জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার নোটিশ ২০২৪-২০২৫ । জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশ করা হয়েছে। এই পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি যোগ্যতা ও মানবন্টন, আবেদনের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল । ইংরেজীতে দেখুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৮১৪ টি। তথ্য অনুসারে, ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫। আবেদন শুরু হবে ২ জানুয়ারি ২০২৫ থেকে ২১ জানুয়ারি ২০২৫ অবধি। আজকে আমরা জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন, যোগ্যতা, প্রশ্নের মানবন্টন, আসন সংখ্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী |
---|
আবেদনের শুরু: ২ জানুয়ারি ২০২৫ আবেদনের শেষ তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ ছবি ও স্বাক্ষর আপলোড: ভর্তি পরীক্ষা: ৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ প্রবেশপত্র ডাউনলোড : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ভর্তির ওয়েবসাইট লিংক: juniv-admission.org জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। নিচে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে…. |
আবেদন ফি
A, B, C এবং D ইউনিট | ৭০০ টাকা |
E ইউনিট | ৬০০ টাকা |
C1 ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ | ৫০০ টাকা |
আবেদনের ন্যূনতম যোগ্যতা
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ০৭ টি ইউনিটে অনুষ্ঠিত হবে । বিভিন্ন ইউনিটে আবেদন করতে হলে যেসব যোগ্যতা অবশ্যই থাকতে হবে তা নিম্নে উল্লেখ করা হলোঃ
১) ২০২১ সালে বা তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চমাধমিক/মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২) মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ঐচ্ছিক বিষয়সহ (৪র্থ বিষয়) মোট জিপিএ গণনা করা হবে।
৩) প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তির আবেদন করবেন যেভাবে ! (ছবি সহ নির্দেশিকা)
ইউনিট ভিত্তিক যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ০৭ টি ইউনিটে ভর্তি পরীক্ষা গ্রহন করা হবে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের অবশ্যই আবেদনের পূর্বে ন্যূনতম আবেদন যোগ্যতা জেনে নিতে হবে ।
- A ইউনিট ( গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি -আইআইটি)- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট ৮.৫০ আর পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
- B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০, মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।
- D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
- ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.২৫), মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০) থাকতে হবে।
A ও 0 লেভেল থেকে আবেদন করার শর্ত
জি.সি.ই. ২০১৯ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ০ লেভেল পরীক্ষায় অন্তত ৫ (পাঁচ)টি বিষয়ে এবং ২০২৩ অথবা ২০২৪ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২ (দুই) টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে । আবেদনকারীর ০ লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে গ্রেড/সমমান ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে C গ্রেড/সমমান থাকতে হবে।
A লেভেল শিক্ষার্থীদের জন্য :
- A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
- B ও F ইউনিটের ক্ষেত্রে: বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
- D ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম B গ্রেড/সমমান থাকতে হবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন
সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট তবে OMR পূরণের জনা আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় ৩৩% মার্ক না পেলে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে ।
- A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ): বাংলা ০৩, ইংরেজি ০৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২ এবং রসায়ন ২২ ও আইসিটি ০৮ নম্বর।
- B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫ এবং যৌক্তিক বিশ্লেষণ ৫ নম্বর।
- C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ,আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ): বাংলা ২০, ইংরেজি ২০ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।
- C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) : বাংলা ১০, ইংরেজি ১০, সাধারণ জ্ঞান ২০ এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর
- D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪ এবং জীববিজ্ঞান-৪৪ (উদ্ভিদবিজ্ঞান-২২, প্রাণিবিদ্যা-২২) নম্বর।
- E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, হিসাব বিজ্ঞান ২০ এবং ব্যবস্থাপনা ২০ নম্বর। বিজ্ঞান/মানবিক/সমমান শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, এনালিটিকালি এবিলিটি ২০, বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০ নম্বর।
- ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ): বাংলা ০৫, ইংরেজি ৩০, Mathematical aptitude and IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
- গ্রেডিং পদ্ধতিতে শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুন করে জিপিএ ফলাফল তৈরি করা হবে।
- লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে জিপিএ নম্বর যোগ করে মােট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যা সর্বাধিক ১০ (দশ) গুন শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হবে ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ২০২৫
ইউনিট | ছেলে | মেয়ে | মোট আসন |
এ ইউনিট | ২১৩ | ২১৩ | ৪২৬ |
বি ইউনিট | ১৬৩ | ১৬৩ | ৩২৬ |
সি ইউনিট | ২১৯ | ২১৯ | ৪৩৮ |
ডি ইউনিট | ১৫৫ | ১৫৫ | ৩১০ |
ই ইউনিট | ১০০ | ১০০ | ২০০ |
মোট= | ৯০৭ | ৯০৭ | ১৮১৪ |
জাবি ভর্তি নোটিশ ২০২৫
২০২৪-২০২৫ সালের জাবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । প্রার্থীদের জন্য ২০২৫ সালের নোটিশটি নিচে ছবি আকারে যুক্ত করা হল ।
আরও পড়ুন: সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি
আবেদন পদ্ধতি
ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে জাবি ভর্তি ফরম পূরণ করতে পারবেন । ভর্তি আবেদনের ওয়েবসাইটের ঠিকানা হল – www.juniv-admission.org । প্রয়োজনীয় তথ্য প্রদান করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে ।
জাবি প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্রের জন্য সদ্য তােলা এককপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলােবাইটের বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলােবাইটের বেশি নয়) স্ক্যান করে ২টি আলাদা jpg ফাইল তৈরী করে রাখতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলােড করতে হবে।
i) juniv-admission.org ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড মেনুতে ক্লিক করে সাব-মেনু থেকে সঠিক | অপশনটি বাছাই করতে হবে।
i) প্রদর্শিত স্ক্রীনে আবেদনকারীর Bill Number এবং DBBL Transaction ID (Txnid) ইনপুট করে Log In
করতে হবে।
iii) এবার আবেদনকারীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলােড করতে হবে। অতঃপর বাটনে ক্লিক করে প্রাপ্ত Admit Card টি সংরক্ষণ করতে হবে।
একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য Admit Card সংগ্রহ করতে হবে
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।