বই ডাউনলোড

বিসিএসের জন্য যেসকল বই পড়তেই হবে। (পিডিএফ লিংকসহ)

৪৫ তম বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ভালো কিছু বই নিঃসন্দেহে প্রয়োজন । ভাল কিছু বইই পারে আপনাকে আপনার নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে। বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে? অনেকেই নিজেদের মধ্যে এইসব প্রশ্ন নিয়ে বিভ্রান্তিতে ভোগে থাকেন। আজ তাদের জন্যই আমাদের এই পোস্ট। ৪৫ তম বিসিএসের জন্য যেসকল বই পড়তে হবে তার একটি তালিকা পিডিএফ লিঙ্কসহ পাওয়া যাবে এই পোস্টের মাধ্যমে।

৪৫ তম বিসিএসের জন্য যেসকল বই পড়তে হবে

আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বিসিএস ডিগ্রীধারীদেরকে সবথেকে বেশি মেধাবী বলে গণ্য করা হয়। তাই আপনিও যদি এই মেধাবীদের তালিকায় নিজের স্থান করে নিতে চান আপনাকেও অবশ্যই অনেক সাধনা করতে হবে। ৪৩ তম বিসিএসের পরীক্ষার বাঁধা উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে সেইভাবে বিসিএস প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতিএর জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে বিভিন্ন ধরণের বই পড়ার মধ্য দিয়ে।

আজ আমরা আপনাদের জন্য এমন কিছু বিসিএস বইয়ের তালিকা প্রস্তুত করেছি, যেগুলো ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত উভয় পরীক্ষার জন্য কাজে আসবে আশা করি। ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য বিভিন্ন মৌলিক বইসমূহের তালিকা এই পোস্টের মাধ্যে উপস্থাপন করা হলো ডাউনলোড লিঙ্কসহকারে। বিসিএস পরীক্ষার পাশাপাশি এই বইগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাসহ অন্য যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা/ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে।

এক নজরে

প্রিলিমিনারী পরীক্ষা : মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ ২০২৩

বিজ্ঞপ্তিঃ এখানে দেখুন

অফিসিয়াল ওয়েবসাইটঃ www.bpsc.gov.bd

আরও পড়ুন: ৪৫ তম বিসিএসের সিলেবাস

বিসিএস বাংলা প্রস্তুতির জন্য যা পড়বেন

বইয়ের নাম লেখক/ শ্রেণি/ উৎস পিডিএফ ডাউনলোড লিঙ্ক
লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদ পিডিএফ লিংক
বাংলা কোষ জুয়েল কিবরিয়া পিডিএফ লিংক
কতো নদী সরোবর হুমায়ুন আজাদ পিডিএফ লিংক
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর পিডিএফ লিংক
অগ্রদূত বাংলা মফিজুল ইসলাম মিলন পিডিএফ লিংক
বাংলা ১ম ও ২য় পত্র নবম-দশম শ্রেণী পিডিএফ লিংক
ভাষা ও শিক্ষা হায়াৎ মামুদ পিডিএফ লিংক
শীকর বাংলা ভাষা ও সাহিত্য মোহসিনা নাজিলা পিডিএফ লিংক
বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম পিডিএফ লিংক
বাংলা সাহিত্য বাংলাপিডিয়া পিডিএফ লিংক

বাংলা বিষয়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, অনেকেই সহজ মনে করে এই বিষয়টিকে এবং এই বিষয়টির ক্ষেত্রে যথাযথ প্রস্তুতি নিতেও অবহেলা করে। কিন্তু কাজটি মোটেই উচিত নয়। বিসিএস এ ভালো করতে হলে আপনাকে অবশ্যই বাংলাতেও সুদূরপ্রসারী জ্ঞান রাখতে হবে। আর তাই আমরা বাংলা প্রস্তুতির জন্য এখানে ১০ টিরও বেশি বই সাজেস্ট করছি।

