বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার  ২০১৯-২০ । BAU Admission 2019-20 ।  Bangladesh Agricultural University Admission Circular 2019-20 প্রকাশিত হয়েছে । চলুন দেখে নেয়া যাক বাকৃবি  ২০১৯-২০ সার্কুলার এর বিস্তারিত।

গুরুত্ত্বপূর্ন তারিখ ও সময়ঃ

আবেদন শুরু :  ১৬ সেপ্টেম্বর ২০১৯

আবেদন শেষ : ১৫ অক্টোবর ২০১৯

পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯

ভর্তি পরীক্ষা :  ১০ নভম্বের ২০১৯(সকাল ১১.০০ থকেে ১২.০০ টা র্পযন্ত)

অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ জানতে ভর্তি বিজ্ঞপ্তিটি দেখুন ।

আবেদনের ন্যূন্যতম যোগ্যতা

  • ২০১৬/২০১৭ সালে এসএসসি/সমমান এবং ২০১৮/২০১৯ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাশ করতে হবে।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতিত সর্বমোট নূন্যতম জিপিএ ৯.০ পেতে হবে। তবে সকল আবেদনকারীকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট আসন সংখ্যার সর্বোচ্চ ১০ (দশ) গুনক অর্থাৎ সর্বোচ্চ ১২৩০০ (বার হাজার তিনশত) জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
  • এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।

পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন

পরীক্ষা পদ্ধতিঃ
=>মোট ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে
=>পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান ও গণিত এই চার বিষয়ের উপর ১০০ টি প্রশ্ন করা হবে যার প্রতিটির মার্ক হবে ১
=>ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে
=>ন্যূনতম পাশ নম্বর ৩০

জিপিএ মার্কঃ
মোট জিপিএ মার্ক ১০০।
চতুর্থ বিষয় বাদে HSC GPA কে গুন করা হবে ১২ দিয়ে
চতুর্থ বিষয় বাদে SSC GPA কে গুন করা হবে ৮ দিয়ে

পরীক্ষা ও জিপিএ মিলিয়ে মোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে চূড়ান্ত মেধা তালিকা।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বই ডাউনলোড করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার  ২০১৯-২০

Bangladesh Agricultural University Admission Notice 2018-19 Bau Admission Notice 2018-19 Bau Admission Circular 2018-19


University Admission apply

 

অন্যান্য জ্ঞাতব্য বিষয়ঃ
*ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সর্বোচ্চ fx-570
*প্রবেশ পত্রের ১ কপি ও কালো কালির বলপেন সাথে আনতে হবে।

যেকোন প্রয়োজনে যোগাযোগঃ
ফোনঃ ০১৭৯৯-৪৯৮০০১
ই-মেইলঃ [email protected]

বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত সকল আপডেট পেতে জয়েন করুন আমাদের গ্রুপে এবং লাইক দিয়ে একটিভ থাকুন পেজ এ

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!