স্বাক্ষরের স্ক্যান কপি (৩০০ X ৮০ পিক্সেল) ফরমের নির্ধারিত স্থানে Upload করতে হবে।

রঙ্গিন ছবির সাইজ সর্ব্বোচ ১০০ কেবি হতে পারবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০কেবি হতে পারবে।

আবেদন ফি জমাদান প্রক্রিয়া

Online -এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপ্লোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy পাবেন। উক্ত Applicant Copy তে একটি User ID থাকবে। উক্ত User ID ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে আবেদন ফি জমাদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি হিসেবে বিজ্ঞপিতে উল্লিখিত ০১ থেকে ০৭ নং ক্রমিকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১১২/- টাকা এবং ০৮ থেকে ১০ নং ক্রমিকের পদের জন্য ৫৬/- টাকা অনাধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

  • প্রথম SMS: DGDA<স্পেস>User ID লিখে এসএমএস send করতে হবে 16222 নম্বরে।

উদাহারণঃ DGDA 123456

  • দ্বিতীয় SMS: DGDA<স্পেস>YES<স্পেস>PIN লিখে এসএমএস send করতে হবে 16222 নম্বরে।

উদাহারণঃ DGDA YES 12345678

User ID/PIN পুনরুদ্ধার প্রক্রিয়া

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নাম্বার থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

  • User ID জানা থাকলেঃ DGDA<স্পেস>HELP<স্পেস>User<স্পেস>User ID লিখে এসএমএস send করতে হবে 16222 নম্বরে।
  • PIN জানা থাকলেঃ DGDA<স্পেস>HELP<স্পেস>PIN<স্পেস>PIN No. লিখে এসএমএস send করতে হবে 16222 নম্বরে।

প্রবেশপত্র ডাউনলোড

এডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যেসব প্রার্থী ভর্তি পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন SMS পাবেন না। ঔষধ প্রশাসন অধিদপ্তর চাকরি বিজ্ঞপ্তি ২০২১ অনুসারে, শুধুমাত্র যোগ্য প্রার্থীগণ প্রবেশপত্র সংক্রান্ত SMS পাবেন।

প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত SMS পাওয়ার পর প্রার্থী dgda.teletalk.com.bd লিঙ্ক থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!