কলেজ ভর্তি

কলেজ ভর্তি নিশ্চায়ন করার প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য ২০২৪-২০২৫

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি কলেজসমূহের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন । কলেজ ভর্তি নিশ্চয়ন ২০২৪ নির্দিষ্ট সময়ের মধ্যে xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে । এই অনুচ্ছেদে একাদশ শ্রেণির কলেজ নিশ্চায়নের সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে আলোচনা করা হল । ইংরেজীতে দেখুন 

কলেজ ভর্তি নিশ্চায়ন করার প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য ২০২৪

দেশের সকল বোর্ডের সরকারি ও বেসরকারি কলেজ সমূহের ১ম ধাপের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে । মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে , নিশচায়ন করতে ব্যর্থ হলে পূনরায় আবেদন করতে হবে ।

টাইমলাইন
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ : ২৩ জুন ২০২৪

১ম পর্যায়ে নির্বাচন নিশ্চায়ন : ২৯ জুন ২০২৪

২য় পর্যায়ের আবেদন গ্রহণ : ৩০ জুন ২০২৪ থেকে ০২ জুলাই ২০২৪

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ  : ০৪ জুলাই ২০২৪

২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : ০৪ জুলাই ২০২৪

২য় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন : ০৫ জুলাই ২০২৪ থেকে ০৮ জুলাই ২০২৪

৩য় পর্যায়ের আবেদন গ্রহন : ০৯ জুলাই ২০২৪ থেকে ১০ জুলাই ২০২৪

২য় মাইগ্রেশনের ফল প্রকাশ : ১২ জুলাই ২০২৪

৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : ১২ জুলাই ২০২৪

৩য় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন : ১৩ জুলাই ২০২৪ থেকে ১৪ জুলাই ২০২৪

ভর্তি : ১৫ জুলাই ২০২৪ থেকে ২৫ জুলাই ২০২৪

ক্লাশ শুরু :  ৩০ জুলাই ২০২৪


নিশ্চায়ন কি : ভর্তি নিশ্চায়ন হচ্ছে কোন কলেজে মেধাতালিকায় স্থান পাওয়ার পর নিশ্চিত করা যে আপনি ভর্তি হবেন ।

কখন নিশ্চায়ন করতে হয় : মেধা তালিকায় স্থান পাওয়ার পর যেকোন একটি কলেজে নিশ্চায়ন করতে হবে ।

আরও পড়ুন : কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন 

আপনি যদি প্রথম ধাপে কোন কলেজে ভর্তি হওয়ার জন্য মনোনীত হন এবং সেটি যদি কোন কারণে নিশ্চায়ন করতে না চান তবে দ্বিতীয় ধাপে পূণরায় আবেদন করে কলেজ নির্বাচন করতে পারবেন । তবে উল্লেখ্য যে, মনোনীত হওয়ার পর পরই নিশ্চায়ন না করে পরবর্তী ধাপে আবেদন করে ভর্তি হওয়ার ক্ষেত্রে আসন না পাওয়ার অনিশ্চয়তা থাকে ।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি ২০২৪

এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করে কলেজ ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ভর্তি নিশ্চায়ন করা যাবে বিকাশ, রকেট এবং ট্যাপ এর মাধ্যমে। নিম্নে সেগুলো দ্বারা ফি প্রদান করার পদ্ধতি দেওয়া হলোঃ

আরও পড়ুন : একাদশ শ্রেণী কলেজ ভর্তি মাইগ্রেশন করার নিয়ম ও বিস্তারিত তথ্য

ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি বিকাশের মাধ্যমে

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ৩৩৫টাকা নিশ্চায়ন ফি জমাদানের মাধ্যমে তাদের ভর্তি ফি নিশ্চয়ন করবেন ।বিকাশের মাধ্যমে ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি নিম্নে দেওয়া হল –


XI-Admission-Confirmation-1

প্রথম ধাপ: আপনার ফোনের বিকাশ অ্যাপে প্রবেশ করুন এবং এডুকেশন ফি বাটনে ক্লিক করুন ।

XI-Admission-Confirmation-2

দ্বিতীয় ধাপ: এবার আপনার বোর্ডের নাম, পাশের সন, এসএসসি রোল নম্বর এবং আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর দিন ।


XI-Admission-Confirmation-3

তৃতীয় ধাপ: এই পাতায় আপনার নাম দেখাবে এবং নিশ্চায়ন ফি ৩৩৫ টাকা দেখাবে । তথ্য সঠিক থাকলে “পরের ধাপে যেতে ট্যাপ করুন” বাটনে ক্লিক করে পরবর্তী পাতায় গিয়ে পিন নম্বর দিয়ে আপনার ভর্তি নিশ্চয়ন করতে পারবেন ।

আপনি বিকাশ ছাড়াও যেসকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আপনার ভর্তি নিশ্চায়ন ফি জমা দিতে পারেন –

  • রকেট
  • উপায়
  • ওকে ওয়ালেট
  • ট্যাপ
  • সোনালী ব্যাংক

ভর্তি নিশ্চায়ন ফি জমাদান যাচাইকরন

আপনি বিকাশ বা অন্যান্য উপায়ে কলেজ নিশ্চায়ন ফি জমাদানের পর xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে যাচাই করতে পারবেন । অনেক সময় শিক্ষার্থীরা দোকান বা তৃতীয় পক্ষের মাধ্যমে তাদের নিশ্চয়ন ফি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে তারা http://xiclassadmission.gov.bd/payment/payment.html এই লিংকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রবেশ করে তাদের নিশ্চয়ন ফি জমার সর্বশেষ আপডেট দেখতে পারবেন ।


Xi-college-confirmation

 

কলেজ ভর্তি বিষয় আরো বিস্তারিত জানতে আমাদের ফেজবুক পেজ ও গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

১টি মতামত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!