চাকরির প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য যে বইগুলো পড়তে হবে

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য যা যা কিনবেন: করোনা মহামারী স্বাভাবিক হলেই ৪১ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা শুরু হবে এজন্য পড়ার কোন বিকল্প নেই কিন্তু এখন প্রশ্ন হল কি বই পড়ব এধরণের প্রশ্নের সমাধানস্বরুপ আজ আমাদের এ আয়োজন।

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য যা যা  পড়বেন

বিসিএস পরীক্ষাকে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে ধরা হয়।আর বর্তমানে শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার দিকেই ঝুঁকছে এ থেকে বুঝা যায় সঠিক পরিকল্পনা করে পড়াশুনা না করলে এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চান্স পাওয়া খুব কঠিন হবে।যাইহোক বিসিএসের প্রথম ধাপ হল প্রিলিমিনারী পরীক্ষা আর এ পরীক্ষায় যাতে আপনারা সহজেই কৃতকার্য হতে পারেন এ জন্য আমাদের এ আয়োজন।

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য যে বইগুলো পড়তে হবে

নিচে আমরা কিছু বইয়ের তালিকা দিলাম যা পড়লে আশা করা যায় আপনি একটি ভাল ফলাফল পাবেন তো চলুন শুরু করা যাক…..


*** সাধারণত বিগত সালের বিসিএস প্রিলি  প্রশ্ন থেকে কিছু প্রশ্ন রিপিট করা হয় ও বিসিএস প্রিলিমিনারী প্রশ্ন কেমন হয় তার ধারণা লাভ করার জন্য আপনাকে প্রথম ১০ম থেকে ৪০ তম বিসিএস প্রিলি প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়ে ফেলতে হবে।এক্ষেত্রে আপনি “Professors Job solution”  বইটি পড়তে পারেন অথবা আপনার পচ্ছন্দমত যে কোন প্রকাশনীর বই।

 

বাংলা

 

*বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)।

* বাংলা ২য় বোর্ড বই (৯ম-১০ম শ্রেণি)।

* লাল নীল দিপাবলী-  হুমায়ন আজাদ।

*শীকর বাংলা/ প্রফেসর’স বাংলা/MP3 বাংলা (প্র্যাকটিসের জন্য)

ইংরেজি *পিসি দাসের Applied English Grammar and Composition.

* Saifur’s Vocabulary

* জাকির হোসেনের A Passage to English Language.

*English for Competitive Exam by Fazlul Hoque (প্র্যাকটিসের জন্য)

* ইংরেজী সাহিত্যের জন্য মো: সাখাওয়াত হোসেনের Miracle BCS English Literature.(এ বইটি পড়লে আর কোন বইয়ের প্রয়োজন নেই।

গণিত *৮ম শ্রেণীর গণিত পাঠ্য বই।

*৯ম ও১০ম শ্রেণীর গণিত পাঠ্য বই।

*MP3 Math Review

*খায়রুল বেসিক ম্যাথ

বিজ্ঞান

 

* সাধারণ বিজ্ঞান(৮ম,৯ম-১০ম শ্রেণি)।

*ওরাকল/MP3 বিজ্ঞান।

* প্রফেসরস বিজ্ঞান এম.সি.কিউ রিভিউ।

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

 

* আজকের বিশ্ব/নতুন বিশ্ব।

*বাংলাদেশ ও বিশ্বপরিচয়(৯ম-১০ম শ্রেণি)।

* সংবিধান,সাংবিধানিক আইন ও রাজনীতি (মো: আব্দুল হালিম)।

*অর্থনৈতিক সমীক্ষা।

*বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

 

* তথ্য ও প্রযুক্তি বই(৯ম-১০ম শ্রেণি)।

*উচ্চ মাধ্যমিক কম্পিউটার ১ম ও ২য় পত্র।

*‍র‌্যাডিকেল কম্পিউটার গাইড।

ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা

 

* জর্জ ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা গাইড।

* মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বই (৯ম-১০ম)।

নৈতিকতা ও মূল্যবোধ এবং সুশাসন

 

* জর্জ নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন গাইড।

* উচ্চ মাধ্যমিক পৌরনীতি ১ম ও ২য় পত্র।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!