চাকরির নিয়োগ

নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি

নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০:নদী গবেষণা ইনস্টিটিউট সার্কুলার 2020 জব সম্পর্কিত ওয়েবসাইট www.rri.gov.bd এ প্রকাশ করা হয়। নদী গবেষণা ইনস্টিটিউট  (RRI)   নিম্ন বর্ণিত কর্মকর্তা/ কর্মচারীর শূন্য পদে অস্থায়ী নিয়োগের উদ্দেশে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিচে আমরা নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব।

   নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

সম্প্রতি নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২০ প্রকাশ করেছে । বিজ্ঞপ্তিতে ১৫ টি  পদে ২৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনার আগ্রহ এবং যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ নদী গবেষণা ইনস্টিটিউট চাকরি বিজ্ঞপ্তিটি নীচে দেওয়া হয়েছে।

    ১৫ টি নদী গবেষণা ইনস্টিটিউট  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
প্রতিষ্ঠান / সংস্থার নাম   নদী গবেষণা ইনস্টিটিউট
আবেদন শুরুর  তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২০
আবেদনের শেষ তারিখ ০১ অক্টোবর  ২০২০ পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন গ্রেড ০৯-২০ তম গ্রেড
পদ সংখ্যা  ১৫ টি
কাজের ধরণ ফুলটাইম  চাকরী
আবেদনের ফি ১০০০/- ৫০০/- ৪০০/- ৩০০/-  টাকা  পরিশোধ করতে হবে।
চাকরির বিজ্ঞপ্তির সূত্র অনলাইন চাকরীর পোর্টাল / খবরের কাগজ।
ওয়েবসাইট http://www.rri.gov.bd 

নদী গবেষণা ইনস্টিটিউট সার্কুলার ২০২০ 

আবেদন লিংক

  আবেদনের নিয়মাবলী শর্তাবলীঃ 

১। ০১/১০/২০২০ তারিখে প্রাথীর বয়স ১৮-  ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা  / শারিরীক প্রতিবন্ধি উক্ত কোটার ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩২। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহন যোগ্য হবে না।

২। সরকার কতৃক নির্ধারিত কোটা অণুসরন করা হবে।

০২। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে।  প্রার্থীর কোন প্রকার তথ্য মিথ্যা বা ভুল প্রমানিত হলে বা পরীক্ষায় অসুদপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনানুগ বেবস্থ্যা নেয়া হবে।

০৩।  কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

০৪। পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত কোন অবস্থাতেই আবেদন গ্রহণযোগ্য  হবে না।

০৫। লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।

০৬। ক্রমিক নং ০১ ও ০২ নং পদের জন্য ১০০০/- (এক হাজার) ০৩ ও ০৪ নং পদের জন্য ৫০০/- (পাঁচশত) এবং ০৫-১১ নং পদের জন্য ৪০০/- (চারশত) এবং ১২-১৫ নং পদের জন্য ৩০০/- টাকার ডিমাণ্ড ড্রাফট/ পে অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

০৭। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত  আবেদনসমুহ কোন অবস্থায় গ্রহন করা হবে না ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!