৮ম শ্রেণীর বিজ্ঞান জীবজগতের বংশলতিকা সমাধান ২০২৪
আমাদের চারপাশে এই যে অজস্র জীব বাস করে, এসব জীব নিয়েই আমাদের জীবজগৎ, পৃথিবীব্যাপী বিশাল এক পরিবার। এই জীবেরা নিজেরা কীভাবে সম্পর্কযুক্ত, এদের মধ্যে মিল- অমিল কেমন—এই বৃহৎ পরিবারে মানুষের অবস্থানই-বা কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই শিখন অভিজ্ঞতা; চলো, তৈরি করা যাক জীবজগতের বংশলতিকা!
তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়, আমাদের পোষ্টটি মনযোগ দিয়ে পড় ও নিচের লিংক থেকে ৮ম শ্রেণীর বিজ্ঞান জীবজগতের বংশলতিকা (নতুন বই অনুসারে) নতুন কারিকুলামে পিডিএফ ডাউনলোড কর।
৮ম শ্রেণীর বিজ্ঞান জীবজগতের বংশলতিকা সমাধান ২০২৪
উপরের ছকটা একটু ভালো করে লক্ষ করে দেখো। চেনা জীবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে মনে চিন্তা করে দেখো, একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায়? এই বৈশিষ্ট্যের মধ্যে অনেককিছু বিবেচনায় নিতে পারো; যেমন— নিজের খাবার তৈরি করতে পারে কি না (উদাহরণ: বেশির ভাগ পরিচিত গাছ), খাবার গ্রহণের ও পরিপাকের ধরন, আকার-আকৃতি, হাঁটতে-সাঁতরাতে- উড়তে পারে কি না, গায়ে লোম আছে কি না, ইত্যাদি।
এ অধ্যায়ের সম্পুর্ণ সমাধান পেতে নিচের বাটনে ক্লিক করুন
জীবজগতের বংশলতিকা সমাধান
জীবের বৈশিষ্ট্য না হয় শনাক্ত করা গেল। কিন্তু জীবের এই বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয় কীভাবে? তোমরা ইতোমধ্যে জানো, জীবের গঠনের একক হচ্ছে কোষ। কিন্তু কোষের কোন অংশে জীবের বৈশিষ্ট্যসমূহ ধারণ করে? আর এই বৈশিষ্ট্য কীভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে চলো জীবকোষের গঠন আরেকবার ঝালাই করে নেয়া যাক।