চাকরির নিয়োগ

পরিকল্পনা মন্ত্রনালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

পরিকল্পনা মন্ত্রনালয়ে নিয়োগ ২০২০ঃ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রাজস্ব খাত ভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেনির নিম্নোক্ত শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহব্বান করা যাচ্ছে। ৩ টি ভিন্ন পদে ৯ টি শুন্যস্থানে নিয়োগ দেবে পরিকল্পনা মন্ত্রনালয়ে নিয়োগ এরকমটাই বলা আছে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে। এবং এসকল পদের বেতন ১১০০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
পদ সংখ্যাঃ ০৯
আবেদনের শেষ সময়ঃ ৩০/০৯/২০২০
আবেদন প্রেরনের লিঙ্কঃ www.sid.gov.bd

ক্রম নং  পদের নাম,বেতন স্কেল ও গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা মন্তব্য
 সাঁট মুদ্রাক্ষরিক

কাম কম্পিউটার

অপারেটর

বেতন স্কেল (১১,০০০- ২৭,৩০০)

(গ্রেড -১৩)

০১ ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতক বা সমমানের ডিগ্রি

খ) কম্পিউটার প্রশিক্ষন প্রাপ্ত

গ) টাইপের গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ

ঘ) সাঁট লিপির গতি প্রতি মিনিটে  ইংরেজি ৭০ শব্দ, বাংলা ৪৫ শব্দ

 

ঢাকা, কিশোরগঞ্জ,

খুলনা, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, নোয়াখালী,

ভোলা বরিশাল, জেলার প্রাথীদের আবেদন করার প্রয়োজন নাই

কম্পিউটার

অপারেটর

বেতন স্কেল (১১,০০০- ২৭,৩০০)

(গ্রেড -১৩)

০৪ ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  বিজ্ঞান্ন বিভাগে  স্নাতক বা সমমানের ডিগ্রি

খ) টাইপের গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ, বাংলা ২৫ শব্দ

ঢাকা, কিশোরগঞ্জ,

খুলনা, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, নোয়াখালী,

ভোলা বরিশাল, জেলার প্রাথীদের আবেদন করার প্রয়োজন নাই

অফিস সহায়ক

বেতন স্কেল (৮,২৫০- ২০০১০)

(গ্রেড -২০)

 

০৪ ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট  এস এস সি

বা সমমানের পরীক্ষায় উত্তিন্ন

চাদপুর ফরিদপুর, ঠাকুরগাঁও,

রংপুর ঝিনাইদহ, মানিকগঞ্জ, বাগেরহাট, খাগরাছড়ি, কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশাল, গোপালগঞ্জ, পটুয়াখালী জেলার প্রাথীদের আবেদন করার প্রয়োজন নাই

মোট ০৯

আবেদনের শর্তাবলী 

০১। সকল প্রাথীকে অনলাইনে http//erecruitment.bcc.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ রাত ১১.৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে।

০২।প্রাথীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে সর্বচ্চো ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধা সন্তানদের এবং শারিরীক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়দের ঊর্ধ্বসিমা এবং সর্বপ্রকার কোটা পদ্ধতি বিধি বিধান  অনুসরণ করা হবে।

০৩। আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ ১-২ নং ক্রমিকের জন্য ১০০/- টাকা এবং ০৩ নং ক্রমিকের জন্য ৫০ টাকা মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/ নগদ) এর মাধ্যমে জমা প্রদান করতে হবে।

০৪। কতৃপক্ষ প্রয়োজন  অনুসারে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবেন।

০৫লিখিত পরীক্ষার ফলাফল পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়েব সাইটে (www.sid.gov.bd) শুধুমাত্র কৃতকায প্রাথীদের জানিয়ে দেয়া হবে।

০৬। লিখিত পরীক্ষায় উত্তীন প্রাথীদের (ক) জাতীয় পরিচয়পত্র (খ)শিক্ষাগত  যোগ্যতার সনদ পত্র (গ) চাকুরীরত প্রাথীদের ক্ষেত্রে যথাযথ  কতৃপক্ষের অনুমতি পরবর্তী নির্দেশনা মোতাবেক দাখিল করতে হবে।

০৭। ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ / বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

০৮। প্রাথী প্রদত্ত কোন তথ্য বা দাখিল কৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমানিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদপায় অবলম্বন করলে তার আবেদন/ পরীক্ষা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে ফৈাজদারি আইনে শাস্তি মুলুক বেবস্থা গ্রহণ করা হবে।

০৯। ২০ ও ২১ এপ্রিল ২০১৮ তারিখ দৈনিক সমকাল ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যে সকল বিজ্ঞান বিভাগের প্রাথী কম্পিউটার অপারেটর পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

১০।  উপরে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কতৃক জারিকৃত  অন্যান্য বিধি বিধান প্রযোজ্য হবে।

পরিকল্পনা মন্ত্রনালয়ে নিয়োগ ২০২০ঃ আবেদন সম্পর্কে বিস্তারিত দেখুন www.sid.gov.bd

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!