বিশ্ববিদ্যালয় ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক,খ ও গ ইউনিট আসন বিন্যাস ও প্রবেশপত্র ২০২০-২০২১

রাবি বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক,খ ও গ ইউনিট সিটপ্ল্যান ও প্রবেশপত্র ২০২০-২০২১ । রাবি আসন বিন্যাস ও প্রবেশপত্র ২০২১ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.ru.ac.bd এ প্রকাশ করা হয় । আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী আরৈাচনা করব ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ও প্রবেশপত্র ২০২০-২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয় যা রাবি নামেও পরিচিত, স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি এই বছরের শুরুতে অথ্যাৎ ২রা জানুয়ারী ২০২১ প্রকাশ করা হয়। এত আগে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরেও পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার একমাত্র কারণ হলো করোনা মহামারি। পরীক্ষার তারিখ বহুবার পরিবর্তন করার পর, অবশেষে পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে। এই বছর চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য প্রার্থীদেরকে ৩টি ধাপে নির্বাচন করা হয়েছে।

একনজরে
প্রতিষ্ঠানের নামঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়

পরীক্ষার নামঃ স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা

পরীক্ষার তারিখঃ ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর ২০২১

ইউনিট সংখ্যাঃ ক, খ এবং গ

ওয়েবসাইট লিংকঃ admission.ru.ac.bd

 ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচী

পূর্বে বহুবার পরীক্ষার দিন ও তারিখ পরিবর্তন করা হলেও, নতুন যে সময় নির্ধারণ করা হয়েছে তা পরিবর্তন হওয়ার সম্বাবনা খুবই ক্ষীণ।

পরীক্ষার দিন তারিখ ইউনিট সকাল :৩০ থেকে ১০:৩০ দুপুর ১২টা থেকে ১টা বিকেল ৩টা থেকে ৪টা
৪ অক্টোবর ২০২১, সোমবার গ ইউনিট বিজ্ঞান (গ্রুপ-১) রোলঃ ১০০০১ – ২৪১৯৩

বিজ্ঞান ব্যতিত (গ্রুপ-১) রোলঃ ৭০০০১ – ৭১৬১৬

বিজ্ঞান (গ্রুপ – ২)

রোলঃ ৩০০০১ – ৪৪১৯৩

বিজ্ঞান (গ্রুপ – ৩) রোলঃ ৫০০০১ – ৬৪১৯২
৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার ক ইউনিট সকল (গ্রুপ -১) রোলঃ ১০০০১ – ২৪৫২০ সকল (গ্রুপ – ২) রোলঃ ৩০০০১ – ৪৪৫১৯ সকল (গ্রুপ – ৩) রোলঃ ৫০০০১ – ৬৪৫১৯
৬ অক্টোবর ২০২১, বুধবার খ ইউনিট কমার্স (গ্রুপ – ১) রোলঃ ১০০০১ -১৮৮১৮

কমার্স ব্যতিত (গ্রুপ -১) রোলঃ ৫০০০১ – ৫৭৪২০

কমার্স (গ্রুপ – ২) রোলঃ ৩০০০১ – ৪৪৫১৯

কমার্স ব্যতিত (গ্রুপ -২) রোলঃ ৭০০০১ – ৭৭৪২০

কমার্স ব্যতিত (গ্রুপ – ৩) রোলঃ ৯০০০১ – ৯৭৪২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় , ইউনিট আসন বিন্যাস ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কিত ওয়েবসাইট এ বছরের শুরুতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো এবং প্রকাশের কিছুদিন পরেই তিনটি ধাপে যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হয় কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশ করার পরেও নেওয়া সম্ভব হয়নি। প্রথম নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় ২২শে মার্চ ২০২১, ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশের পর ২৭শে মার্চ ২০২১ দ্বিতীয় মেধা তালিকার জন্য নির্বাচন শুরু হয় অবশেষে ২৯শে মার্চ ২০২১ তৃতীয় মেধা তালিকার মাধ্যমে নির্বাচন পরীক্ষার সমাপ্তি ঘটে।

আপনি জানেন কি?
রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বমোট ৩০৫ হেক্টর (৭৫৩ একর) জমির উপর অবস্থিত।

রাবি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটা ব্যতিত সর্বমোট ৪১৭৩টি আসন বরাদ্দ রয়েছে সকল শিক্ষার্থীদের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস এখনো প্রকাশ করেনি তবে আমরা আপনাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট প্ল্যান দেখার উপায় গুলো তুলে ধরব।

  • বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২১ এর আসন বিন্যাস নোটিশ প্রকাশের পর তাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট- admission.ru.ac.bd এ প্রবেশ করতে হবে।
  • নোটিশ বোর্ড এ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস পিডিএফ (PDF) ফাইল প্রদান করা থাকলে সেটি সহজেই সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন।
  • যদি নোটিশ বোর্ড এ সিট প্ল্যান পিডিএফ (PDF) ফাইল না পেয়ে থাকলে আপনার ভর্তি সংক্রান্ত অ্যাকাউন্ট এ লগইন করুন।
  • অ্যাকাউন্ট এ প্রবেশের পর আপনি আপনার নির্দিষ্ট ইউনিট এর সিটপ্ল্যান পেয়ে যাবেন অথবা আমাদের admissionwar ওয়েবসাইট এর সাথে থাকুন। আমরা ভর্তি পরীক্ষার আসন বিন্যাস অন্য যে কোনো ওয়েবসাইট থেকে অনেক আগেই প্রকাশ করব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার অপশন এতদিন বন্ধ ছিল কিন্তু পরীক্ষার চূড়ান্ত সময়সূচী প্রকাশের পর পুনরায় প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া চালু করে দেওয়া হয়।

  • প্রবেশপত্র পুনরায় নামানোর প্রক্রিয়া গত ২৮শে সেপ্টেম্বর ২০২১ এ চালু হয়।
  • রাবি ভর্তি পরিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট- admission.ru.ac.bd প্রবেশ করুন।
  • প্রবেশের পর Final Application Guideline এর নিচে Admit Card Download নামে একটি বাটন পেয়ে যাবেন।
  • এবার Admit Card Download বাটন এ ক্লিক করুন, ক্লিক করার পরে নতুন একটি পেজে নিয়ে যাবে।
  • তারপর Login বাটনে ক্লিক করুন।
  • প্রতিটি বক্সে সঠিক তথ্য প্রদান করে সাবমিট করুন।
  • আপনার অ্যাকাউন্ট এ প্রবেশের পরে এডমিট কার্ড ডাউনলোড অপশন থেকে আপনার প্রবেশপত্র নামিয়ে নিন।
  • সর্বশেষে প্রবেশপত্রের পিডিএফ ফাইলটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

ভর্তি পরীক্ষার ইউনিট সমুহ এবং বিবরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সর্বমোট তিনটি ইউনিট এর উপর অনুষ্ঠিত হবে। চলুন একনজরে সকল ইউনিটের অধিনে যে সকল অনুষদ এবং ইনস্টিটিউট আছে সে সম্পর্কে একটি ছক দেখি।

ইউনিটের নাম অনুষদ (Faculty) / ইনস্টিটিউট
এ ইউনিট (মানবিক) কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
বি ইউনিট (বাণিজ্য) বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট
সি ইউনিট (বিজ্ঞান) বিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, প্রকৌশল অনুষদ, ভূ-বিজ্ঞান অনুষদ, ফিশারিজ অনুষদ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ

 

শিক্ষার্থীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য কমন রুমে থাকার ব্যবস্থা করেছে যেমন – ওয়েটিং রুম, হল রুম, নামাজের কক্ষ, টিভি রুম ইত্যাদি। ৪ঠা অক্টোবর থেকে ৬ষ্ঠ অক্টোবর পর্যন্ত রাবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মহিলা ছাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। নিজস্ব স্থান বুক করার জন্য নির্দেশাবলী অনুসরণ করুন:

১। বুকিং এর জন্য শিক্ষার্থীদের অবশ্যই সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ফোন করতে হবে। বুকিং এর জন্য নিচের ছবিতে উল্লেখ করা নম্বরগুলতে কল করুন।

২। কমন রুমে অবস্থানের জন্য শিক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র দেখাতে হবে।

৩। শিক্ষার্থীদেরকে অবশ্যই প্রবেশপরত্রের ফটোকপি বহন করতে হবে।

৪। শিক্ষার্থীদেরকে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে হলে প্রবেশ করতে হবে।

৫। কমন রুমে ৩০০ জন এরও বেশি শিক্ষার্থী অবস্থান করবে। তাই প্রত্যেককেই তাদের জিনিসপত্র নিরাপদ স্থানে রাখতে হবে।

Whats-App-Image-2021-09-30-at-19-04-30

প্রিয় ভিজিটর, এখানে উপস্থাপিত সকল তথ্য উপাত্ত অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহিত । উল্লেখিত কোন তথ্যের ভুল যদি আপনার নিকট দৃশ্যমান হয় তবে অতিসত্ত্বর তা আমাদের ইমেইলের ([email protected]) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button
error: কন্টেন্ট সংরক্ষিত !!