বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

পটুয়াখালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

২০২০-২০২১ শিক্ষাবর্ষের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি নোটিশ । পবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.pstu.ac.bd এ প্রকাশ করা হয় । এই পোষ্টে ভর্তির ন্যূনতম যোগ্যতা, আবদনের প্রক্রিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী আলোচনা করা হল ।

পটুয়াখালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ (ইউনিট-A, ইউনিট-B ও ইউনিট-C) এর ফলাফলের উপর ভিত্তি করে আগ্রহী প্রার্থীরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ।

একনজরে

আবেদন শুরু : ২০ ডিসেম্বর ২০২১

আবেদন শেষ : ০৫ জানুয়ারী ২০২২

আবেদন ফি : ৬৫০ টাকা

ফলাফল প্রকাশ :  ১০ জানুয়ারী ২০২২

আবদন লিংক : admission.pstu.ac.bd

আবেদন যোগ্যতা

যে সকল শিক্ষার্থীরা জিএসটি ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছে তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ভর্তির জন্য প্রাথমিক আবেদন তরতে পারবেন তবে অবশ্যই বিভাগ ভিত্তিক যোগ্যতা থাকতে হবে ।

কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি | বা সমমানের পরীক্ষায় গণিত বিষয়ে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A, B ও C ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি | বা সমমানের পরীক্ষায় ইংরেজী বিষয়ে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।

নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত ও জীববিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।

এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত ও জীববিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।

ল এ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন: GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A, B ও C ইউনিটের ফলাফল প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ইংরেজী বিষয়ে ন্যূনতম জিপি ২.০০ থাকতে হবে।
[adinserter name=”Big Banner”]
GST ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর ফলাফল প্রাপ্ত GCE/O লেভেল এবং A লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় ৩টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে পাশ করে থাকলে আবেদন করতে পারবে।

কোটা সংক্রান্ত তথ্যাবলী

সরকারি কোটা নীতি অনুযায়ী উপজাতি, মুক্তিযােদ্ধার সন্তান/নাতি-নাতনী, প্রতিবন্ধী, প্রবাসে কর্মরতদের সন্তান, হরিজন-দলিত, বিকেএসপি এবং বিধি অনুসারে
পবিপ্রবিতে কর্মরতদের পােষ্যদের জন্য সংরক্ষিত আসনে ভর্তি করা হবে।

মেধাতালিকা

মােট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। GST ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি বা সমমানের জন্য ২৫ এবং এইচএসসি বা সমমানের জন্য ২৫ নম্বর যােগ করে ফলাফল প্রস্তুতকরতঃ মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। একাধিক শিক্ষার্থীর ইউনিট ভিত্তিক মেধাস্কোর একই হলে GST ভর্তি পরীক্ষায় মােট প্রাপ্ত নম্বর, ইংরেজী বিষয়ে প্রাপ্ত নম্বর, এবং বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরকে ক্রমানুসারে মেধাক্রমের ভিত্তি ধরা হবে।
[adinserter name=”responsive”]

পবিপ্রবি ভর্তি নোটিশ ২০২১

PSTU-1

আবেদন প্রক্রিয়া

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতকে (Level-1, Semester-I) ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (admission.pstu.ac.bd) অথবা (103.133.254.3) এর মাধ্যমে অনলাইনে ভর্তি আবদন দাখিল করতে হবে ।  আবেদন ও ভর্তি সংক্রান্ত যাবতীয় হালনাগাদ তথ্য উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। GST গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী শুধুমাত্র নিজস্ব ইউনিটে ০১ (এক) টি আবেদনের মাধ্যমেই শর্তানুযায়ী সকল ইউনিটে ভর্তির জন্য বিবেচিত হবে।

আবেদন ফরম পূরণের জন্য যেসকল তথ্য লাগবে –

১. জিএসটি ভর্তি পরীক্ষার রোল নম্বর ও ইউনিট

২. এইচএসসি রোল নম্বর

৩. মোবাইল  নম্বর

উপরোক্ত তথ্য ব্যবহার করে আবেদন সম্পন্ন করা যাবে । অনলাইন আবেদনের সম্পূর্ণ গাইডলাইন দেখুন এখান থেকে

(বিঃদ্রঃ- অনলাইনে আবেদন করার সময় যেকোনাে সমস্যার জন্য Complain Box অথবা ইমেইলে [email protected] of অথবা হেল্প লাইনে +8801911706221 যােগাযােগ করুন)

 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!