বাংলাদেশের সংবিধান সংক্ষেপে মনে রাখার শ্রেষ্ঠ কৌশল
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে মনে রাখার শ্রেষ্ঠ কৌশল
বাংলাদেশের সংবিধানের ১১টি ভাগ ও এর ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ মনে রাখার ক্ষেত্রে এই নোট’টি আপনার জন্য উপকারী হতে পারে।
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়
টেকনিক >> প্রজাদের রানি মৌনিআ বিনিম বাংলা জবা সংবিধানে বিসর্জন দিল।
১। প্রজাদের -প্রজাতন্ত্র (১-৭)
২। রানি -রাষ্ট্র পরিচালনার মূলনীতি (৮-২৫)
৩। মৌ-মৌলিক অধিকার (২৬-৪৭)
৪। নি-নির্বাহী বিভাগ (৪৮-৬৪)
৫। আ-আইনসভা (৬৫-৯৩)
৬। বি-বিচার বিভাগ (৯৪-১১৭)
৭। নি-নির্বাচন (১১৮-১২৬)
৮। ম-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (১২৭-১৩২)
৯। বাংলা -বাংলাদেশের কর্মবিভাগ (১৩৩-১৪১)
৯ক। জবা-জরুরী বিধানাবলী (১৪১ক-১৪১গ)
১০। সংবিধানে-সংবিধান সংশোধন (১৪২)
১১। বিসর্জন-বিবিধ (১৪৩-১৫৩)
সংবিধানের অনুচ্ছেদ ( ১-১২) মনে রাখার উপায়
টেকনিক >> প্রজাতন্ত্র কায়েম করতে প্রজারা রাষ্ট্রধর্ম, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত ও জাতির পিতার প্রতিকৃতি বিষয়গুলা নেত্রীর কাছে তুলে ধরলেন ও রাজধানীতে নাগরিকদের সন্মুখে সংবিধান পড়ে শোনালেন ও মূলনীতিসমূহ,জাতীয়তাবাদ,সমাজতন্ত্র ,গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করলেন।
১-প্রজাতন্ত্র-প্রজাতন্ত্র
২-প্রজারা-প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক-রাষ্ট্রধর্ম-রাষ্ট্রধর্ম
৩-রাষ্ট্রভাষা-রাষ্ট্রভাষা
৪-জাতীয় সঙ্গীত-জাতীয় সঙ্গীত,পতাকা ও প্রতীক
৪ক-জাতির পিতার প্রতিকৃতি-জাতির পিতার প্রতিকৃতি
৫-রাজধানীতে-রাজধানী
৬-নাগরিকদের-নাগরিকত্ব
৭-সংবিধান-সংবিধানের প্রাধান্য
৮-মূলনীতিসমূহ-মূলনীতিসমূহ
৮-জাতীয়তাবাদ-জাতীয়তাবাদ
১০-সমাজতন্ত্র-সমাজতন্ত্র ও শোষনমুক্তি
১১-গণতন্ত্র-গণতন্ত্র ও মানবাধিকার
১২-ধর্মনিরপেক্ষতা- ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা।
সংবিধানের অনুচ্ছেদ (১৩-২৫) মনে রাখার উপায়
টেকনিক >>মালিক কৃষককে মৌ গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্যরূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন।
১৩.মালিক-মালিক-মালিকানার নীতি
১৪.কৃষককে-কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫.মৌ-মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬.গ্রামে-গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭.অবৈতনিক-অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
১৮.জনস্বাস্থ্যের-জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৯.সুযোগের সমতা-সুযোগের সমতা
২০.অধিকার ও কর্তব্যরূপে-অধিকার ও কর্তব্যরূপে কর্ম
২১.নাগরিকরা-নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য
২২.নির্বাহী বিভাগ -নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ
২৩.জাতীয় সংস্কৃতি-জাতীয় সংস্কৃতি
২৪.জাতীয় স্মৃতি নিদর্শন-জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি
২৫.আন্তর্জাতিক শান্তির -আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।
সংবিধানের অনুচ্ছেদ (২৬-৩৫) মনে রাখার উপায়
টেকনিক >>মৌলিক অধিকারের আইনের দৃষ্টিতে ধর্ম, সরকারি নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহণে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয়।
২৬.মৌলিক অধিকারের-মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল
