দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ পিডিএফ ডাউনলোড
মাদরাসা বোর্ড এসএসসি বা দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ পিডিএফ । দাখিল রুটিন ২০২৪ মাদ্রাসা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ebmeb.gov.bd এ প্রকাশ করা হয়েছে । সময়সূচী অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ থেকে দাখিল পরীক্ষা শুরু হবে । দাখিল পরীক্ষার বিস্তারিত রুটিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন ।
দাখিল পরীক্ষার রুটিন ২০২৪ পিডিএফ
২০২৪ সালের মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা, আগামী ১৫ ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে এবং লিখিত পরীক্ষা চলবে ১৪ মার্চ পর্যন্ত । ব্যবহারিক পরীক্ষা চলবে, ১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত । মাদ্রাসা বোর্ড কতৃক প্রকাশিত দাখিল রুটিনে পরীক্ষার সময়সূচী ছাড়াও পরীক্ষার বিশেষ নির্দেশনাবলী উল্লেখ করা হয়েছে । দাখিল রুটিনটি ডাউনলোড করার পূর্বে পরীক্ষার কিছু সাধারণ বিষয় জেনে নেওয়া যাক ।
একনজরে |
---|
বোর্ডের নামঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
রুটিন প্রকাশঃ ২৪ ডিসেম্বর ২০২৪ পরীক্ষা শুরু: ১৫ ফেব্রুয়ারী ২০২৪ পরীক্ষা শেষ: ২১ মার্চ ২০২৪ পরীক্ষার সময়: ০৩ ঘন্টা (সকাল ১০ টা থেকে দুপুর ১ টা) বোর্ড ওয়েবসাইট: ebmeb.gov.bd |
দাখিল পরীক্ষার সময়সূচি ২০২৪
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড- এর ২০২৪ সালের মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বহন করে।
বিষয়ের নাম | বিষয় কোড | তারিখ |
কুরআন মাজিদ ও তাজভিদ | ১০১ | ১৫ ফেব্রুয়ারী ২০২৪ |
আরবি প্রথম পত্র | ১০৩ | ১৮ ফেব্রুয়ারী ২০২৪ |
আরবি দ্বিতীয় পত্র | ১০৪ | ২০ ফেব্রুয়ারী ২০২৪ |
গণিত | ১০৮ | ২২ ফেব্রুয়ারী ২০২৪ |
বাংলা প্রথম পত্র | ১৩৪ | ২৫ ফেব্রুয়ারী ২০২৪ |
বাংলা দ্বিতীয় পত্র | ১৩৫ | ২৭ ফেব্রুয়ারী ২০২৪ |
হাদিস শরিফ | ১০২ | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ |
আকাইদ ও ফিকহ | ১৩৩ | ২৯ ফেব্রুয়ারী ২০২৪ |
ইংরেজি প্রথম পত্র | ১৩৬ | ০৩ মার্চ ২০২৪ |
ইংরেজি দ্বিতীয় পত্র | ১৩৭ | ০৫ মার্চ ২০২৪ |
পৌরনীতি ও নাগরিকতা | ১১১ | ০৬ মার্চ ২০২৪ |
কৃষিশিক্ষা (তত্ত্বীয়) | ১১৩ | ০৬ মার্চ ২০২৪ |
গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়) | ১১৪ | ০৬ মার্চ ২০২৪ |
মানতিক | ১১২ | ০৬ মার্চ ২০২৪ |
উর্দু | ১১৬ | ০৬ মার্চ ২০২৪ |
ফার্সি | ১২৩ | ০৬ মার্চ ২০২৪ |
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৪৩ | ০৬ মার্চ ২০২৪ |
ইসলামের ইতিহাস | ১০৯ | ০৭ মার্চ ২০২৪ |
পদার্থবিজ্ঞান (তত্বীয়) | ১৩০ | ০৭ মার্চ ২০২৪ |
রসায়ন (তত্ত্বীয়) | ১৩১ | ১০ মার্চ ২০২৪ |
তাজভিন নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) | ১১৯ | ১০ মার্চ ২০২৪ |
তাজভিদ (হিফজুল কুরআন) | ১২১ | ১০ মার্চ ২০২৪ |
জীববিজ্ঞান (তত্ত্বীয়) | ১৩২ | ১২ মার্চ ২০২৪ |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১৪০ | ১৩ মার্চ ২০২৪ |
উচ্চতর গণিত (তত্ত্বীয়) | ১১৫ | ১৪ মার্চ ২০২৪ |
ব্যবহারিক পরীক্ষা ১৬ থেকে ২১ মার্চ ২০২৪ |
দাখিল রুটিন ২০২৪
উপরের ছকে আমরা দাখিল পরীক্ষার রুটিন, সময় ও তারিখ তুলে ধরেছি। আপনি যদি দাখিল পরীক্ষা রুটিন ২০২৪ এর PDF ফাইল ডাউনলোড করতে চান তাহলে নিচের দাখিল রুটিন ২০২৪ পিডিএফ বাটনে ক্লিক করুন।
এসএসসি পরীক্ষার রুটিন
২০২৪ সালের এসএসসি রুটিন অনুযায়ী , প্রতিটি বিভাগে মোট তিনটি বিষয় এবং আবশ্যিক তিনটি বিষয়ের উপর ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখ থেকে মার্চ মাসের ২০ তারিখ পর্যন্ত পরীক্ষা গ্রহন করা হবে ।
দাখিল ব্যবহারিক পরীক্ষার সময়সূচী
সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ ২০২৪ তারিখ হতে ২১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজ রােল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বাের্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে।
- প্রতিদিন সকাল ১০ টা হতে পরীক্ষা শুরু করতে হবে।
- নিজ নিজ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে।
- কোন ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।
দাখিল ২০২৪ পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
- পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
- প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না ।
- পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।
- শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয় দুটি এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্তনম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
- সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্তনম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন।
- পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে রোলনম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
- প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
- পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।
- কেন্দ্রসচিব যোগাযোগের স্বার্থে সাধারণ (নন-এনড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করবেন।
- সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী, ব্যবহারিক ও মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।
- ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে।
- মুজাব্বিদ বিভাগের কিরআতে তারতিল ও হাদর (বিষয় কোড-১২০) এবং হিফজুল কুরআন বিভাগের হিফজুল কুরআন দাওর (বিষয় কোড- ১২২) এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ০৭ (সাত) দিনের মধ্যে উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।
এসএসসি রুটিন ও মাদ্রসা বোর্ড দাখিল পরীক্ষার সময়সূচী সংক্রান্ত যেকোন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক গ্রুপ ও পেইজে ।
সংক্ষিপ্ত সিলেবাস আমি কিভাবে পেতে পারি