ঢাবি ৭ কলেজে ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।
ঢাবি ৭ কলেজে সম্পর্কে শিক্ষার্থীরা এখনও ভালভাবে জানে না । তাদের মনে ভর্তি বিষয়ক অনেক প্রশ্ন থাকে । যা কিনা ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকে না । তাই আজকে আমরা ৭ কলেজে ভর্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন তথ্য জানব ।
ঢাবি ৭ কলেজ ভর্তি সার্কুলার 2020-21 দেখুন
প্রশ্ন: ০১:৭ কলেজে পরীক্ষা দেয়ার জন্য SSC ও HSC তে আলাদা পয়েন্ট লাগবে কিনা ?
উত্তর:সাত কলেজে পরীক্ষা দিয়ার জন্য আলাদা পয়েন্ট লাগবেনা SSC ও HSC মিলিয়ে (৪র্থ বিষয় সহ)
বিজ্ঞান বিভাগ — ৭.০০
মানবিক বিভাগ — ৬.০০
বানিজ্য বিভাগ — ৬.৫০ পয়েন্ট লাগবে।
১০০ মার্ক এর পরীক্ষা হবে এবং ২০ মার্ক থাকবে এসএসসি,ও এইচএসসির জিপিএর উপর।
★প্রশ্ন:০২:এক বিভাগ থেকে অন্য বিভাগে পরীক্ষা দেয়া যায় কিনা ?
উত্তর= সাইন্স ও কমার্সে শিক্ষার্থীরা আর্টসে পরীক্ষা দিতে পারবেন।
★প্রশ্ন:০৩:পরীক্ষা কি একদিনে হবে না আলাদা দিবে?
উত্তর= ৩ ইউনিট এর পরীক্ষা ৩ দিন হবে।
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯-২০ দেখুন
★প্রশ্ন:০৪:সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে কিনা?
উত্তর = সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেনা
★প্রশ্ন:০৫: ২০২০-২১ সেশনে কারা পরীক্ষা দিতে পারবে?
উত্তর= যারা ২০২০ সালে HSC পাশ করবে তারা দিতে পারবে। তবে কেউ যদি ২০১৭ সালে SSC পাশ করে, ২০১৯ তে HSC তে ফেইল করে, ২০২০ সালে HSC পাশ করে, তারাও পরীক্ষা দিতে পারবে।
★প্রশ্ন:০৬:গত বছর অন্য কোথাও যারা পরীক্ষা দেয়নি বা এপ্লাই করেনি তারা কি এবার ৭ কলেজ পরীক্ষা দিতে পারবে?
উত্তর= আপনি কোথাও পরীক্ষা দেন বা না দেন, সেকেন্ড টাইম ৭ কলেজে পরীক্ষা দেয়া যাবেনা
★প্রশ্ন :০৭:ভাইয়া আমি কিভাবে প্রিপারেশন নিব? কোন বইটি পড়িব?
উত্তর:ঢাবি অধিভুক্ত কলেজের পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে সকল কাজ ঢাবি করবে এবং ঢাবির স্যারেরা করবে।ঢাবির প্রশ্ন যে স্যারেরা করবে অধিভুক্ত কলেজের প্রশ্ন ঠিক সেম স্যারেরা করবে।তাই পরীক্ষার প্রস্তুতির জন্য আলাদাভাবে আলাদা বই পড়ার দরকার নাই।ঢাবির মত করে প্রস্তুতি নিলে হবে।
★প্রশ্ন:০৮:অধিভুক্ত কলেজে কি কোন সেশনজট হবে আমাদের?
উত্তর:তোমাদের কোন সেশনজট হবে না।কোন ধরণের গুজবে কান দিবে না।আর হ্যা, আগে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল সেইখান থেকে ঢাবির অধিনে নিয়েছে। তাই একটা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর তার কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে।এটা স্বাভাবিক ব্যাপার।আর আমি আবারও বলছি, তোমাদের সেশন এবং তোমাদের আগের সেশন পর্যন্ত কোন সেশনজট হবে না।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বই ডাউনলোড করুন
★প্রশ্ন:০৯:পরীক্ষার সিট পরবে কোথায়?
উত্তর :ঢাবির সাত কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা,বাণিজ্য ও বিজ্ঞান অনুষদের ভবনগুলেতে।
★প্রশ্ন:১০:পরীক্ষা এবং আবেদন কখন শুরু হবে?
উত্তর :আবেদন শুরু হবে জুলাই এবং পরীক্ষা অক্টোবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়েরর পরীক্ষার পর অধিভুক্ত কলেজের পরীক্ষা হবে।
★প্রশ্ন:১১:পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে কিনা?
উত্তর :কোন নেগেটিভ মার্ক থাকবে না।
★প্রশ্ন:১২:অধিভুক্ত কলেজের সার্টিফিকেট কে দিবে?
উত্তর:অধিভুক্ত কলেজের সার্টিফিকেট দিবে ঢাবি থেকে।
★প্রশ্ন:১৩:অধিভুক্ত কলেজে পড়ার মান কেমন হবে?
উত্তর :নিশ্চয় ঢাবি তাদের সার্টিফিকেট এমনে এমনে দিয়ে দিবে না। পড়ালেখা করেই সার্টিফিকেট আদায় করে নিতে হবে।
★প্রশ্ন:১৪:অধিভুক্ত কলেজের মধ্য কোনটা সবচাইতে ভাল?
উত্তর :সবগুলো ভাল কিন্তু তার মধ্য ঢাকা কলেজে(শুধুমাত্র ছেলেদের জন্য),তিতুমীর কলেজ(ছেলে, মেয়ে উভয়),ইডেন কলেজ(শুধুমাত্র মেয়েদের জন্য) প্রথম সারির কলেজ
তথ্যসূত্র : ইন্টারনেট
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।