২৭.আইনের দৃষ্টিতে-আইনের দৃষ্টিতে সমতা
২৮.ধর্ম-ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯.সরকারি নিয়োগ-সরকারি নিয়োগলাভের সুযোগের সমতা
৩০.বিদেশী খেতাব গ্রহণে-বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ
৩১.আইনের আশ্রয় লাভের অধিকার-আইনের আশ্রয় লাভের অধিকার
৩২.জীবনে-জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩.গ্রেপ্তার-গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪.জবরদস্তি-জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ
৩৫.বিচার-বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।
সংবিধানের অনুচ্ছেদ (৩৬-৪৪) মনে রাখার উপায়
টেকনিক >>চল, সমাবেশ ও সংগঠন করি! চিন্তা,পেশা,ধর্ম,সম্পত্তি ও গৃহ ও যোগাযোগের অধিকার বলবত্ করি।
৩৬.চল-চলাফেরার স্বাধীনতা
৩৭.সমাবেশ-সমাবেশের স্বাধীনতা
৩৮.সংগঠন-সংগঠনের স্বাধীনতা
৩৯.চিন্তা-চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা
৪০.পেশা-পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১.ধর্ম-ধর্মীয় স্বাধীনতা
৪২.সম্পত্তি-সম্পত্তির অধিকার
৪৩.গৃহ ও যোগাযোগের-গৃহ ও যোগাযোগের রক্ষণ
৪৪.অধিকার-মৌলিক অধিকার বলবতকরণ।
সংবিধানের অনুচ্ছেদ (৪৮-৫৪) মনে রাখার উপায়
টেকনিক >>রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিশংসন ও অপসারনের ক্ষমতা স্পীকারকে দিলেন।
৪৮.রাষ্ট্রপতি-রাষ্ট্রপতি
৪৯.ক্ষমার-ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০.মেয়াদে-রাষ্ট্রপতি-পদের মেয়াদ
৫১.দায়মুক্তি-রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২.অভিশংসন-রাষ্ট্রপতির অভিশংসন
৫৩.অপসারনের-অসামর্থের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪.স্পীকারকে -অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার।
সংবিধানের অনুচ্ছেদ (৫৫-৫৮) মনে রাখার উপায়
টেকনিক >>মন্ত্রিসভায় মন্ত্রীগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।
৫৫.মন্ত্রিসভায়-মন্ত্রীসভা
৫৬.মন্ত্রীগণ-মন্ত্রীগণ
৫৭.প্রধানমন্ত্রী-প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮-অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ-অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ।
সংবিধানের অনুচ্ছেদ (৬৫-৭৯) মনে রাখার উপায়
টেকনিক >>সংসদ সদস্যগণ শূন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশনে ভাষনের অধিকার স্পীকারকে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।
৬৫.সংসদ-সংসদ প্রতিষ্ঠা
৬৬.সদস্যগণ-সংসদের নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭.শূন্য-সংসদের আসন শূন্য হওয়া
৬৮.পারিশ্রমিকে-সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯.অর্থদন্ড-শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যের অর্থদন্ড
৭০.পদত্যাগের কারনে-রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারনে আসন শূন্য হওয়া
৭১.দ্বৈত-দ্বৈত সদস্যতায় বাধা
৭২.অধিবেশনে-সংসদের অধিবেশন
৭৩.ভাষণের-সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক.অধিকার-সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪.স্পীকারকে-স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫.কোরাম-কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি
৭৬.স্থায়ী কমিটি-সংসদের স্থায়ী কমিটিসমূহ
৭৭.ন্যায়পাল-ন্যায়পাল
৭৮.বিশেষ অধিকার ও দায়মুক্তি-সংসদ ও সদস্যদের বিশেষ-অধিকার ও দায়মুক্তি
৭৯.সচিবালয়-সংসদ সচিবালয়।