বিদ্যালয় ভর্তি

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন করার সময় ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য গত ২৪ অক্টোবর বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, তা চলে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত। এখন তা আরও চারদিন বাড়ানো হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের পর আবেদনকারীরা সেদিন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য শুধুমাত্র https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।

আর ১১০ টাকার আবেদন ফি পরিশোধ করা যাবে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!