পলিটেকনিক

পলিটেকনিকে Waiting লিস্টে থাকা শিক্ষার্থীদের করণীয়

পলিটেকনিক এ যারা এ বছর যারা আবেদন করেছিলে কিন্তু ওয়েটিং লিষ্টে আছ তারা দুশ্চিতার মধ্যে আছ তাদের জন্যই আমরা আমাদের এই আয়োজন আশা করি এই পোষ্টটি তোমাকে অনেকখানি সাহায্য করবে।আর দেরী না করে চলুন মূল কথা শুরু করি।

পলিটেকনিকে Waiting লিস্টে থাকার কারণ

এবার পলিটেকনিক ভর্তির জন্য যারা আবেদন করেছিলে কিন্তু ওয়েটিং লিষ্টে আছ এবং সেই সাথে যারা চান্স পেয়েছ কিন্তু পছন্দের সাবজেক্ট পাওনি এমনকি মাইগ্রেশন অন রেখেও কোন কোল কিনারা হচ্ছে না এমন সব সমস্যার সমাধান আমরা দিতে চেষ্টা করব ইনশাল্লাহ।আবেদন করেছিলে কিন্তু ওয়েটিং লিষ্টে আছ এবং সেই সাথে যারা চান্স পেয়েছ কেন পছন্দের সাবজেক্ট পাওনি তা তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন। উত্তরটি হল তুমি যে চয়েজলিস্ট দিয়েছিলে সেখানে ভুল থাকার কারণে এখন তুমি Waiting লিস্টে আছ না হয় চান্স পেয়েছ কিন্তু পছন্দের সাবজেক্ট পাওনি। এখন কথা হল এসব সমস্যার সমাধান আছে কিনা হা আছে নিচে তা দেয়া হল।What to do for students who are on the waiting list in polytechnics

আরও পড়ুন: পলিটেকনিক ভর্তি ফলাফল 

পলিটেকনিকে Waiting লিস্টে থাকা শিক্ষার্থীদের করণীয়

যারা পলিটেকনিকে Waiting লিস্টে আছ তাদের নতুন করে আবেদন করার দরকার নেই এটা সকলেই জান কিন্তু এটা যান না যে তোমাদের pin দিয়ে তোমরা নতুন করে চয়েজলিস্টকে সাজাতে পারবে অর্থাৎ আবেদন করার মতই নতুন করে চয়েজলিস্ট দিবে ……. থেকে ………. এর মধ্যে। এখন কথা হল নতুন করে চয়েজলিস্ট কিভাবে দিবে? উত্তর হল নতুন করে চয়েজলিস্ট দিতে হবে তোমাদের পয়েন্টের সাথে সামন্জস্য রেখে।


পলিটেকনিক ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের করণীয় ,পলিটেকনিক ওয়েটিং লিস্টে আছে তারা কি করবেন। যারা ওয়েটিং লিস্টে আছে তারা কি করবে। পলিটেকনিক ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের করণীয় What to do for students on the waiting list

আপনি যদি সকল প্রকার শিক্ষা বিষয়ক তথ্য সম্পর্কে খবরাখবর জানতে চান আমাদের ওয়েব সাইট  কে সাবস্ক্রাই করুন ও আমাদের ফেইসবুক পেজে লাইক দিন।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!