প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০: প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার্কুলার 2020 জব সম্পর্কিত ওয়েবসাইট http://bepza.teletalk.com.bd এ প্রকাশ করা হয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরন এলাকা কতৃপক্ষের রাজস্ব খাতের নিম্ন বর্ণিত কর্মকর্তা/ কর্মচারীর শূন্য পদে নিয়োগের উদ্দেশে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিচে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ ২০২০ প্রকাশ করেছে । প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৬ টি পদে ৯৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনার আগ্রহ এবং যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি বিজ্ঞপ্তিটি নীচে দেওয়া হয়েছে।
৬ টি পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান / সংস্থার নাম | প্রধানমন্ত্রীর কার্যালয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) |
আবেদন শুরুর তারিখ | ১০ সেপ্টেম্বর, ২০২০ |
আবেদনের শেষ তারিখ | ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত আবেদন করা যাবে। |
বেতন | ৮,২৫০-২০,০১০/- ১৬,০০০-৩৮,৬৪০/- থেকে ২২,০০০-৫৩,০৬০/- মাসিক |
পদ সংখ্যা | ৯৮ টি |
কাজের ধরণ | ফুলটাইম সরকারী চাকরী |
আবেদনের ফি | ৫০০/- ও ৪০০/- টাকা পরিশোধ করতে হবে। |
চাকরির বিজ্ঞপ্তির সূত্র | অনলাইন চাকরীর পোর্টাল / খবরের কাগজ। |
ওয়েবসাইট | http://bepza.teletalk.com.bd |
প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি সার্কুলার 2020
শর্তাবলীঃ
১। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি বিধান এবং পরিবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধি বিধান অনুসরন করা হবে।
২। ক্রমিক ০১-০৩ নং পদে শিক্ষাগত যোগ্যতার কোন স্তরে ৩য় শ্রেনী গ্রহণ যোগ্য হবে না।
০৩। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহন যোগ্য হবে না। ক্রমিক ২ এবং ৪নং প্রাথীদের ক্ষেত্রে ০১/০৯/২০২০ তারিখে প্রাথীর বয়স যথাক্রমে ৪৫ এবং ৪২ ( অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শীথিলযোগ্য) বছর। ক্রমিক ১,৩,৫,৬ এর ক্ষেত্রে সাধারন প্রাথীদের ক্ষেত্রে ০১/০৯/২০২০ তারিখে বয়স ১৮- ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা / শারিরীক প্রতিবন্ধি উক্ত কোটার ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩২।
০৪। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে।
০৫। নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে নির্বাচিত প্রাথীদের ০৬ মাস প্রশিক্ষন গ্রহন করতে হবে। সাফল্যজনক ভাবে প্রশিক্ষন সমাপ্তির পর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
৬। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রাথী তার স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০* প্রস্থ ৩০০ pixel) স্কেন করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষর এর সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
৭। অনলাইনে আবেদনকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্জক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সম্পর্কে প্রাথীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
৮।প্রাথী অনলাইনে আবেদনকৃত ফরমের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবে।
৯। User ID ব্যহার করে প্রাথী যে কোন Teletalk Pre paid সিমের মাধ্যমে ২ টি (SMS) মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ০১-০৩ নং পদের জন্য ৫০০ টাকা এবং এবং ০৪-০৬ নং পদের জন্য ৪০০/- টাকা ও এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ
SMS এর নিয়মাবলীঃ
First SMS: BEPZA<space> User ID লিখে Send করতে হবে 16222
Example: BPATC ABCDEF
Second SMS: BEPZA<space> Yes<space> PIN লিখে Send করতে হবে 16222
Example: BPATC Yes 12345678
১০। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bepza.teletalk.com.bd এবং প্রাথীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
১০। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Passoward ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম ছবি এবং পরীক্ষার কেন্দ্র ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করার পূর্বে রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তিন হলে মোখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
১৪। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।