বেসিক ইংরেজী কোর্স – Degree (Part-1)
AdmissionWar ইংরেজী বেসিক কোর্সে আপনাকে স্বাগতম । আজকে ইংরেজী বেসিক কোর্সের প্রথম লেসন । আজকের লেসন হল Degree আজকে আমরা Degree কয় প্রকার ও কিভাবে Degree পরিবর্তন করতে হয় তা নিয়ে আলোচনা করব।আজকে যা থাকছে –
- Degree কাকে বলে? কত প্রকার ও কি কি?
- Degree পরিবর্তনের নিয়ম।
Degree
Degree হল Adjective এর রূপভেদ। এটি ৩টি ভাগে বিভক্ত। যথা-
- Positive Degree
- Comparative Degree
- Superlative Degree
Positive Degree:
কোন sentence এ Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদি বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Positive Degree বলে।
যেমন – Mr. Anas is a good man.
Comparative Degree:
সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।
যেমন – Ramik is wiser than Dipto..
Superlative Degree:
সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
যেমন – Rasel is the best player in the team.
English For Competitive Exam PDF ডাউনলোড করুন।
Positive | Comparative | Superlative |
No other / There is no other | Than any other / Than all other | The |
Very few / Few | Than many other / Than most other | One of the |
Some other | Than some other | Not |
দ্বিপাক্ষিক তুলনা যুক্ত বাক্য
দুইয়ের মধ্যে তুলনা যুক্ত Positive বাক্যটি Affimative হলে Comparative টি হবে Negative আর Positive বাক্যটি Negative হলে Comparative টি হবে Affirmative।
Positive | Comparative | Superlative |
No other/There is no other Very few / Few/Some other থাকবে না শুধু As….as/So …as যুক্ত থাকবে।
|
Comparative শুধু, Than দ্বারা করতে হবে Than Str any other / all other / many other/most other/ some other থাকবে না
|
দুইয়ের তুলনায় Superlative Degree হয় না। |
অ্যাসিওরেন্স ডাইজেস্ট পিডিএফ ডাউনলোড করুন।
Comparative | Positive |
No less / Not less / Less ছাড়া | So / As …. as |
No less / Not less | So / As …. as |
Less | Not as …..as |
Degree পরিবর্তনের নিয়ম
No / No other / There is no other যুক্ত Positive degree কে Comparative I Superlative degree করার নিয়ম।
No/No other / There is no other এর পরে Noun টি singular বসে verb টিও singular বসে। |
যেমন- No other city in Bangladesh is as big as Dhaka.
Comparative এর গঠন :
১) সর্বপ্রথম No/No other / There is no other এবং adjective এর পূর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as/so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।
2) শেষের as এর পরের Noun টি Subject হিসাবে আগে আসবে + Verb বসবে + Adjective এর comparative form বসবে+ +than any otherবসবে + বাকী অংশ বসবে।
অথবা
শেষের subject আগে আসে + verb বসে + adjective এর comparative form বসে + than all other বসে + তবে than all other বসালে noun টি plural হয়।
উদাহরণ: Positive: No other city in Bangladesh is as big as Dhaka.
Or: There is no other city in Bangladesh is as big as Dhaka
No city in Bangladesh is as big as Dhaka.
Comparative : Dhaka is bigger than any other city in Bangladesh.
Or : Dhaka is bigger than all other cities in Bangladesh
Superlative এর গঠন :
১) সর্বথম No/ No other / There is no other এবং adjective এর পূর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।
২) শেষের as এর পরের Noun টি subject হিসাবে আগে আসবে + verb বসে +the + adjective এর superlative form বসবে + বাকী অংশ বসবে।
উদাহরণ: Positive: No other city in Bangladesh is as big as Dhaka.
Or: There is no other city in Bangladesh is as big as Dhaka.
No city in Bangladesh is as big as Dhaka.
Superlative : Dhaka is the biggest city in Bangladesh.
Very few / few যুক্ত Positive degree কে Comparative ও Superlative degree করার নিয়ম।
Very few / few এর পরে Noun টি plural বসে verb টিও plural বসে |
Example:
Very few subjects are as difficult as English .
Few metals are as precious as gold.
১) সর্বপ্রথম Very few / few এবং adjective এর পুর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।
2) শেষের as এর পরের noun টি Subject হিসাবে আগে আসবে + verb বসবে (তবে Singular বসবে) + adjective এর comparative form বসবে + than most other / than many other বসবে + বাকী অংশ
৩) Very few few যুক্ত Positive degree যুক্ত যদি Negative হয় তাহলে শেষের as এর পরের Noun টি subject হিসাবে আগে আসবে + verb বসবে (তবে singular বসবে) + Not বসবে + adjective এর comparative form বসবে + than most other / than many other বসবে + বাকী অংশ বসবে।
যেমন:
Positive: Very few subjects are not as difficult as English
Comparative : English is not more difficult than many other than most other subjects
যেমন: Positive: Very few subjects are as difficult as English.
Or: Few metals are as precious as gold.
Comparative : English is more difficult than many other /than most other subjects.
Or : Gold is more precious than many other / than most other metals
ওরাকল ভোকবুলারি ইউথ নিমোনেক বইটি ডাউনলোড করুন।
Some other যুক্ত Positive degree কে Comparative ও Superlative degree করার নিয়ম
Comparative এর গঠন :
১) সবর্ধথম Some other এবং adjective এর পূর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।
২) শেষের as এর পরের Noun টি subject হিসাবে আগে আসবে + verb বসবে (তবে singular বসবে) + adjective এর comparative form বসবে + than some other + বাকী অংশ বসবে।
উদাহরণ: Positive : Some other cities in Bangladesh are as big as Dinajpur.
Comparative : Dinajpur is bigger than some other cities.
Superlative এর গঠন :
১) সর্বথম Some other এবং adjective এর পূর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।
২) শেষের as এর পরের Noun টি subject হিসাবে আগে আসবে + verb বসবে + not বসবে + the বসবে + adjective এর superlative form বসে + বাকী অংশ বলে। উদাহরণ: Positive : Some other subjects are as difficult as English .
Superlative : English is not the most difficult subjects
আগামী পর্বে যা থাকছে-
- …As যুক্ত Positive degree কে Comparative degree করার নিয়ম
- Not as / Not so….asযুক্ত Positive degree কে Comparative degree করার নিয়ম
- Than any other যুক্ত Comparative degree কে Positive I Superlative degree করার নিয়ম
- Than all other যুক্ত Comparative degree কে Positive I Superlative degree করার নিয়ম
- Than most other / Than few other যুক্ত Comparative degree কে Positive I Superlative degree করার নিয়ম
বেসিক ইংরেজী কোর্সর অন্যান্য পোষ্টগুলোর আপডেট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি বই , বিসিএস বা চাকরির বইয়ের আপডেট পেতে অথবা আপনার যদি অন্য যে কোন বইয়ের প্রয়োজন হয় তবে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।