স্কলারশীপ

ডিগ্রি উপবৃত্তি প্রাপ্ত তালিকা ২০২৪ রেজাল্ট -Degree Upobritti Result 2024

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৪। ডিগ্রি  উপবৃত্তি নোটিশ প্রকাশ ২০২৪- ডিগ্রী উপবৃত্তি ২০২৪ গত ২ মে ২০২৪ সালে প্রকাশ করা হয়। যারা উপবৃত্তি আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের এ পোষ্টের মাধ্যমে জানতে পারবেন ডিগ্রি ও ফাজিল উপবৃত্তি ২০২৪ আবেদন পদ্ধতি সহ প্রয়োজনীয় সকল তথ্য। ডিগ্রী  শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে তাই আর দেরি না করে বিস্তারিত সকল তথ্য জানুন নিচে দেয়া তথ্য থেকে।

গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৮ মে ২০২৪ (সকাল ৯ টা থেকে)

আবেদন শেষ: ২৩ মে ২০২৪ (রাত ১১. ৫৯ পর্যন্ত)

আবেদন লিংক: estipend.pmeat.gov.bd

হেল্পলাইন সংক্রান্ত মোবাইল নম্বর : ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮১৬৪১৫৬

ডিগ্রি ও ফাজিল উপবৃত্তি ফলাফল ২০২৪

প্রতিবছরের ন্যায় এবারেও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন ডিগ্রী ও ফাজিল শ্রেণীর সকল বর্ষের শিক্ষার্থীর উপবৃত্তি প্রধান করা হবে। এ উপবৃত্তি প্রধান করার উদ্দেশ্য হল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থাভাবে ঝড়ে না পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যাগে ২০১২ সালে একটি ট্রাস্ট গঠন করা হয় আর এটিই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নামে পরিচিত। এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, আর্থিক সহায়তা, অনুদান ও উচ্চ শিক্ষায় বৃত্তিমূলক সাহায্য প্রদান করা হয়। যাইহোক উপবৃত্তি প্রধান করা হবে মোট ৪৯০০ টাকা ৷

যারা আবেদন করতে পারবেন:

  •  ৩ বছর মেয়াদী ফাজিল (স্নাতক) ১ম বর্ষে  ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস)/ডিগ্রী ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতক (পাস)/ডিগ্রী ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা (২০২১-২০২২ শিক্ষাবর্ষ)

অনলাইনে আবেদন করতে যা যা লাগবে

  • শিক্ষার্থীর  এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার ।
  • ডিগ্রী/ফাজিল স্নাতক (পাস) এর রেজিঃ ও এডমিট কার্ড
  • শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর।
  • অভিভাবকের NID কার্ডের ফটোকপি ।
  • পাসপোর্ট সাইজের এক কপি ছবি ।
  • নগদ নম্বর (যার NID কার্ড দিয়ে নগদ খোলা আছে তার NID কার্ডের ফটোকপি)

উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলি

  • উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রী (পাস)/ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
  • নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে।
  • উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০ টাকার কম হতে হবে ও অভিভাবকের  মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫  শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫  শতাংশের কম  থাকতে হবে।

ডিগ্রি  উপবৃত্তি নোটিশ ২০২৪

ডিগ্রি উপবৃত্তি

ডিগ্রি উপবৃত্তি আবেদন করার নিয়ম

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের www.pmeat. gov.bd ওয়েবসাইট ও PMEAT ‘র ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা  আগামী ৮ মে ২০২৪ থেকে শুরু হয়ে ২৩ মে ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিচে আবেদনের নিয়ম দেয়া হল-

  • প্রথমে ওয়েবসাইট লিংকে ক্লিক করুন – estipend.pmeat.gov.bd
  • ওয়েবসাইটে প্রবেশ করে “নিবন্ধন” বাটনে ক্লিক করুন।
  • স্নাতকের ধরণ সিলেক্ট করুন-
  • এবার শিক্ষাবর্ষ  সিলেক্ট করুন।
  • প্রতিষ্ঠানের অধিভুক্তি (ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়/জাতীয় বিশ্ববিদ্যালয়/ঢাকা বিশ্ববিদ্যালয়)   সিলেক্ট করুন।
  • এইচএসসি রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার দিন।
  • স্নাতকের রেজিস্ট্রেশন নম্বর দিন।
  • মোবাইল নাম্বার দিন।
  • সবশেষ নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।


Untitled


নিবন্ধন’ বাটনে ক্লিক করার পরে নিচের ছবির মত একটি ইন্টারফেস আসবে সেখানে আপনাকে ৬ ডিজিটের একটি নিরাপদ পাসওয়ার্ড সেট করতে হবে।  পাসওয়ার্ড দেয়ার পর ’পাসওয়ার্ড সেট করুন’ বাটনে ক্লিক করুন।
image

পাসওয়ার্ড সেট হওয়ার পর, “সাইন ইন/প্রবেশ করুন” ট্যাবে ক্লিক করে রেজিষ্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। লগ-ইন করার পর, আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখানে “আবেদন করুন” বাটনে ক্লিক করে উপবৃত্তির জন্য আবেদন করুন। প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন ফর্ম পূরণ করুন। এখন “সংরক্ষণ করুন চালিয়ে যান” বাটনে ক্লিক করুন। ট্যাব নির্দেশ অনুসরণ করে আবেদন সাবমিট করুন যেহেতু একবার আবেদন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না তাই  এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। আবেদন সাবমিট করার পর  ড্যাশবোর্ডে পুনঃনির্দেশিত হবেন।আপনার আবেদনের উপস্থিতি নিশ্চিত করতে “হ্যাঁ” বাছাই করুন।

যেহেতু আমরা ভেঙ্গে ভেঙ্গে সব বুঝিয়ে দিয়েছি তাই আশা করি  আপনি ঘরে বসে ডিগ্রি উপবৃত্তির আবেদন করে নিতে পারবেন। তারপরও যদি ডিগ্রি উপবৃত্তি সম্পর্কে আপনার কোন কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে রাখুন ইনশাল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!