বিসিএস ইংরেজি প্রস্তুতির জন্য যা পড়বেন

বইয়ের নাম লেখক/ শ্রেণি/ উৎস পিডিএফ ডাউনলোড লিঙ্ক
English for Competitive Exam Proffesor’s Publication পিডিএফ লিংক
Saifur’s Student Vocabulary Saifur’s Publication পিডিএফ লিংক
Common Mistakes in English T. J. Fitikides পিডিএফ লিংক
ইংরেজী বিসিএস প্রিলিমিনারী প্রফেসরস বা ওরাকল সিরিজ পিডিএফ লিংক
Saifur’s IELTS Writing Saifur’s Publication পিডিএফ লিংক
ইংরেজী ব্যকরণ পিসি দাস/ জাকির হোসেন পিডিএফ লিংক
Word Smart JM Abdullah পিডিএফ লিংক
অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার Chowdhury and Hossain পিডিএফ লিংক
A Passage to the English Language S.M. Zakir Hossain পিডিএফ লিংক
Master English Grammer Jahangir Alam পিডিএফ লিংক

বিসিএস পরীক্ষার জন্য ইংরেজী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি বিসিএসের জন্য ইংরেজীতে প্রস্তুতি নিতে চান, তাহলে বিসিএস মূলত আপনার জন্য না। ইংরেজীতে প্রয়োজন বিস্তর প্রস্তুতি। কারণ, আপনি শিক্ষা জীবনে ইংরেজী বিষয়ের ওপর যা পরীক্ষা দিয়েছেন, বিসিএস পরীক্ষায় তার কয়েকগুণ বেশি কঠিন প্রশ্ন দেয়া হয়। তাই ইংরেজীতে খুব সুন্দর একটা প্রস্তুতির জন্য উপরে উল্লেখিত বইগুলো ভালো করে পড়ুন।

বিসিএস গণিত প্রস্তুতির জন্য যা পড়বেন

বইয়ের নাম লেখক/ শ্রেণি/ উৎস পিডিএফ ডাউনলোড লিঙ্ক
সাধারণ গণিত ষষ্ঠ-দশম শ্রেণী পিডিএফ লিংক
উচ্চতর গণিত একাদশ-দ্বাদশ শ্রেণী পিডিএফ লিংক
গণিত স্পেশাল প্রফেসর প্রকাশনী পিডিএফ লিংক
খাইরুল বেসিক ম্যাথ খাইরুল ইসলাম পিডিএফ লিংক
মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ক যেকোন বই

———

পিডিএফ লিংক


নিঃসন্দেহে গণিত অন্যান্য বিষয়ের থেকে জটিল ও একটু কঠিন। তাই গণিত বিষয়ে ভালো প্রস্তুতির বিকল্প নেই। গণিতের পাশাপাশি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ক বইগুলো ভালো করে অনুশীলন করতে হবে। এ সবকিছ মিলে আপনাকে ভালো একটি প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং অবশ্যই বিসিএস পরীক্ষায় ভালাে ফলাফল এনে দেবে।

বিসিএস বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি প্রস্তুতির জন্য যা পড়বেন

বইয়ের নাম লেখক/ শ্রেণি/ উৎস পিডিএফ ডাউনলোড লিঙ্ক
বিসিএস বিজ্ঞান সমগ্র MP3 সিরিজ পিডিএফ লিংক
সাধারণ বিজ্ঞান অষ্টম ও নবম-দশম শ্রেণী পিডিএফ লিংক
পদার্থবিজ্ঞান নবম-দশম শ্রেণী পিডিএফ লিংক
রসায়ন বিজ্ঞান ও জীব বিজ্ঞান নবম-দশম শ্রেণী পিডিএফ লিংক
দৈনন্দিন বিজ্ঞান ডা. জামিল পিডিএফ লিংক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম-দশম শ্রেণি পিডিএফ লিংক
উচ্চ মাধ্যমিক কম্পিউটার (১ম ও ২য় পত্র)

পিডিএফ লিংক


বিসিএসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তথ্য ও প্রযুক্তি এবং বিজ্ঞান। চর্চার অভাবে অনেকেই এ বিষয়টিকে ভীতির পর্যায়ে নিয়ে যায়। শুধু বিসিএস পরীক্ষায়ই নয়, বাংলাদেশের বেশীর ভাগ চাকরি পরীক্ষায় এবং যেকোন ধরণের ভর্তি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয়টি খবুই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে সব বিভাগের ছাত্রদের জন্যই ভালো করার সমান সুযোগ রয়েছে। বিষয়গুলি ভালোভাবে বুঝে পড়লে ৩০ নম্বরের মধ্যে অনেক সহজেই ২৫ নম্বরের ও অধিক পাওয়া সম্ভব।

