
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ প্রকাশিত হয়েছে আর এ কুয়েট ভর্তি নোটিশ ২০২৬ টি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয় admissioncuet.ac.bd। চলুন দেখে নেয়া যাক “চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2025-26 এর বিস্তারিত তথ্যাবলী ।
চুয়েট ভর্তি টাইমলইন |
---|
আবেদন শুরুঃ
আবেদন শেষঃ আবেদন প্রদানের শেষ তারিখ: পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ প্রবেশপত্র ডাউনলোড শুরু: ভর্তি পরীক্ষার তারিখ : |
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত বিভাগসমূহে স্নাতক কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। A’ লেভেল পাশ এবং বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশকৃত প্রার্থী ব্যতীত অন্যান্যদের আবেদন অনলাইন-এর মাধ্যমে গ্রহণ করা হবে। যে সকল ছাত্র-ছাত্রী শুধুমাত্র ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ করেছে অথবা ২০২২ সালের সেপ্টেম্বরের পরে ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, ভর্তি নির্দেশিকার অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে
আরোও পড়ুন : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
আবেদনের ন্যূনতম যােগ্যতা
- প্রার্থীকে ২০২৫ইং সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০২২ ইং সালের সেপ্টেম্বরের পরে ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
- বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড | মাদ্রাসা শিক্ষা বাের্ড / কারিগরি শিক্ষা বাের্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০… অথবা জিপিএ ৪.০০ পেয়ে পাশ হতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
- বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড / মাদ্রাসা শিক্ষা বাের্ড | কারিগরি শিক্ষা বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক / আলীম /সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ ও ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ পেয়ে পাশ করতে হবে এবং গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীতে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৭.৫০ পেতে হবে। ইংরেজী মাধ্যম / বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
- প্রার্থী GCE “O” লেভেল এবং ‘A’ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE “O” লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ হতে হবে। GCE “A’ লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ হতে হবে।
অনলাইনে ভর্তির আবেদন সংক্রান্ত তথ্য
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। কোন ছাপানাে ফরম বিক্রয় করা হবে না।
- সকল আবেদনকারীর মধ্য থেকে HSC তে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজীতে প্রাপ্ত মােট গ্রেড পয়েন্টের ভিত্তিতে প্রথম ২০০০০ (বিশ হাজার) জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত ঘােষণা করা হবে।
- তবে, ২০০০০ তম স্থানে একাধিক প্রার্থী থাকলে ক্রমানুসারে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ের HSC তে প্রাপ্ত গ্রেড পয়েন্টের ভিত্তিতে ভর্তি পরীক্ষার জন্য যােগ্য প্রার্থী নির্বাচন করা হবে। সেক্ষেত্রে HSC তে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে একই গ্রেড পয়েন্ট প্রাপ্ত ২০০০০ তম স্থানের সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবে।
আবেদন ফি | টাকা |
গ্রুপ – KA (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) | ১,২০০/- টাকা (সার্ভিস চার্জ সহ) |
গ্রুপ- KHA (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ | ১,৪০০/- টাকা (সার্ভিস চার্জ সহ)। |
ভর্তি পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন
ক গ্রুপঃ
মোট নম্বর – ৫০০ (লিখিত)
বিষয় গণিত ,পদার্থ, রসায়ন ও ইংরেজী।
খ গ্রুপঃ(আর্কিটেকচার সহ)
মোট নম্বর -৭০০ (লিখিত এবং মুক্ত হস্তে অংকন)
বিষয় ভিত্তিক নম্বরঃ গণিত, পদার্থ, রসায়ন ও মুক্ত হস্তে অংকন
চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ড এবং ওয়েবসাইট http://student.cuet.ac.bd/admission অথবা http://www.cuet.ac.bd/admission মারফত জানানাে হবে। এর জন্য পত্রিকায় | বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না।
আবেদন যেভাবে করবেন
ধাপ-১ আবেদন পদ্ধতি
- http://www.cuet.ac.bd/admission এই লিংকে যান।
- SSC ও HSC এর Board Passing Year , Roll, Registration number দিয়ে ফর্ম টি ফিল-আপ করুন।Next বাটনে প্রেস করুন।
- Mobile No, Email, Address এবং Quota(যদি থাকে) পূরন করে Next বাটনে প্রেস করুন ।
- এরপর ছবি এবং স্বাক্কর আপলোড করুন এবং Submit & Print বাটনে প্রেস করুন।
- এবার আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ন এখন Download Application Form এ ক্লিক করুন।
ধাপ – ২ আবেদন ফী পরীশোধের নিয়মঃ
- ডাচ বাংলা মোবাইল ব্যাংক থেকে *৩২২# ডায়াল করুন।
- ১ (পেমেন্ট) অপশন সিলেক্ট করুন ।
- আবার ১(পেমেন্ট অপশন) এ যান।
- চুয়েটের বিলার আইডি *** টাইপ করুন।
- এরপর Application ID নম্বর টাইপ করুন।
- ফী টাইপ করুন ।
- পিন প্রদান করুন ।
- এরপর কনফার্মেশন মেসেজ টি রেখে দিন কারন পরবর্তিতে Transaction ID লাগবে।
বিশেষ সতর্কতা : আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই আবেদন নির্দেশিকাটি ভালভাবে পড়ুন।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।