চাকরির নিয়োগ

নৌ-পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | www.jobsbiwta.gov.bd

নৌ-পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট www.jobsbiwta.gov.bd -এ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ উল্লেখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট হতে Online-এ আবেদন পত্র আহবান করা যাচ্ছে। এই পোস্টের মাধ্যমে আজ আমরা জানবো, নৌ-পরিবহন মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি ২০২১ -তে উল্লেখিত পদসমূহ কি কি? এছাড়াও আমরা জানবো বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুয়ায়ী আবেদন শুরু এবং শেষের সময়কাল এবং এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য।

নৌ-পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে ৭ই জানুয়ারী ২০২১ তারিখে। বরাবরের মতই নৌ-পরিবহন মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি ২০২১ অফিশিয়াল ওয়েবসাইট www.jobsbiwta.gov.bd-এ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুসারে মোট ১০টি ক্যাটাগরিতে ৬৪ পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। যেখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

তবে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে নৌ-পরিবহন মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী কিছু যোগ্যতা থাকতে হবে এবং কিছু নিয়ম-কানুন মানতে হবে। এই পোস্টের মাধ্যমে আজ আমরা জানবো এসব বিষয়েও।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
  • আবেদন শুরুঃ চলছে!
  • আবেদন শেষঃ ৩১ জানুয়ারী, ২০২১
  • আবেদন ফিঃ ৩২০/- টাকা ও ২১৫/- টাকা
  • পদ সংখ্যাঃ ৬৪টি
  • অফিশিয়াল ওয়েবসাইটঃ www.jobsbiwta.gov.bd

চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে

নৌ-পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ উল্লেখিত ১০ ক্যাটাগরির পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) ও গ্রেড।

ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল গ্রেড
০১ সহকারী কার্টোগ্রাফার ০১ ২২,০০০/- থেকে ৫৩,০৬০ গ্রেড : ০৯
০২ সহকারী ত্বড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন) ০২ ২২,০০০/- থেকে ৫৩,০৬০ গ্রেড : ০৯
০৩ মাস্টার পাইলট ০৪ ১২,৫০০/- থেকে ৩০,২৩০ গ্রেড : ১১
০৪ নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ ০৬ ৯,৩০০/- থেকে ২২,৪৯০ গ্রেড : ১৬
০৫ ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান
কাম-পাম্প
ড্রাইভার/পাম্প
ড্রাইভার-কাম-ইলেক্ট্রিশিয়ান
০২ ৯,৩০০/- থেকে ২২,৪৯০ গ্রেড : ১৬
০৬ গ্রীজার ১১ ৯,৩০০/- থেকে ২১,৮০০ গ্রেড : ১৭
০৭ তোপাষ ১১ ৮,৫০০/- থেকে ২০,৫৭০ গ্রেড : ১৯
০৮ অফিস সহায়ক ০৬ ৮,২৫০/- থেকে ২০,০১০ গ্রেড : ২০
০৯ টার্মিনাল গার্ড/ নিরাপত্তা প্রহরী ১৩ ৮,২৫০/- থেকে ২০,০১০ গ্রেড : ২০
১০ ঝাড়ুদার/পরিচ্ছন্ন কর্মী ০৮ ৮,২৫০/- থেকে ২০,০১০ গ্রেড : ২০

সর্বমোট=

৬৪টি

বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

আবেদনের সময়সীমাঃ আগ্রহী প্রার্থীগণ Online-এ জন্য আবেদন করতে চাইলে ৩১ জানুয়ারী ২০২১ এর মধ্যে করতে হবে। www.jobsbiwta.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে Online-এ আবেদন দাখিল করতে হবে।

বয়সঃ পদ ও প্রার্থী বুঝে বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ভিন্ন হতে পারে। বয়স সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো।

যোগ্যতাঃ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১  অনুযায়ী প্রতিটি ভিন্ন পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা ভিন্ন। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়স সীমার শর্তাবলি রয়েছে যা নিচের বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত সহকারে জানা যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নিচে দেওয়া হলোঃ-

নৌ-পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নৌ-পরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বিজ্ঞপ্তিটি অফশিয়াল ওয়েবসাইট থেকে দেখতে

নৌ-পরিবহন মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি ২০২১ আবেদন প্রক্রিয়া

আবেদনের নিয়মঃ

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ -এ উল্লেখিত পদসমূহের কোন একটিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীকে Online-এ আবেদন ফর্ম পূরণ করতে হবে।

  • এজন্য প্রথমে এই http://jobsbiwta.gov.bd/ লিঙ্কে প্রবেশ করতে হবে।
  • ঐ লিঙ্কে প্রবেশের পর বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের লিস্ট পাওয়া যাবে।
  • নির্দিষ্ট পদে ক্লিক করলে পরে যে পেজটি আসবে সেখানে “Apply” করার অপশন থাকবে।
  • “Apply” বাটনে ক্লিক করলে আবেদন ফর্ম টি সামনে আসবে।
  • আবেদন ফর্মটি প্রথমে ভাল মত পড়ে নিন। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর ফর্মটি Submit করুন। ফর্মটি ঠিকঠাক ভাবে Submit করতে পারলে আপনাকে একটা Applied ID দেওয়া হবে। পরবর্তীতে এই Applied ID প্রয়োজন হবে তাই এটি সংরক্ষণ করে রাখুন।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত Online-এ আবেদন করা যাবে।

দ্রষ্টাব্যঃ নৌ-পরিবহন মন্ত্রণালয় চাকরির খবর ২০২১ -এর Online আবেদন ফর্ম পূরণের সময় যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে থাকেন তাহলে আপনার আবেদন গ্রহনযোগ্য হবে না এবং আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আবেদন ফি জমা করার নিয়মঃ

নৌ-পরিবহন মন্ত্রণালয় চাকরির খবর ২০২১ -এর Online আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে যে Applied ID পাওয়া যায় সেটি ব্যবহার করে আবেদন ফি জমা করতে হবে। Applied ID টি রকেটের Biller Number হিসেবে ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএ’র বিলার আইডি নং-৪২২ এ আবেদন ফি বাবদ ক্রমিক নং-০১ ও ০২ এ বর্ণিত পদের জন্য ৩২০/- টাকা এবং ক্রমিক নং-০৩-১০ এ বর্ণিত পদের জন্য ২১৫/- আবেদন ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদন পত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আপনি কি নৌ-পরিবহন মন্ত্রণালয় চাকরির খবর ২০২১ -এর মত আরও সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন?

তাহলে চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!