বিসিএস সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য যা পড়বেন

বইয়ের নাম লেখক/ শ্রেণি/ উৎস পিডিএফ ডাউনলোড লিঙ্ক
ইতিহাস নবম-দশম শ্রেণী পিডিএফ লিংক
ভূগোল নবম-দশম শ্রেণী পিডিএফ লিংক
পৌরনীতি নবম-দশম শ্রেণী পিডিএফ লিংক
বাংলাদেশ বিষয়াবলী আব্দুল হাই পিডিএফ লিংক
সাধারণ জ্ঞান MP3 সিরিজ, প্রফেসর’স, ওরাকল পিডিএফ লিংক
বিসিএস স্পেশাল ম্যাপ

মনির আহমেদ

পিডিএফ লিংক
সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি মোঃ আব্দুল হালিম পিডিএফ লিংক
অর্থনৈতিক সমীক্ষা

পিডিএফ লিংক
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

পিডিএফ লিংক
দৈনিক সংবাদপত্র

সাধারণ জ্ঞান কারও কাছে আগ্রহের বিষয় আবার কারও ক্ষেত্রে ঠিক উল্টো কিছু, মানে ভয়ের কারণ। আগ্রহ বা ভয় যেটাই থাকুক না কেন, মূল কথা হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা তথা বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আপনাকে সাধারণ জ্ঞানে অসাধারণ হতেই হবে। শুধু প্রিলিমিনারি নয়, লিখিত ও মৌখিক (ভাইভা) এর প্রভাব সুদূরপ্রসারী। তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে এ বিষয়টি আপনার আয়ত্বে আনতে হবে।

বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে মূলত প্রার্থীদের সাধারণ জ্ঞানের ভিত্তি গড়া শুরু হয় প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সময়। কারণ, এই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য তুলনামূলকভাবে সময় বেশি পাওয়া যায়। তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে। অবশ্যই এ সময়ে যে যত কৌশলী হবে সে তত ভালো করবে।

সকল বিষয়ের জন্য যা পড়বেন

বইয়ের নাম লেখক/ শ্রেণি/ উৎস পিডিএফ ডাউনলোড লিঙ্ক
দশম থেকে সর্বশেষ বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন

পিডিএফ লিংক
জব সল্যুশন প্রফেসর’স পিডিএফ লিংক
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স

পিডিএফ লিংক
দৈনিক সংবাদপত্র (বাংলা ও ইংরেজি)

——-
বাংলাদেশের সংবিধান

আরিফ খান

পিডিএফ লিংক
নন ক্যাডার এর দুটো সিরিজের বই

পিডিএফ লিংক
অর্থনৈতিক সমীক্ষা

—-

বিশেষ দ্রষ্টব্য: প্রিলিমিনারী এবং লিখিত পরীক্ষার সাজেশান্সগুলো সব একসাথে দেয়া হয়েছে বলে আপনাদের কাছে সাজেশানের এই তালিকাটি হয়তো বেশ বড় মনে হতে পারে। কিন্তু যদি আপনি বিসিএস নামক প্লাটফর্মের কথাটা একবার চিন্তা করেন, তাহলে এগুলো বেশ স্বাভাবিকই লাগবে। আমরা এখানে এমন বেশকিছু পাঠ্যবইয়ের নাম উল্লেখ করেছি, যেগুগলো আমাদের ওয়েবসাইট www.admissionwar.com -এ খুঁজলে পাবেন অথবা  আপনি আপনার নিজের ঘরেই পেতে পারেন।এই বইগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবনে পড়ে এসেছেন। এই পাঠ্য বইগুলোর নাম যদি বাদ দিয়ে হিসেব করা হয় দেখবেন, সাজেশানের তালিকাটি অনেক ছোট হয়ে গিয়েছে।

[ উল্লেখিত বইয়ের পিডিএফগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে এবং পিডিএফ পড়ে ভাল লাগলে বইটির মুদ্রণ সংস্করণ সংগ্রহ করার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইল ।] 

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

��তামত

  1. জুয়েল কিবরিয়া স্যারের ‘বাংলা কোষ’ বইটার লিংক কাজ করছে না। লিংকটা পেলে খুব উপকৃত হতাম।

  2. এডমিশন ওয়্যার থেকে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারছি না ৷ দয়া করে সঠিক দিক – নির্দেশনা দিবেন ৷ ধন্যবাদ৷

      1. জুয়েল কিবরিয়া স্যারের বাংলা কোন বইটির পিডিএফ লিঙ্ক কাজ করছে না। অনুগ্রহ করে আপনারা এটা দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!