বেসিক ইংরেজী কোর্স

বেসিক ইংরেজী কোর্স – Degree (Part-1)

AdmissionWar ইংরেজী বেসিক কোর্সে আপনাকে স্বাগতম । আজকে ইংরেজী বেসিক কোর্সের প্রথম লেসন । আজকের লেসন হল Degree আজকে আমরা  Degree  কয় প্রকার ও কিভাবে  Degree পরিবর্তন করতে হয় তা নিয়ে আলোচনা করব।admissionwar-appআজকে যা থাকছে –

  • Degree কাকে বলে? কত প্রকার ও কি কি?
  • Degree পরিবর্তনের নিয়ম।

Degree
Degree হল Adjective এর রূপভেদ। এটি ৩টি ভাগে বিভক্ত। যথা-

  • Positive Degree
  • Comparative Degree
  • Superlative Degree

Positive Degree:

কোন sentence এ Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদি বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Positive Degree বলে।
যেমন – Mr. Anas is a good man.

Comparative Degree:

সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।
যেমন – Ramik is wiser than Dipto..

Superlative Degree:

সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
যেমন – Rasel is the best player in the team.

English For Competitive Exam PDF ডাউনলোড করুন।

Positive Comparative Superlative
No other / There is no other Than any other / Than all other The
Very few / Few Than many other / Than most other One of the
Some other Than some other Not

দ্বিপাক্ষিক তুলনা যুক্ত বাক্য

দুইয়ের মধ্যে তুলনা যুক্ত Positive বাক্যটি Affimative হলে Comparative টি হবে Negative আর Positive বাক্যটি Negative হলে Comparative টি হবে Affirmative।

Positive Comparative Superlative
No other/There is no other Very few / Few/Some other থাকবে না শুধু As….as/So …as যুক্ত থাকবে।

 

Comparative শুধু, Than দ্বারা করতে হবে Than Str any other / all other / many other/most other/ some other থাকবে না

 

দুইয়ের তুলনায় Superlative Degree  হয় না।

অ্যাসিওরেন্স ডাইজেস্ট পিডিএফ ডাউনলোড করুন।

Comparative Positive
No less / Not less / Less ছাড়া So / As …. as
No less / Not less So / As …. as
Less Not as …..as

Degree পরিবর্তনের নিয়ম

No / No other / There is no other যুক্ত Positive degree কে Comparative I Superlative  degree করার নিয়ম।

No/No other / There is no other এর পরে Noun টি singular বসে verb টিও singular বসে।  |
যেমন- No other city in Bangladesh is as big as Dhaka.

Comparative এর গঠন : 

১) সর্বপ্রথম No/No other / There is no other এবং adjective এর পূর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as/so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।

2) শেষের as এর পরের Noun টি  Subject হিসাবে আগে আসবে + Verb বসবে + Adjective এর  comparative form বসবে+ +than any otherবসবে + বাকী    অংশ বসবে।
অথবা
শেষের subject আগে আসে + verb বসে + adjective এর comparative form বসে + than all other বসে + তবে than all other বসালে noun টি plural হয়।

উদাহরণ: Positive: No other city in Bangladesh is as big as Dhaka.

Or: There is no other city in Bangladesh is as big as Dhaka

No city in Bangladesh is as big as Dhaka.

Comparative : Dhaka is bigger than any other city in Bangladesh.

Or : Dhaka is bigger than all other cities in Bangladesh

Superlative এর গঠন :

১) সর্বথম No/ No other / There is no other এবং adjective এর পূর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।

২) শেষের as এর পরের Noun টি subject হিসাবে আগে আসবে + verb বসে +the + adjective এর superlative form বসবে + বাকী    অংশ বসবে।

উদাহরণ:   Positive: No other city in Bangladesh is as big as Dhaka.

Or: There is no other city in Bangladesh is as big as Dhaka.

No city in Bangladesh is as big as Dhaka.

Superlative : Dhaka is the biggest city in Bangladesh.

Very few / few যুক্ত Positive degree কে Comparative ও Superlative degree করার নিয়ম।

Very few / few এর পরে Noun টি plural বসে verb টিও plural বসে  |
Example:
Very few subjects are as difficult as English .
Few metals are as precious as gold.

১) সর্বপ্রথম Very few / few  এবং adjective এর  পুর্বে  ব্যবহৃত  as / so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।

2) শেষের as এর পরের noun টি  Subject হিসাবে আগে আসবে + verb বসবে (তবে Singular বসবে) + adjective এর comparative form বসবে + than most other / than many other বসবে + বাকী অংশ

৩) Very few few যুক্ত Positive degree যুক্ত যদি Negative হয় তাহলে শেষের as এর পরের Noun টি subject হিসাবে আগে আসবে + verb বসবে (তবে singular বসবে) + Not বসবে + adjective এর comparative form বসবে + than most other / than many other বসবে + বাকী অংশ বসবে।

যেমন:
Positive: Very few subjects are not as difficult as English
Comparative : English is not more difficult than many other than most other subjects

যেমন: Positive: Very few subjects are as difficult as English.
Or: Few metals are as precious as gold.

Comparative : English is more difficult than many other /than most other subjects.
Or : Gold is more precious than many other / than most other metals

ওরাকল ভোকবুলারি ইউথ নিমোনেক বইটি ডাউনলোড করুন।

Some other যুক্ত Positive degree কে Comparative ও Superlative  degree করার নিয়ম 

Comparative এর গঠন : 

১) সবর্ধথম Some other এবং adjective এর পূর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।

২) শেষের as এর পরের Noun টি subject হিসাবে আগে আসবে + verb বসবে (তবে singular বসবে) + adjective এর comparative form বসবে + than some other + বাকী অংশ বসবে।

উদাহরণ: Positive : Some other cities in Bangladesh are as big as Dinajpur.

Comparative : Dinajpur is bigger than some other cities.

Superlative এর গঠন :

১) সর্বথম Some other এবং adjective এর পূর্বে ব্যবহৃত as / so ও পরে ব্যবহৃত as কে উঠিয়ে দিতে হবে।

২) শেষের as এর পরের Noun টি subject হিসাবে আগে আসবে + verb বসবে + not বসবে + the বসবে + adjective এর superlative form বসে + বাকী অংশ বলে। উদাহরণ: Positive : Some other subjects are as difficult as English .

Superlative : English is not the most difficult subjects


আগামী পর্বে যা থাকছে-

  • …As যুক্ত Positive degree কে Comparative degree করার নিয়ম
  • Not as / Not so….asযুক্ত Positive degree কে Comparative degree করার নিয়ম
  • Than any other যুক্ত Comparative degree কে Positive I Superlative degree করার নিয়ম
  • Than all other যুক্ত Comparative degree কে Positive I Superlative degree করার নিয়ম
  • Than most other / Than few other যুক্ত Comparative degree কে Positive I Superlative degree করার নিয়ম

বেসিক ইংরেজী কোর্সর অন্যান্য পোষ্টগুলোর আপডেট ও  বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি বই , বিসিএস বা চাকরির বইয়ের আপডেট পেতে অথবা আপনার যদি অন্য যে কোন বইয়ের প্রয়োজন হয় তবে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!